মিনারভা বাংলাদেশের ডার্ক মেটাল আন্ডারগ্রাউন্ড ব্যান্ড। নামটা শুনলেই চোখের সামনে দুইটি শব্দ ভেসে উঠবেই- আশীর্বাদ আর ট্রিবিউট।
মিনারভা!
নামটা শুনলেই চোখের সামনে দুইটি শব্দ ভেসে উঠবেই- আশীর্বাদ আর ট্রিবিউট। তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় এই গ্রুভ থ্রাশ, হেভী মেটাল ব্যান্ডের জন্ম ২১ ফেব্রুয়ারি, ২০০৯ সালে।
শুরুর গল্পটা ছিল এরকম: গিটারিস্ট সুলতান রাফসান ভাই আর ড্রামার বিজয় ভাই তিনবছর ধরে একই সাথে প্র্যাকটিজ করতেন অপরদিকে ইশমি ভাই আর নাবিল ভাইও একটা প্রজেক্টে নিজেদের মধ্যে যুক্ত ছিলেন। সোহান ভাইয়ের ম্যানেজারের দায়িত্ব নেয়ার পর শুরু হয় সবার এক সাথে পথচলা, মিনারভার মিউজিক জার্নি..
বর্তমান লাইন আপ: ইশতিয়াক তানভীর ইশমি (ভোকাল) সুলতান রাফসান খাঁন (লিড গিটার) ইনজামুল হক গালিব (গিটার) অলি অনুভব রজত (বেইজ) তৌফিক আহমেদ বিজয় (ড্রামস) ম্যানেজারের দায়িত্ব আছেন সোহান আল মাসুদ বেশ কয়েকজন মেম্বার ব্যান্ডে যাওয়া আসা করেছেন। জানুয়ারি, ২০১০ সালে আশিক ভাই ব্যান্ড লিভ করেন। মে, ২০১০ এ নীলয় কবির ভাই তার পরিবর্তে জয়েন করেন। জুন, ২০১১ তে কবির ভাই লিভ নিলে তার জায়গায় ব্যান্ডে আসেন গালিব ভাই। ডিস্কোগ্রাফী: মিনারভার প্রথম এবং এখন একমাত্র রিলিজ পাওয়া এলবাম "বিদায় সংবিধান"। ইনকারশন এর ব্যানারে এটি রিলিজ হয় ১২ জুলাই, ২০১৩ সালে। এলবামে ৮ টি গান আছে যার মাঝে একটি ইস্ট্রুমেন্টাল ট্র্যাক, ২ টি ইংলিশ ট্র্যাক আর বাকি গুলো বাংলা। এলবামের সবচেয়ে জনপ্রিয় গান হল আশির্বাদ। ক্ষোভ প্রকাশের জন্য অনন্য একটা গান। এর দুইটা লাইনই একজনের প্রতি নিজের রাগটা জানানোর জন্য যথেষ্ঠ- এ আমাদের ঘোষণা, আমরা তোদের চু*না.. মিনারভার দুইটি মিক্সড এলবামে গান আছে। ২০১২ সালে জি সিরিজ এর ব্যানারে রিলিজ হওয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিক্সড এলবাম "হাতিয়ার" এ মিনারভার ট্র্যাক "অদৃশ্য গ্রহরাজ"। ২০১৫ সালে ইকবাল আসিফ জুয়েল ভাইয়ের করা "রক ৮০৮" মিক্সড এলবামে ছিল "গাণিতিক সমীকরণ"। আর যে ট্র্যাকটি মিনারভাকে প্রচুর ফ্যান এনে দিয়েছে সেটা হল ট্রিবিউট; এ ট্রিবিউট টু অল বাংলাদেশি ব্যান্ড। যেটিতে মিনারভা দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড গান কাভার করেছে। গান গুলো হল- বাংলাদেশ - আযম খাঁন, সুলতানা বিবিয়ানা - নগর বাউল, ঘুমন্ত শহরে - এল আর বি মাইলস - জ্বালা জ্বালা অসামাজিক - ওয়ারফেইজ সুর্য - অর্থহীন ভবঘুরে - ক্রিপ্টিক ফেইট চিলে কোঠার সেপাই - আর্টসেল Bluse and Rod - ব্ল্যাক অবচেতন - নেমেসিস অমানুষ - আর্বোভাইরাস মিথ্যার আগ্রাসন - পাওয়ার সার্জ ধ্রুবস্বর - মেকানিক্স অর্জন: মিনারভা ইনকারশন ব্যাটল অফ দি ব্যান্ডস ২০১১ তে বিজয়ী ব্যান্ড ছিল। সেই সিজনে বেস্ট গিটারিস্ট আর বেস্ট ড্রামারের স্থানটিও ছিল তাদেরই দখলে। সেরা গিটারিস্ট হয়েছিলেন সুলতান রাফসান খাঁন আর সেরা ড্রামার তৌফিক আহমেদ বিজয়। সবশেষে মিনারভার পেজে একটা পোস্টে একটা কমেন্ট দেখছিলাম ; সেটাই কোট করছি, "মিনারভা খুব বেশি দিন ধরে ব্যান্ড মিউজিকে আসেনি, তাদের সেভাবে বললে বেশি এক্সপেরিয়েন্স নাই, কিন্তু তাদের মাঝে যে তেজটা আছে তা একদিন নিশ্চিত ভাবে বাংলা ব্যান্ড ইন্ডাস্ট্রি কাঁপায়া দিবে।"
