বিশ্বের সবচেয়ে দামী ১০ টি খাবার যার দাম জেনে বিস্মিত না হয়ে পারবেন না। জানতে অবশ্যই পড়ুন।

কমদামী হক আর বেশি দামের হোক না কেন,শব খাবারের শেষ পরিনতি আমাদের সকলের খুবই ভাল করে জানা ।কিন্তু শুধু এক বেলার জন্য অথবা একটি খাবার খাওয়ার জন্য যদি আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় তাহলে আপনি কি বলবেন।
বিশ্বের সবচেয়ে দামী ১০টি খাবার নিয়ে থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।

 অ্যাকোয়া ডি ক্রিস্টালো


মানুষের সৌখিনতা কোন মাত্রায় পোঁছালে ৭৫০ মিলি  লিটারের একটি পানির বোতল কিনতে যায় ৬৫০ মার্কিন ডলার দিয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা মিনারেল ওয়াটার ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে বানানো একটি আকর্ষণীয় বোতলে ভরে এই আকাশ ছোঁওয়া দামে বিক্রি করা হয়।

 ফ্যাবেজ চকলেট পুডিং


ইংল্যান্ডে  তৈরী করা হয় এই পুদ্দিং। Lindethfell country house ক্যাফের প্রধান শেফ শুধু এই কেক বা পুডিং তৈরী করে থাকেন।এতে চার ধরনের বেলজিয়ান চকলেট, পিচ, কমলা এবং হুইস্কির ফ্লেভার সাথে খাওয়ারযোগ্য স্বর্ণের পাতা এবং শ্যাম্পেন ক্যাভিয়ার যোগ করা হয়।আর এর সাথে পরিবেশন করা হবে শ্যাতো ডিকেম এর অত্যন্ত দামী ওয়াইন। ফ্যাবেজ চকলেট পুডিং খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে ৩৪ হাজার ৫শ মার্কিন ডলার।


 আলমাস ক্যাভিয়ার


এইটি সাধারণ কোন  ক্যাভিয়ার নয় ।বিরল প্রজাতির আল্ভিন বেলুগান স্টারজেন মাছের মুক্তোর মত দেখতে ডিম থেকে তৈরি হয় এই  ক্যাভিয়ার।ইরানে ৬০ থেকে ১০০ বছর ধরে চাষ করা বিশাল আকৃতির মাছ গুলো থেকে সংগ্রহ করা হয় দিম।যে কারনে এই ক্যাভিয়ারের দাম ও আকাশ ছোঁওয়া।এই ক্যাভিয়ার মাত্র ২ পাউন্ড কিনতেই আপনাকে গুনতে হবে ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার ।

 দ্য ফ্রোজেন হাউট চকোলেট আইসক্রিম সান্দি


বিশ্বের সবচেয়ে দামী কোঁকোঁদের তৈরি চকোলেট আইসক্রিম।যাতে রয়েছে খাওয়ার যোগ্য
স্বর্ণ ।এই আইসক্রিমের তলায় গিয়ে মিলবে ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি একটি ব্রেচলেট।যা আপনাকে দেওয়া হবে উপহার হিসেবে। শুধু  তাই নয় স্বর্ণের তৈরি যে চামচটি দিয়ে আইসক্রিম খাবেন তা ও আপনাকে দিয়ে দেওয়া হবে সাথে নেওয়ার জন্য।মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এই আইসক্রিমটি খাওয়ার জন্য আপনাকে গুনতে হবে ২৫ হাজার মার্কিন ডলার।


 ফোট্রেস স্টিল্ট  ফিশারম্যান ইলতারজেন্স


এই দাঁত ভাঙ্গা নামের খাবারটি পাওয়া যায় শুধু মাত্র শ্রীলঙ্কার একটি রেস্টুরেন্টে।ইতালির ঐতিহ্যবাহী গউলস পন্দস কেকের সাথে ফলের স্বাদ যুক্ত আইরিশ ক্রিম দিয়ে তৈরি করা হয় এই খাবারটি।স্থানীয় মৎস্যজীবীদের অনুকরণে চকোলেট দিয়ে হাতের তৈরি একটি প্রতিকৃতি ও থাকে এই খাবারের সাথে।এই খাবারটি খাওয়ার জন্য আপনাকে দিতে হবে ১৪,৫০০ মার্কিন ডলার।

৬ ত্রয়োদশ লুইস পিৎজা


 ইতালির রেনাত ভাইলার তৈরি লুইস পিৎজার নাম ছড়িয়ে গিয়েছে  বিশ্ব ব্যাপী ।এইটি বিশেষভাবে প্রশিক্ষিত দল অল্প সংখ্যায় তৈরি করে এই পিৎজা।আর যা তৈরি করা হয় শুধু মাত্র কিছু বিশেষ বিশেষ ক্রেতার জন্য।শ্যাম্পেন এ ভিজানো কালো ক্যাভিয়ার নরওয়ের গলদা ও ভূমধ্যসাগরের বাগদা চিংড়ি সহ আরও বেশ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয় এই 
পিৎজা।দুই জনের জন্য তৈরি একটি পিৎজার দাম পড়বে ১২ হাজার মার্কিন ডলার।


 পশ পাই


অস্ট্রেলিয়ার সিডনীতে অবস্থিত নর্থ দাব্লি হোটেলে  তৈরি করা হয় এই পশ পাই।প্রিমিয়াম বীফ ,অস্ট্রেলিয়ার পাথরিয়া গলদা চিংড়ি ,এক ধরনের কালো ছত্রাক ইত্যাদি দিয়ে তৈরি করা এইটা।সেই সাথে কিছু স্বর্ণের পাতা ও দেওয়া হয়েছে এই পাইে।এইটা খাওয়ার জন্য আপনাকে গুনতে মাত্র ১২০০ হাজার মার্কিন ডলার। 

 ডেনসাক ব্লাক ওয়াটারমেলোন


এই তরমুজ সাধারণ তরমুজের তুলনাই  আকারে অনেক বড় হয়ে থাকে।ডেনসাক ব্লাক ওয়াটারমেলোনের ওজন ১০ কেজির উপরে পর্যন্ত হয়ে থাকে ।প্রচলিত সবুজ রং এর পরিবর্তে এই তরমুজটি অনেক টা কালচে বর্ণের ।এই তরমুজটি এতটাই কম, শুধু মাত্র জাপানের হাক্কাইদু দ্বীপে পাওয়া জায়।আর প্রতি বছর মাত্র দশ হাজার তরমুজ উৎপন্ন করা জায়।মাত্র একটি তরমুজের জন্য আপনাকে গুনতে হবে প্রায় ৬ হাজার মার্কিন ডলার।


 ফ্লার বার্গার

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গরুর মাংসর এই বার্গারে এক ধরনের ছত্রাক,খাসির কলিজা থাকে তৈরি উপাদান ব্যবহার করা হয়।বার্গারের সাথে পরিবেশন করা হয় এক বোতল দামী হুয়াল।এই বার্গারটি খেতে আপনাকে গুনতে হবে ৫০০০ মার্কিন ডলার ।

১০ পিৎজা  রয়াল ০০৭


স্কটল্যান্ডের বেলানাকুলিতে মিলবে এই রয়াল পিৎজা।দন প্রেদিনহউম শ্যাম্পেন ভিজানো ক্যাভিয়ার স্মুথ সেমেন,মেরিনেট করা গলদা চিংড়ি্‌ ,খাবার যোগ্য গোল্ড প্লেট দিয়ে তৈরি করা হয় এই পিৎজা।আর এই পিৎজা কিনতে খরচ হবে ৪২০০ মার্কিন ডলার ।

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।