চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মেট্রিক্যাল।
আসলে ব্যান্ড এমন একটা মাধ্যম যার দ্বারা একটি দেশের বা সমাজের সংস্কৃতি, জীবনধারা, অন্যায়, অসংগতি খুব সাবলীলভাবে উপস্থাপন করা যায়। আমরা নিজেদের খুব ভাগ্যবান ভাবতে পারি এই কারণে যে আমরা এই দিক'টা দিয়ে অনেক এগিয়ে আমাদের আশেপাশের দেশগুলো থেকে। আমাদের নগরবাউল, এল আর বি, ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেলের মত লিজেন্ডারি ব্যান্ড আছে আবার দেশের আনাচেকানাচে থেকে অনেক ব্যান্ড উঠে আসছে। অন্যদিকে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো তাদের নির্দিষ্ট কিছু ট্রাক দিয়ে শ্রোতামন জয় করছে প্রতিনিয়ত। তেমনি একটা ব্যান্ড 'Metrical'।
খুটিনাটি :
নাম : Metrical
জনরা : Hard Rock / Heavy Metal
সদস্য : Shakil Mozumder ( Vocal )
Mohim ( Drums )
Sohan ( Guitar )
Ehsan ( Guitar )
Symon Chowdhury ( keyz )
Oni ( Bass )
সাবেক সদস্য : Akib, Dipu
হোমটাউন : Chittagong
'Metrical' শব্দের অর্থ ছন্দময়। নামের মর্যাদা রেখে তাদের গানের ছন্দের মাধ্যমে তারা জয় করে নিয়েছে হাজার সংগীতশ্রোতার হৃদয়। ব্যান্ডটি তাদের যাত্রা শুরু করে ২০০৮ এর ডিসেম্বরে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে জুন ২০০৯ থেকে ডিসেম্বর ২০০৯ পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকে। এরপর ২০১০ সালে ফিরে তারা তাদের নিজস্ব মেলো সফট ট্রাক 'অচেনা' রিলিজ দেয়। সেই বছরই তারা তাদের জনরা'য় পরিবর্তন আনে। জুলাই ২০১১ তে তারা তাদের ২য় নিজস্ব ট্রাক 'সত্যের সন্ধানে' রিলিজ দেয়। এছাড়া ২০১৩ ও ২০১৪ তে তারা তাদের তৃতীয় ও চতুর্থ ট্রাক মুখোশ এবং অপবাদ রিলিজ দেয়। মূলত ২০১২ সালে তারা তাদের ব্যান্ড'কে সিরিয়াসলি চালানোর সিদ্ধান্ত নেয়। ডিসেম্বর ২০১৫ তে তাদের ব্যান্ডের নতুন দিগন্তের সূচনা হয়। তারা চ্যানেল আই 'ব্যান্ড ফেস্ট' এবং বিবিসি বাংলার জনপ্রিয় শো 'গান গল্পে' অংশ নেয়। জুলাই ২০১৬ তে তারা তাদের সবচেয়ে জনপ্রিয় ট্রাক " ফিরে এসো " রিলেজ দেয়।
" ফিরে এসো মিনতি আমার,
ভালোবাসো আবার।"
এই দুইলাইন 'ফিরে এসো'কে তাদের অন্য যেকোন ট্রাক থেকে আলাদা করেছে। 'ফিরে এসো' শুনেছে অথচ ম্যাট্রিকালের ফ্যান হয়নি এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ফেব্রুয়ারি ২০১৬ তে তারা তাদের আরেকটি নিজস্ব ট্রাক 'কে তুমি ' রিলিজ দেয়। এছাড়া কিছুদিন আগে ব্যান্ডটি 'গন্তব্য যেখানে' নামে একটি ট্রাক রিলিজ দিয়েছে।
রিলিজড ট্রাক :
অচেনা ( Ctg Rockers)
স্বপ্নের সন্ধানে ( Ctg Rockers)
মুখোশ ( Tyrants Shall full )
অপবাদ
হারানো আমি
ফিরে এসো
গনতন্ত্রের ঘুরি
প্রেত
কে তুমি
আঁধার অথবা কালো
গন্তব্য যেখানে
এলবাম : তারা এখন তাদের একক এলবাম নিয়ে কাজ করছে। সম্ভবত এবছরই তারা তাদের প্রথম এলবাম রিলিজ দিবে। এলবামে মোট ১০টি ট্রাক হয়েছে।
ফিরে এসো
গন্তব্য যেখানে
প্রেত
হারানো আমি
অনুভূতি যত
আঁধার অথবা কালো
গনতন্ত্রের ঘুড়ি
অজানা
নাম ঠিক হয়নি
নাম ঠিক হয় নি
'Metrical' এবং আমি : আমি মূলত একটি লাইভ দেখে তাদের ফ্যান হই। সেখানে ' ফিরে এসো ' ট্রাকটি নিয়ে মানুষের আগ্রহ দেখে আমি ইউটিউবে 'ফিরে এসো' শুনেই তাদের ফ্যান হয়ে যাই। তারপর প্রেত, কে তুমি এবং গন্তব্য যেখানে শুনি এবং পরিচিত'দের গানগুলো সাজেস্ট করি। আমার জন্য আনন্দের ব্যাপার হচ্ছে যাদের আমি গানগুলো সাজেস্ট করেছি তারাও এখন ' Metrical ' এর ফ্যান।
POST CREDIT :Mahrus Hasan Prottoy
POST CREDIT :Mahrus Hasan Prottoy
Comments
Post a Comment