পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।

আজ আমরা আপনাদের এমন ২০ টি দামী বস্তুর সাথে পরিচয় করিয়ে দেব ।আমরা সকলেই মনে করি স্বর্ণ পৃথিবীর সব থেকে দামী বস্তুর মধ্যে অন্যতম ।কিন্তু এই স্বর্ণের থেকে  অনেক দামী বস্তু রয়েছে এই পৃথিবীতে তবে তাঁর অনেক বস্তুই আমাদের অজানা।শুধু  বস্তু নয় অনেক ধরণের দামী মসলা, ওষুধ, খনিজ পদার্থ ও নানারকমের রত্নও রয়েছে ।যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না।এই সকল বস্তু তাদের নিজ গুনে এবং দামে আপনার জানা সকল দামী বস্তুকে হার মানাবে ।

১. অ্যান্টিম্যাটার

পৃথিবীর সব থেকে দামী জ্বালানী হচ্ছে এটি।এই উপাদান টা অনেক বেশি শক্তিশালী ।এই উপাদানটি দিয়ে ভবিষ্যৎ এ মহাকাশযানের জ্বালানী হিসেবে ব্যবহার করা যাবে বলে বিজ্ঞানিরা ধারনা করছেন।পৃথিবীতে এই উপাদানের পরিমান খুব বেশি না।যার কারনে এই উপাদানটির দাম আকাশ চুম্বী ।আনুমানিক এই উপাদানের প্রতি গ্রামের মূল্য হবে ১০০ ট্রিলিয়ন ডলার।

২. ক্যালিফোর্নিয়াম ২৫২

পৃথিবীর অন্যতম দামী উপাদান গুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়াম ২৫২ পদার্থটি ।এই মূল্যবান পদার্থটির মাধ্যমে খুব সহজে তেল ক্ষেত্রে তেলের অনুসন্ধান করা যায় এবং পানির স্তরের পরিমাণ খুবই সহজে পরিমাপ করা যায়। পৃথিবীতে এই উপাদানের পরিমান খুব বেশি না।যার কারনে এই উপাদানটির দাম অনেক চড়া।এই পদার্থটির প্রতি গ্রামের মূল্য ২৭ মিলিয়ন ডলার ।

৩. পাইনাইট


পাইনাইট পৃথিবীর অন্যতম দুর্লভ খনিজ পদার্থের মধ্যে একটি ।এই খনিজ পদার্থটি খুব কম জায়গায় দেখা যায়।এই খনিজ পদার্থটি  ও অনুসন্ধানের কাজে ব্যবহার করা হয়।এই খনিজ পদার্থটির প্রতি গ্রামের মূল্য ৩ লাখ মার্কিন ডলার ।

৪. হীরা

হীরা কত টা মূল্যবান সেই টা কমবেশি সকলের ধারনা আছে।কারন বর্তমানে এর নাম খুব বেশি  শোনা যায় ।আমাদের সকলের ধারনা এইটা দিয়ে শুধু গহনা তৈরি করা হয় কিন্তু এই ধারনা সঠিক নয় তাঁর কারন হলে হীরা দিয়ে অনেক মূল্যবান যন্ত্রপাতি ও বানিয়ে ব্যবহার করা হচ্ছে বর্তমানে।আর রঙ হীন এক ক্যারেট হীরার প্রতি গ্রামের মূল্য ৬৫ হাজার ডলারের ও বেশি।কি অবাক হলেন কিন্তু এইতাই সত্য।


. ট্রাইটিয়াম


ট্রাইটিয়াম একটি আজব ধরনের উপাদান।তার কারন হল এই বস্তুটি সাধারণ ভাবেই নিজে থাকেই উজ্জল থাকে।যার কারনে এর ব্যবহার ও আমাদের জন্য  অনেক গুরুত্বপূর্ণ।  যার ফলে  এই উপাদানটি ও বেশ দামী ।অন্ধকারে কোন লিখা দৃশ্যমান রাখার জন্য  এইটি বেশি ব্যবহার করা হয়।ট্রাইটিয়াম প্রতি গ্রামের মূল্য ৩০ হাজার ডলার ও তার বেশি।


