দেশসেরা ব্যান্ড মাইলস দ্বিতীয় দফায় ছাড়ছেন শাফিন আহমেদ ।জানতে পড়ুন বিস্তারিত

দেশসেরা ব্যান্ড মাইলস ছাড়ছেন ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ। জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের ভোকাল তুহিন দল ছাড়ার ঘোষণার পরপরই এমন গুঞ্জন শুনা যাচ্ছে। এই খানে ভিন্ন কিছু  মতামত রয়েছে কেউ বলছেন ,আবারও ব্যান্ড থেকে বের হয়ে যাচ্ছেন ভোকাল শাফিন আহমেদ। 


তবে ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ এই বিষয়ে ভক্ত ও গণমাধ্যমের কাছে পরিস্কার কোন বক্তব্য প্রকাশ করেননি। এই আগেও আরো একবার ব্যান্ড মাইলস ছেড়েছিলেন শাফিন আহমেদ।তারপর আবার ও যোগদান করেন ব্যান্ডের সাথে। 

তখন ব্যাক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ২০১০ সালের জানুয়ারি মাসে। তবে বেশি দিন ব্যান্ড সেরা থাকেন নি। ঘোষণা দেওয়ার প্রায় দশ মাস পর একই বছরের নভেম্বরে তিনি আবার যোগ দেন মাইলসে। 

ভোকাল শাফিন আহমেদের সাথে দ্বিতীয় দফায় মাইলস ছাড়ার ব্যাপারে মোবাইল জানতে চাওয়া হয়। তখন তিনি যা বলেছিলেন তা তুলে ধরা হলো :

প্রশ্ন করা হয়েছিল : মাইলস থেকে কি আবার ও বের হয়ে যাচ্ছেন?

শাফিন আহমেদের উত্তর :কে বললো? এগুলোকে আমি পাত্তা দেই না।যে যাই বলুক না কেন। 

প্রশ্ন করা হয়েছিল : ছাড়ার  বিষয়টা কিন্তু আমরা শুনেছি। এই বিষয়ে কিছু বলুন ?

শাফিন আহমেদের উত্তর :এই বেপারে বলার মতো সময় আসলে আমি সবই জানাবো। 

প্রশ্ন করা হয়েছিল :  খবর পেয়েছি এ কারণে আপনি নাকি গতকাল একটি কন্সার্টে ব্যান্ডের সাথে যোগ দেন নি। এই ব্যাপারে কিছু বলুন ?

শাফিন আহমেদের উত্তর :হ্যাঁ, কথা ঠিক শুনেছেন। গতকাল একটি কন্সার্টে যোগ দেই নি।তবে আমি এই ব্যাপারে আর দুই-একদিন পর জানাতে চাই। 

ওপরের  উল্লেখিত কথোপকথনটি হয়েছিলো ভোকাল শাফিন আহমেদের সাথে । 

মাইলস ব্যান্ডের বর্তমান দলনেতা শাফিন আহমেদের ছোট ভাই হামিন আহমেদ অনেকটা একই রকম কথা বললেন। 

হামিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল : আপনার বড় ভাই ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ কি ব্যান্ড থেকে বের হয়ে যাচ্ছেন ?

হামিদ আহমেদের উত্তর : জি ঠিক শুনেছেন বললে ও পরে কথাটা সামলে নেন। উল্টো হামিদ আহমেদ জানতে চান তার ভাই কি কিছু বলেছেন কি না ব্যান্ড ছাড়ার বিষয়ে ?

আমাদের উত্তর : না বলার পর

হামিদ আহমেদের উত্তর :তিনি বলেন ব্যাপার টা এখনো পরিষ্কার না। এইটা এখনো প্রক্রিয়াধীন আছে। তাই এই বেপার নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আরো ২/৩ দিন যাক তার পর চূড়ান্ত হলে জানানো হবে। 

তবে  দুই ভাইয়ের বক্তব্যে এইটা  ভালোই বোঝা যাচ্ছে যে ,মাইলস ব্যান্ডে একটা দ্বন্দ্ব অবশ্যই হয়েছে। তবে এইটা জানার জন্য অবশ্য একটু অপেক্ষা করতে হবে। এই বিষয়ে প্রথম প্রকাশ পায় ৭ অক্টোবর (শনিবার)। 

সেইদিন মাইলস এর সংগীত পরিবেশনা করার কথা ছিল রাজধানীর র্যা ডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে। মাইলস সংগীত পরিবেশনা ও করেন তবে তখন মঞ্চে ছিলেন না ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ। ঢাকায় থাকা সত্ত্বেও কনসার্ট এ যোগ না দেয়ায় এই মাইলস ব্যান্ড ভাঙনের গুঞ্জন টা অনেকটাই জোরালো হয়।

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।