এক নজরে দেখে নিন ফুটবল বিশ্বকাপের খুঁটিনাটি।

ফুটবল বিশ্বকাপ নিয়ে সব সময় অনেক বেশি মাতামাতি হয়ে থাকে। বিশ্বকাপ নিয়ে চলে অনেক আলোচনা সমালোচনা। চলে অনেক তর্ক-বিতর্ক যা হয়তো চলবে আজীবন। তবে ফুটবল বিশ্বকাপ এ ঘটে গিয়েছে অনেক বিরল ঘটনা।হয়েছে অনেক বিরল রেকর্ড। এসেছে অনেক কিংবদন্তি। তাই ফুটবল বিশ্বকাপ এর এখন পর্যন্ত ঘটে গিয়েছে অনেক ঘটনায়। আজ আপনাদের সাথে ফুটবল বিশ্বকাপ এর উল্লেখিত কিছু রেকর্ড নিয়ে কথা বলবো। জানতে অবশ্যই পড়ুন। 

*বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জিতেছে: ব্রাজিল (৫ বার)
*সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল: জার্মানি (৮ বার)
*সবচেয়ে বেশি গোল করা দল: জার্মানি (২২৪ গোল)
*সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল: ব্রাজিল (৭০ ম্যাচ)
*সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে জার্মানি ১৩ টি
*সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল: জার্মানি (১০৬ ম্যাচ)
*সবচেয়ে বেশিবার বিশ্বকাপে অংশগ্রহণ করা দল: ব্রাজিল (২০ বার)
*ফরাসি স্ট্রাইকার জাস্ট ফন্টেইন এক বিশ্বকাপে গোল করেছেন সর্বমোট ।১৩ টি
*এক ম্যাচে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল খেয়েছে এল সালভাদোর হাঙ্গেরি এর কাছে ।১০ টি
*কোচ ও প্লেয়ার হিসেবে ব্রাজিলের মারিও জাগালো বিশ্বকাপ জিতেছেন। 
*একমাত্র গোলকিপার হিসেবে গোল্ডেন বল জিতেছেন: জার্মান কিংবদন্তি অলিভান কান (২০০২ বিশ্বকাপ)
*বিশ্বকাপের ইতিহাসে সেমিতে সবচেয়ে বেশি গোল খাওয়া দল - ব্রাজিল, যারা ২০১৪ তে নিজেদের মাঠে ৭ খেয়ে গোল বিদায় নেয়
*বিশ্বকাপের টপস্কোরার: আরেক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল)
*একজন প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন: জার্মান লিজেন্ড লোথার ম্যাথুজ (২৫ ম্যাচ)
*একমাত্র ফুটবলার হিসাবে টানা ২ বিশ্বকাপে হ্যাট্রিক করার রেকর্ড আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার
*বিশ্ব কাপের এখন পর্যন্ত সেমি ফাইনালে অপরাজিত দল আর্জেন্টিনা ।
*প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশিবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন: লোথার ম্যাথুজ এবং জিজি বুফন (৫ বার)
*ম্যাচপ্রতি সবচেয়ে বেশি পয়েন্ট্স আদায় করেছে: ব্রাজিল (২.১৮ পয়েন্ট্স পার ম্যাচ)
*এক বিশ্বকাপে একজন প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন: ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৩ গোল)
*একজন প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছেন: ব্রাজিল কিংবদন্তি পেলে (৩ বার)
*প্লেয়ার+কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছে: জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার 

*বিশ্বকাপে এক দেশের সবকিছু জেতা দল: আর্জেন্টিনা (বিশ্বকাপ, গোল্ডেনবল, গোল্ডেন গ্লাভস) ১৯৭৮ বিশ্বকাপে।
*প্রথম গোল্ডেন বলজয়ী: ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি।
*বিশ্বকাপে টানা ম্যান অফ ম্যাচ পুরস্কার জিতেছেন: আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি (৪ ম্যাচ)
*বিশ্বকাপ ফাইনালে একমাত্র হ্যাট্রিক করা ফুটবলার: জিওফ হার্স্ট (ইংল্যান্ড)
*একই আসরে গোল্ডেন বুট+বলজয়ী = পাওলো রসি (ইতালি)

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।