৬. টাফেইট




টাফেইট এতটাই বিরল যে হীরার থেকে ও কম পৃথিবীতে রয়েছে এই রত্ন।এই রত্ন গহনার কাজে খুব বেশি ব্যাবহার করা হয়। প্রতি গ্রাম এই রত্নের মূল্য ২০ হাজার ডলার বা তার বেশি হতে পারে। 


৭. প্লুটোনিয়াম


প্লুটোনিয়াম দামী পদার্থ গুলোর মধ্যে অন্যতম ।তার কারন এই উপাদান ব্যবহার করা হয় পারমাণবিক বোমা কিংবা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কাজে।যার কারনে পৃথিবী জুড়ে এই পদার্থের চাহিদা অনেক বেশি।যার কারনে এর দাম ও অনেক বেশি ।প্রতি গ্রাম প্লুটোনিয়ামের মূল্য চার হাজার ডলার বা তার বেশি।


৮. এলএসডি


এলএসডি অনেক পুরান দামী উপাদান বা বস্তুর মধ্যে অন্যতম।১৯৬০ এর দশকে   এর ব্যাবহার ছিল অনেক বেশি।এ বস্তুটি হেলুসিনেশন তৈরি করতে সক্ষম বলে জানা যায়।ক্রিস্টাল আকারের প্রতি গ্রাম এলএসডির মূল্য তিন হাজার ডলার বা তার বেশি হয়ে থাকে 


৯. ক্র্যাক কোকেন


 ক্র্যাক কোকেন নেশা জাতীয় দ্রব্য ।এর চাহিদা অনেক বেশি বর্তমান জুড়ে ।এর মাধ্যমে  নেশা করে থাকে অনেকে, কিন্তু সেই পরিমাণ দ্রবটি বাজারে না থাকায় এর দাম অনেক বেশি।এর মূল্য এতটাই বেশি যে ক্র্যাক কোকেনের প্রতি গ্রাম বিক্রয় হয়ে থাকে ৬০০ ডলার বা তার বেশি দামে।

১০. মিথামফেটামাইন


 মিথামফেটামাইন দ্রবটি ও নেশা জাতীয় দ্রব্য।এর চাহিদা ও অনেক বেশি থাকায় এর দাম ও অনেক বেশি যার কারনে এটি ও এই তালিকায় থাকছে।মিথামফেটামাইন প্রতি গ্রাম বিক্রয় হয়ে থাকে ১২০ ডলার বা তার বেশিতে ।


১১. হেরোইন


হেরোইন নেশা জাতীয় দ্রব্যের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং হালকা সহজলভ্য যার কারনে এর দাম ও তুলনা মূলক কম কিন্তু বর্তমানে এইটি নেশা জাতীয় দ্রব্য হিসেবে ব্যাবহার হওয়াই নিষিদ্ধ হয়েছে।হেরোইন প্রতি গ্রাম বিক্রয় হয়ে থাকে ১১০ ডলার বা তার বেশিতে।


১২. ক্রিম ডে লা মের



 ক্রিম ডে লা মের বর্তমানে অনেক জনপ্রিয় একটি ক্রিম ।এই ক্রিম ব্যবহার করে ত্বকের বয়স কমিয়ে ফেলা সম্ভব খুব সহজে। যার ফলে আপনাকে দেখা যাবে খুব কম বয়সীদের মত।এই কারনে এর চাহিদা অনেক বেশি যার ফলে এর দাম ও অনেক বেশি। ক্রিম ডে লা মের প্রতি গ্রামের মূল্য ৭০ ডলার এর মত।

১৩. গণ্ডারের শিং


 গণ্ডারের শিং ও অনেক দামী দ্রবের মধ্যে একটি ।আপনি হয়ত অবাক হচ্ছেন গণ্ডারের শিং আবার এত দামী হয়  কিভাবে।তার কারন হচ্ছে।গণ্ডারের শিং বিভিন্ন রোগের চিকিৎসার কাজে ব্যাবহার করা হয়ে থাকে বলে জানা গিয়েছে ,যার ফলে এর দাম ও অনেক বেশি।প্রতি গ্রাম গণ্ডারের শিং এর মূল্য ৫৫ ডলার এর মত।


