মিনি বিশ্বকাপ খ্যাত কনফেডারেশন কাপ।

কনফেডারেশন কাপ

কনফেডারেশন কাপ এর শিরোপা
কনফেডারেশন কাপ। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টটির আসল নাম ছিলো কিং ফাহাদ কাপ। সর্বপ্রথম ১৯৯২ সালে এটি কিং ফাহাদ কাপ টুর্নামেন্ট নামে সৌদী আরবে শুরু হয়। এবং 1997 সালে ফিফা এটিকে ফিফার আওতাভুক্ত করে নেয় যার নাম হয় ফিফা কনফেডারেশন কাপ..!

ফিফা কনফেডারেশন কাপের টিম সিলেকশনের নিয়মঃ-

ফিফা কনফেডারেশন কাপ বা মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট টি বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে..! কনফেডারেশন কাপের টিম সিলেকশন নিয়ে অনেকেরই বিভিন্ন সন্দেহ আছে যে, কোন টিম খেলবে? কিভাবে ৮ টি টিম নির্বাচন করবে?

কনফেডারেশন কাপের স্বাগতিক থাকে ওই দেশই যেই দেশ পরবর্তী বিশ্বকাপের স্বাগতিক থাকে। যেমনঃ রাশিয়া। যা 2005 সাল থেকে নিয়ম করা হয়েছে। কনফেডারেশন কাপে মোট ৮টি টিম অংশগ্রহন করে। যার মধ্যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল ও পরবর্তী বিশ্বকাপের স্বাগতিক দেশ সরাসরি মুল পর্বে খেলবে...! তাহলে ২ টি টিম আমরা নিশ্চিত পাচ্ছি...!

অর্থ্যাৎ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল জার্মান আর পরবর্তী বিশ্বকাপ স্বাগতিক দেশ রাশিয়া সরাসরি ২০১৭ কনফেডারেশনের মুল পর্বে খেলবে। যেমনটি গতবার ব্রাসিল আর স্পেন সরাসরি খেলেছিলো বা এর আগের বার ইতালী আর আফ্রিকা..! এভাবেই কনফেডার টিম সিলেকশন হয়..!

আর বাকী থাকলো ৬টি টিম। এই ৬ টি টিম নির্বাচন হয় পরবর্তী ৪ বছরের ৬ মহাদেশীয় চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের মাধ্যমে..! যেমনঃ উত্তর আমেরিকার কনকাফ চ্যাম্পিয়ন দল (Mexico), দক্ষিন আমেরিকার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল (Chile), ইউরোপের ইউরো চ্যাম্পিয়ন দল (Portugal), আফ্রিকার আফ্রিকান ন্যাশন কাপের চ্যাম্পিয়ন দল (Cameroon), এশিয়ার এএফসি চ্যাম্পিয়ন দল (Australia) এবং ওশেনিয়ার ওশেয়ানিয়া চ্যাম্পিয়ন শীপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল (New Zeland)..!

এবার বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মান এই দুই দলই ইউরোপের যারা সরাসরি ১৭ এর কনফেডায় সরাসরি চান্স পাচ্ছে..! তাই এবার ইউরোপ থেকে ৩টি দল কনফেডায় চান্স পাবে। ১। রাশিয়া (স্বাগতিক হিসেবে), ২। জার্মান (বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে), ৩। পর্তুগাল (ইউরো-২০১৬ এর চ্যাম্পিয়ন)। ল্যাটিন থেকে চিলি (৪), কনকাফ টুর্নামেন্ট থেকে মেক্সিকো (৫), আফ্রিকা থেকে ক্যামেরুন (৬), এশিয়ার হয়ে খেলবে অষ্ট্রেলিয়া (৭) এবং ওশেনিয়ার হয়ে খেলবে নিউজিল্যান্ড(৮)..! :)
এবার আসি কিছু পরিসংখ্যানেঃ

এই টুর্নামেন্টের সর্বপ্রথম স্বাগতিক দেশ সৌদি আরব (১৯৯২) এবং সর্বপ্রথম জয়ী দল আর্জেন্টিনা (১৯৯২)। সর্বপ্রথম রানার্স আপ দল সৌদি নিজেই। সর্বপ্রথম ৩য় স্থানকারী দল যুক্তরাষ্ট্র। তখন মাত্র ৪ দল নিয়ে টুর্নামেন্ট হতো এবং সেমি ফাইনাল থেকে খেলা শুরু হতো। সেই হিসেবে এই টুর্নামেনটের সর্বপ্রথম গোলদাতা সৌদীর আল-বিসি..! এবং টুর্নামেন্টের সর্বপ্রথম ফাইনালে গোলদাতার নাম আর্জেন্টিনার রদ্রিগেজ (১৯৯৭)..!

