বাংলা চলচ্চিত্রে অসংখ্য ছবির ভীড়ে সেরা ১০০ ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্রের পরিচালক ও মুক্তির সাল সহ লিষ্ট দেওয়া হলো

আমাদের বাংলা চলচ্চিত্রে 'ফোক-ফ্যান্টাসি' চলচ্চিত্র মানেই ছিলো অন্যরকম কিছু, একটা সময় ফোক-ফ্যান্টাসি ছবির ছিলো জয়-জয়কার, বাংলা চলচ্চিত্রে অসংখ্য ছবির ভীড়ে সেরা ১০০ ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্রের পরিচালক ও মুক্তির সাল সহ লিষ্ট দেওয়া হলো
আজিজুর রহমানের > মধুমালা (১৯৬৮), দিলীপ সোমের > সাত ভাই চম্পা (১৯৬৮), খান আতাউর রহমানের > অরুণ বরুণ কিরণ মালা (১৯৬৮), ই আর খানের > রূপবানের রূপ কথা (১৯৬৮), মহিউদ্দিনের > গাজী কালু চম্পাবতী (১৯৬৮), ইবনে মিজানের > পাতাল পুরীর রাজকন্যা (১৯৬৯), নুরুল হক বাচ্চুর > বেদের মেয়ে (১৯৬৯), ফাল্গুনী গোষ্ঠির > মলুয়া (১৯৬৯), ইবনে মিজানের > আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী (১৯৭০), শহীদুল আমিনের > রাজকুমারী চন্দ্রবান (১৯৭০), মঞ্জুর হোসেনের > মণিমালা (১৯৭০), বশীর হোসেনের > রাজ মুকুট, (১৯৭০) শেখ আনোয়ারের > সতী নারী (১৯৭৩), রূপ সনাতনের > দয়াল মুর্শিদ (১৯৭৩), প্রমোদকার (খান আতার ছদ্মনাম) > এর সুজন সখী (১৯৭৪), মহসিনের > রাজার হলো সাজা (১৯৭৬), সফদর আলী ভূইয়ার > কাজল রেখা, (১৯৭৬), আজিজুর রহমানের > শাপ মুক্তি (১৯৭৬), এফ এ বিনুর > রাজরানী, (১৯৭৬) ইবনে মিজানের > বাহাদুর (১৯৭৬), অশোক ঘোষের > মতি মহল (১৯৭৭), ইবনে মিজানের > নিশান (১৯৭৭), কামাল আহমেদের > দাতা হাতেম তাই (১৯৭৭), শফি বিক্রমপুরীর > রাজ দুলারী (১৯৭৮), ইবনে মিজানের > শাহজাদা (১৯৭৮), অশোক ঘোষের > তুফান (১৯৭৮), স্বপন সাহার > মেহের বানু (১৯৭৮), দারাশিকোর > ফকির মজনুশাহ (১৯৭৮), এফ কবির চৌধুরীর > রাজমহল (১৯৭৯), ফয়েজ চৌধুরীর > বিজয়িনী সোনাভান (১৯৭৯), শহীদুল আমিনের > রাজকুমারী চন্দ্রবান (১৯৭৯), আজিজুর রহমানের > সাম্পান ওয়ালা (১৯৭৯), আলমগীর কুমকুমের > রাজবন্দী (১৯৭৯), শহীদুল আমিনের > রূপের রানী চোরের রাজা (১৯৭৯), ইশতিয়াকের > চন্দ্রলেখা (১৯৮০), ফখরুল হাসান বৈরাগীর > লুটেরা (১৯৮০), এফ কবির চৌধুরীর > রাজ নন্দিনী (১৯৮০), ইবনে মিজানের > তাজ ও তলোয়ার (১৯৮০), ইবনে মিজানের > জংলী রানী (১৯৮০) এফ কবির চৌধুরীর > রাজকন্যা (১৯৮০), দেলোয়ার জাহান ঝন্টুর > ওমর শরীফ (১৯৮০), ফখরুল হাসান বৈরাগীর > শাহী দরবার (১৯৮০), এফ কবির চৌধুরীর > আলিফ লায়লা (১৯৮০), শেখ নজরুল ইসলামের > নাগিন, (১৯৮০) দিলীপ বিশ্বাসের > আনার কলি (১৯৮০), শহীদুল আমিনের > শাহজাদী গুলবাহার, (১৯৮০), অশোক ঘোষের > নবাবজাদী, (১৯৮০), এফ কবির চৌধুরীর > সুলতানা ডাকু (১৯৮০), অশোক ঘোষের > বাদল (১৯৮১), ইবনে মিজানের > রাজ নর্তকী (১৯৮১), আজিজ মেহেরের > আকাশপরী (১৯৮১), ফয়েজ চৌধুরীর > আলতা বানু (১৯৮২), নাজমুল হুদা মিন্টুর > মধু মালতী, (১৯৮২), শামসুদ্দিন টগরের > যুবরাজ, (১৯৮২), এফ কবীর চৌধুরীর > সওদাগর, (১৯৮২), এফ কবীর চৌধুরীর > রাজ সিংহাসন. (১৯৮২), মতিউর রহমান বাদলের > নাগিনী কন্যা (১৯৮২) অশোক ঘোষের > টক্কর (১৯৮৩), এফ কবীর চৌধুরীর > আবে হায়াত (১৯৮৩), ইবনে মিজানের > লাইলী মজনু (১৯৮৩), এম এ মালেকের > শাহী চোর, (১৯৮৩), মাসুদ পারভেজের > নাগ পূর্ণিমা, (১৯৮৩), শামসুদ্দিন টগরের > বানজারান, (১৯৮৩), দেলোয়ার জাহান ঝন্টুর > নাগরাণী, (১৯৮৩), মোস্তফা আনোয়ারের > আঁখি মিলন (১৯৮৩), এফ কবীর চৌধুরীর > পদ্মাবতী (১৯৮৪) কাজী কামালের > মৎস্য কুমারী (১৯৮৪), সফদর আলী ভুইয়া > রসের বাইদানী (১৯৮৪), এম এ মালেকের > হাসান তারেক (১৯৮৪), ইবনে মিজানের > চন্দন দ্বীপের রাজকন্যা (১৯৮৪), ফখরুল হাসান বৈরাগীর > রাজিয়া সুলতানা(১৯৮৪), মোতালেব হোসেনের > সালতানাৎ(১৯৮৪), আবুল খায়ের বুলবুলের > শাহী কানুন(১৯৮৪), আবদুল লতিফ বাচ্চুর > দ্বীপ কন্যা (১৯৮৪), দারাশিকোর > জিপসী সর্দার (১৯৮৪), দেলোয়ার জাহান ঝন্টুর > মহল (১৯৮৪), ছটকু আহমেদের > রাজদন্ড (১৯৮৪), মুহাম্মদ হান্নানের > রাইবিনোদিনী(১৯৮৫), আজিজুর রহমানের > ফুলেশ্বরী(১৯৮৫), ইবনে মিজানের > রাজ কুমারী(১৯৮৫), মালেক আফসারীর > গীত(১৯৮৫), দেওয়ান নজরুলের > কোরবানী(১৯৮৫), আজিজুর রহমানের > সোনাই বন্ধু(১৯৮৫), কামরুজ্জামানের > রসিয়া বন্ধু(১৯৮৫), ফখরুল হাসান বৈরাগীর > ওয়ারিশ(১৯৮৫). ইবনে মিজানের > সতী নাগকন্যা(১৯৮৫), আজিজুর রহমানের > রঙিন রূপবান(১৯৮৫), শামসুদ্দিন টগরের > নকল শাহজাদা(১৯৮৫), ইবনে মিজানের > পাতাল বিজয়(১৯৮৫), মো. শাহাজাহানের > পরীস্থান(১৯৮৫), হারুনুর রশীদের > গুনাই বিবি(১৯৮৫), আবুল খায়ের বুলবুলের > ফুল কুমারী(১৯৮৫), শামসুদ্দিন টগরের > রাজ ভিখারী(১৯৮৫), মতিউর রহমান বাদলের > দুলারী(১৯৮৬), জিল্লুর রহমানের > আয়নামতি(১৯৮৬), আবদুস সামাদের > শিরি ফরহাদ(১৯৮৬), মতিউর রহমান পানুর > নাগমহল(১৯৮৬), এম এ মালেকের > চাঁদ সওদাগর(১৯৮৬), এফ কবীর চৌধুরীর > বাহাদুর মেয়ে(১৯৮৬), আবুল খায়ের বুলবুলের > জারকা(১৯৮৬), মাহমুদ হান্নানের > মালা বদল(১৯৮৬), মতিউর রহমান বাদলের > চন্দ্রাবতী(১৯৮৬), নুর হোসেন বলাইয়ের > নাগ কন্যার প্রেম(১৯৮৬), ইবনে মিজানের > রঙিন রাখাল বন্ধু(১৯৮৬), ইবনে মিজানের > রাজবধূ(১৯৮৬), এম এ মালেকের > রাজমাতা(১৯৮৬), রফিকুল বারী চৌধুরীর > চন্ডীদাশ রজকিনী(১৯৮৬), শেখ নজরুল ইসলামের > দিদার(১৯৮৬), ইবনে মিজানের > বাহাদুর নওজোয়ান(১৯৮৬), ইবনে মিজানের > বসন্ত মালতী(১৯৮৬), , শামসুদ্দিন টগরের > সতী কমলা(১৯৮৬), মিজান চৌধুরীর > রঙিন সাতভাই চম্পা(১৯৮৬) মতিউর রহমান বাদলের > শাহ জামাল(১৯৮৬), শামসুদ্দিন টগরের > মহুয়া সুন্দরী(১৯৮৬), আজিজুর রহমানের > কাঞ্চন মালা(১৯৮৭), শফিউল আলমের > অরুণ বরুণ কিরণ মালা(১৯৮৭), চাষী নজরুলের > বেহুলা লখিন্দ(১৯৮৮)' চাষী নজরুলের > সোনার নাও পবনের বৈঠা(১৯৮৯) সাইদুর রহমানের > আলোমতি প্রেম কুমার (১৯৮৯) তোজাম্মেল হক বকুল এর বেদের মেয়ে জোছনা(১৯৮৯)!

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।