১৪. প্ল্যাটিনাম


প্ল্যাটিনাম ও দামী দ্রবের মধ্যে  একটি । প্ল্যাটিনাম বহু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যাবহার হয়ে থাকে । এটি গহনা হিসেবে বা ক্যান্সারের ওষুধ হিসেবে এর ব্যবহার রয়েছে বলে জানা গিয়েছে।যার ফলে এর দাম ও অনেক বেশি, প্রতি গ্রাম প্ল্যাটিনামের দাম ৪৮ ডলার এর কাছাকাছি।


১৫. রোডিয়াম


 রোডিয়াম সাধারনত মূল্যবান যন্ত্রপাতি তৈরিতে ব্যাবহার করা হয়ে থাকে । গাড়ির থ্রি ওয়ে ক্যাটালটিক কনভার্টারে কাজে এটি ব্যবহারে গাড়ির কার্বন নিস্বরণ কমায়।যার ফলে এর দাম ও অনেক বেশি।প্রতি গ্রাম রোডিয়ামের দাম ৪৫ ডলারের মত।


১৬. স্বর্ণ


স্বর্ণ নামটার সাথে আমরা খুবই বেশি পরিচিত ।আমরা সাধারত দামী জিনিস বলতেই ভেবে থাকি স্বর্ণের কথা । হ্যাঁ  স্বর্ণ ও অবশ্যই দামী বস্তু।স্বর্ণ দিয়ে বিভিন্ন গহনা তৈরি করা হয় এবং অনেক দামী যন্ত্রপাতি তৈরিতে ও ব্যাবহার করা হয় স্বর্ণ।আর এ কারণে প্রতি গ্রাম স্বর্ণের বাজার মূল্য ৩৯.৮১ ডলারের মত ।


১৭. ইরানিয়ান বেলুগা ক্যাভিয়ার



ইরানিয়ান বেলুগা ক্যাভিয়ার মূল্যবান কিছু মাছের ডিম থেকে তৈরি করা হয়ে থাকে।এই ক্যাভিয়ার ইরানে খুব বেশি দেখা মিলে।মূল্যবান ঐ মাছের ডিম থেকে তৈরি ক্যাভিয়ারকে আলমাস নামেও পরিচিতি শোনা যায়।অ্যাপেটাইজার হিসেবে এ খাবার খুবই জনপ্রিয়। মূল্যবান এ ক্যাভিয়ারের প্রতি গ্রামের দাম ৩৫ ডলার।


১৮. জাফরান


 জাফরান আমাদের সকলের কম বেশি পরিচিত একটি মসলা ।ফুলের রেনু থেকে তৈরি এ মসলাটি খাবারে রং করার জন্য ব্যাবহার করা হয়।এ ছাড়া ও এইটি আরও  অনেক উপকারে ও আসে ।এই মসলা টি অনেক বেশি দামে বিক্রয় হয়ে থাকে ।এর প্রতি গ্রামের দাম ১১.১৩ ডলার

১৯. সাদা ট্রাফল


সাদা ট্রাফল সবচেয়ে দামী মসলার মধ্যে একটি ।সাদা ট্রাফল আসলে এক ধরনের মাশ্রুম।এইটি সাধারনত বিভিন্ন খাবারে ব্যাবহার করা হয়।তা ছাড়া এইটি দামী ও মূল্যবান পাস্তা ,মাংস ,ডিম এবং ভাতের সাথে ব্যাবহার করা হয়।যার ফলে এর দাম ও অনেক বেশি।এর প্রতি গ্রামের মূল্য পাঁচ ডলার।



২০. সলিরিস


সলিরিস আসলে এক ধরনের ওষুধ।একটি ওষুধ যে  অনেক দামী হতে পারে তার অন্যতম উদাহরন হচ্ছে সলিরিস। মূল্য বাড়ার সব থাকে বড় কারন হচ্ছে বহু বছর গবেষণার ও এইটি  উন্নয়নের কাজে খরচ হওয়ার ফলে এর দাম বাড়ার মুল কারন।মূল্যবান এই সলিরিস ওষুধ টির ৩০ মিলির দাম ৫হাজার ডলারের মত।মূলত জীবন হানিকর লোহিত রক্তকনা স্বাভাবিকের তুলনায় দ্রুত ধ্বংস করে, এমন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ওষুধটি। তার কারনে এর জনপ্রিয়তা ব্যাপক হওয়াই এর দাম এত বেশি।

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।