বর্তমান লাইন আপ: ইশতিয়াক তানভীর ইশমি (ভোকাল) সুলতান রাফসান খাঁন (লিড গিটার) ইনজামুল হক গালিব (গিটার) অলি অনুভব রজত (বেইজ) তৌফিক আহমেদ বিজয় (ড্রামস) ম্যানেজারের দায়িত্ব আছেন সোহান আল মাসুদ বেশ কয়েকজন মেম্বার ব্যান্ডে যাওয়া আসা করেছেন। জানুয়ারি, ২০১০ সালে আশিক ভাই ব্যান্ড লিভ করেন। মে, ২০১০ এ নীলয় কবির ভাই তার পরিবর্তে জয়েন করেন। জুন, ২০১১ তে কবির ভাই লিভ নিলে তার জায়গায় ব্যান্ডে আসেন গালিব ভাই। ডিস্কোগ্রাফী: মিনারভার প্রথম এবং এখন একমাত্র রিলিজ পাওয়া এলবাম "বিদায় সংবিধান"। ইনকারশন এর ব্যানারে এটি রিলিজ হয় ১২ জুলাই, ২০১৩ সালে। এলবামে ৮ টি গান আছে যার মাঝে একটি ইস্ট্রুমেন্টাল ট্র্যাক, ২ টি ইংলিশ ট্র্যাক আর বাকি গুলো বাংলা। এলবামের সবচেয়ে জনপ্রিয় গান হল আশির্বাদ। ক্ষোভ প্রকাশের জন্য অনন্য একটা গান। এর দুইটা লাইনই একজনের প্রতি নিজের রাগটা জানানোর জন্য যথেষ্ঠ- এ আমাদের ঘোষণা, আমরা তোদের চু*না.. মিনারভার দুইটি মিক্সড এলবামে গান আছে। ২০১২ সালে জি সিরিজ এর ব্যানারে রিলিজ হওয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিক্সড এলবাম "হাতিয়ার" এ মিনারভার ট্র্যাক "অদৃশ্য গ্রহরাজ"। ২০১৫ সালে ইকবাল আসিফ জুয়েল ভাইয়ের করা "রক ৮০৮" মিক্সড এলবামে ছিল "গাণিতিক সমীকরণ"। আর যে ট্র্যাকটি মিনারভাকে প্রচুর ফ্যান এনে দিয়েছে সেটা হল ট্রিবিউট; এ ট্রিবিউট টু অল বাংলাদেশি ব্যান্ড। যেটিতে মিনারভা দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড গান কাভার করেছে। গান গুলো হল- বাংলাদেশ - আযম খাঁন, সুলতানা বিবিয়ানা - নগর বাউল, ঘুমন্ত শহরে - এল আর বি মাইলস - জ্বালা জ্বালা অসামাজিক - ওয়ারফেইজ সুর্য - অর্থহীন ভবঘুরে - ক্রিপ্টিক ফেইট চিলে কোঠার সেপাই - আর্টসেল Bluse and Rod - ব্ল্যাক অবচেতন - নেমেসিস অমানুষ - আর্বোভাইরাস মিথ্যার আগ্রাসন - পাওয়ার সার্জ ধ্রুবস্বর - মেকানিক্স অর্জন: মিনারভা ইনকারশন ব্যাটল অফ দি ব্যান্ডস ২০১১ তে বিজয়ী ব্যান্ড ছিল। সেই সিজনে বেস্ট গিটারিস্ট আর বেস্ট ড্রামারের স্থানটিও ছিল তাদেরই দখলে। সেরা গিটারিস্ট হয়েছিলেন সুলতান রাফসান খাঁন আর সেরা ড্রামার তৌফিক আহমেদ বিজয়। সবশেষে মিনারভার পেজে একটা পোস্টে একটা কমেন্ট দেখছিলাম ; সেটাই কোট করছি, "মিনারভা খুব বেশি দিন ধরে ব্যান্ড মিউজিকে আসেনি, তাদের সেভাবে বললে বেশি এক্সপেরিয়েন্স নাই, কিন্তু তাদের মাঝে যে তেজটা আছে তা একদিন নিশ্চিত ভাবে বাংলা ব্যান্ড ইন্ডাস্ট্রি কাঁপায়া দিবে।"
Comments
Post a Comment