1992 কিং ফাহাদ কাপের শিরোপা হাতে নিয়ে আর্জেন্টাইন প্লেয়ার
পরের আসর অর্থাৎ 1995 সাল থেকে গ্রুপ স্টেজ সিস্টেম চালূ করা হয় এবং মোট ৬ দল নিয়ে খেলা ‍শুরু হয়। এবং এর পরের আসর অর্থ্যাৎ ১৯৯৭ সাল থেকে অফিশিয়ালি ফিফা কর্তৃক আয়োজন করা এই খেলায় মোট ৮ দল অন্তুর্ভুক্ত হয় যা এখনো বরাদ্দ।

এই টুর্নামেন্টে সর্বোচ্চ অংশগ্রহনকারী দলের নামঃ ব্রাসিল (৭ বার, ১৯৯৭, ৯৯, ০১, ০৩, ০৫, ০৯, ১৩) এবং মেক্সিকো (৭ বার, ৯৫, ৯৭, ৯৯, ০১, ০৫, ১৩, ১৭)। সর্বোচ্চ ফাইনাল খেলেছে ব্রাসিল (৪ বার), সর্বোচ্চ রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা (২ বার), ৩য় স্থান হয়েছে সর্বোচ্চ উরুগুয়ে (২বার, ১৯৯৭, ২০১৩)।

এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ২ জন যাদের উভয়েরই গোলসংখ্যা ৯টি করে। তারা হলেন রোনালদিনহো এবং মেক্সিকোর ব্লাঙ্কো। এখন পর্যন্ত এক টুনার্মেন্টটে সর্বোচ্চ গোলদাতার নাম রোমারিও (৭টি, ’৯৭)।

Blanco


Ronaldiho


Romario
.
টুর্নামেন্ট মোট হ্যাট্রিক এবং হ্যাট্রিক দাতার নামঃ

এই টুনামেন্টে এখন পর্যন্ত মোট ১৩ টি হ্যাট্রিক হয়েছে, যার মদ্যে টরেস (স্পেন) ই একমাত্র প্লেয়ার যে কি না ২ বার হ্যাট্রিক করেছেন (০৯ এবং ১৩)। সবচেয়ে বেশি হ্যাট্রিক হয়েছে ২০১৩ সালে (৪টি)। সর্বপ্রথম হ্যাট্রিক দাতার নাম চেক রিপাবলিকের ভ্লাদিমির (১৯৯৭)। এই টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ১১জন প্লেয়ার হ্যাট্রিক করেছে, যারা হলেন Vladimír Šmicer, Ronaldo, Romário, Cuauhtémoc Blanco, Marzouk Al-Otaibi, Ronaldinho, Luciano Figueroa, Fernando Torres, David Villa, Nnamdi Oduamadi and Abel Hernández..!

Torres
গোল্ডেন/সিলভার/ব্রোঞ্জ বুট, গোল্ডেন গ্লাব এবং গোল্ডেন/সিলভার/ব্রোঞ্জ বলঃ-


গোল্ডেন/সিলভা/ব্রোঞ্জ সু, এবং গোল্ডেন/সিলভার/ব্রোঞ্জ বল চালু হয় 1997 সাল থেকে আর গোল্ডেন গ্লাব দেওয়া হয় ২০০৫ থেকে।

গোল্ডেন_গ্লাবঃ সর্বপ্রথম জয় করেন মেক্সিকান গোলকিপার সানচেজ।

মেক্সিকান গোলকিপার সানচেজ

গোল্ডেন_বলঃ সর্বপ্রথম এই এওয়ার্ড জিতে ব্রাসিলের ডেনিলসন এবং সর্বোচ্চ এই এওয়ার্ড জিতা দলের নাম ব্রাসিল (৪ বার, ৯৭, ৯৯, ০৫, ০৯, ১৩)।

সিলভার_বলঃ সর্বপ্রথম এই এওয়ার্ড জিতে রোমারিও। সর্বোচ্চ এই এওয়ার্ড জিতা দলের নাম ব্রাসিল (২ বার, ০৫, ১৩)।

ব্রোঞ্জ_বলঃ সর্বপ্রথম এই এওয়ার্ড জিতে চেক রিপাবলিক এর ভ্লাদিমির। সর্বোচ্চ এই এওয়ার্ড জিতা দলের নাম ব্রাসিল (২ বার, ৯৭, ০৯)।

গোল্ডেন_বুটঃ সর্বপ্রথম এই এওয়ার্ড জিতে ব্রাসিলের রোমারিও এবং সর্বোচ্চ এই এওয়ার্ড জিতা দলের নাম ব্রাসিল (৪ বার, ৯৭, ৯৯, ০৫, ০৯)।

সিলভার_বুটঃ সর্বপ্রথম এই এওয়ার্ড জিতে চেক রিপাবলিক এর ভ্লাদিমির। কোন সর্বোচ্চ দল এই এওয়ার্ড এখনো জিতে নি।।

ব্রোঞ্জ_বুটঃ সর্বপ্রথম এই এওয়ার্ড জিতে রোনালদো। সর্বোচ্চ এই এওয়ার্ড জিতা দলের নাম ব্রাসিল (২ বার, ৯৭, ১৩)।

Denilson

Romario

Vladimir

Ronaldo
বেস্ট কোচ সর্বপ্রথম হয়েছেন আজেন্টিনার আলফিলো বাসলে এবং সর্বোচ্চ বেস্ট কোচ এওয়ার্ড পাওয়া দলের নাম ব্রাসিল (৪ বার)।

আলফিলো বাসলে
.
ফেয়ার প্লে এর জন্য সর্বপ্রথম এওয়ার্ড পায় সাউথ আফ্রিকা (১৯৯২) এবং সর্বোচ্চ ২ বার পায় ব্রাসিল (৯৯, ০৯। একটি যৌথ ছিলো)
.
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।