বাংলাদেশে যদি এমন করে একটা ব্যান্ড মিউজিক ফেয়ার হতো, তাহলে কতই না ভালো হতো।

এমন যদি একটি বিকেল হতো যখন ছেলেরা কালো টিশার্ট পরে দলে দলে কোথায় যেন যাচ্ছে।কালো টিশার্ট পরে দলে দলে যেতে মেয়েরা ও পিছিয়ে নেই ,তারা ও ছুটে যাচ্ছে একই দিকে। তখন একটু জানতে ইচ্ছা হলো কোথায় যাচ্ছে তারা।তাই কাছে গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন আপনারা।তখন প্রশ্ন করার পর উত্তর এলো একটু সামনে একটা "ব্যান্ড মিউজিক ফেয়ার" হচ্ছে। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি আমাদের দেশে মিউজিক ফেয়ার হচ্ছে এইটা কি সত্যি না স্বপ্ন এই নিয়ে ভাবতে থাকলাম। তারপর আর না ভেবে তাদের সাথে আমি ও চলতে শুরু করলাম উদ্দেশ যাবো ব্যান্ড মিউজিক ফেয়ার এ।সামনে গিয়ে দেখি স্বপ্নের ব্যান্ড মিউজিক ফেয়ার। ইস এইটা যদি স্বপ্ন না হয়ে সত্যি এমন টাই যদি হতো তাহলে কতই না ভালো হতো।আসলেই অনেক মজা হতো।

আমার স্বপ্নের ব্যান্ড মিউজিক ফেয়ার তা যদি হতো তাহলে অবশ্যই এই মেলাকে ঘিরে সকল ব্যান্ডের অনেক পরিকল্পনা করতো। মেলাকে সামনে রেখে অবশ্যই সকল ব্যান্ড নতুন অ্যালবাম এর কাজ শুরু করতো। সকল ব্যান্ডের লক্ষ্য থাকবে মেলায় তাদের নতুন অ্যালবাম  রিলিজ দেয়া। আবার অনেক জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আসবে নতুন নতুন সিঙ্গেল ট্র‍্যাক নিয়ে।আবার অনেক আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আসবে মিক্সড অ্যালবাম নিয়ে ব্যান্ড মিউজিক ফেয়ার এ। আর তার সাথে থাকবেই তো মেলায় প্রতিদিন একটা/দুইটা ব্যান্ড এর জমকালো পারফরমেন্স। যা মাতিয়ে তুলবে মেলায় আগত সকল ব্যান্ড মিউজিক ভক্ত শ্রোতাদের। 

 ব্যান্ড মিউজিক ফেয়ার এ তার সাথে প্রতিদিন থাকবেই তো বাংলাদেশের সব লিজেন্ডারি ব্যান্ড মেম্বার্সদের আগমন।তারা ব্যান্ড মিউজিক ফেয়ার এ আসবে সকল ব্যান্ড মিউজিক ভক্তদের সাথে কথা বলবে। তারা ও দুই একটা সিডি কিনবে।তা ছাড়া কোন কোন ব্যান্ড নতুন নতুন অ্যালবাম রিলিজ করছে তার খোঁজ খবর নিবে।তারা নতুন ব্যান্ড গুলোর খোঁজ খবর নিবে।নতুনরা কেমন করছে তা কাছে থেকে দেখবে। 

আর তা ছাড়া ব্যান্ড মিউজিক ফেয়ার এ জি-সিরিজ এর একটা স্টল তো থাকবেই। তার সাথে থাকবে আরো নাম করা কিছু প্রতিষ্ঠান যেমন সাউন্ডটেক, ফাহিম মিউজিক, লেসার ভিশন,সংগীতা মতো বড় নাম করা লেভেলের স্টল।বর্তমানে যেমন সকলেই বই মেলার জন্য অপেক্ষা করে, বই মেলায় বই কিনার জন্য ২/৩ মাস আগে থেকেই টাকা জমানো শুরু করে। ঠিক তেমনি ব্যান্ড মিউজিক ফ্যান রা ও এমন একটা ব্যান্ড মিউজিক ফেয়ার হলে তারা ও ২/৩ মাস আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করবে। তারা ও ব্যান্ড মিউজিক ফেয়ার এর টাকা আগে থেকেই জমানো শুরু করবে। 

তা ছাড়া ব্যান্ডের ফ্যানরা দেশের অন্য জায়গা থেকে মেলার যেকোনো একদিন এসে ঘুরে যাবে আর তার জন্য ও তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকবে।আর একদিন এসে পুরো মেলা টা ঘুরে ১০/১২ তা সিডি কিনে নিয়ে যাবে।আর তার সাথে যেই বছর ব্যান্ড মিউজিক ফেয়ার এর সময় বাংলাদেশের বড় কোনো ব্যান্ডের যদি কোনো অ্যালবাম রিলিজ হয় তাহলে তো কোনো কথায় নেই। তখন আনন্দ টা রূপ নিবে বিশাল থেকে বিশালতায়। সেই বছর তো সিডি এর স্টল গুলো সেই সিডি বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে যাবে। তবুও কমবে না সিডি কিনার পরিমান।ভাবতেই ভালো লাগে তাই না। 

আর তার সাথে তো থাকবেই সকল ব্যান্ড ভক্তদের লিখা রিভিউ গুলা দিয়ে তৈরী করা একটি ব্যান্ড মিউজিক মান্থ" নামের ম্যাগাজিন। যাতে থাকবে সকল ব্যান্ড ভক্তদের ব্যান্ডের প্রতি ভালো লাগার কথা। তার সাথে থাকে আমাদের দেশের সকল নামকরা মিউজিসিয়ানদের অনেক লেখাও। আর এই ম্যাগাজিনে ব্যাড ভক্তরা তাদের লিখা দেওয়ার জন্য অনেক আগে থেকেই শুরু করবে প্রস্তুতি আর সেই জন্য তারা বড় বড় ব্যান্ড এর সম্পর্কিত গ্রুপ  গুলোতে পোস্ট দিতে থাকবে। তাদের মধ্যে ও সারা বছর কাজ করবে নানা রকম উৎসাহ উদ্দীপনা।যা হয়তো  দিন দিন আরো বাড়তেই থাকবে। 

দেশে ব্যান্ড মিউজিক ফেয়ার হলে হয়তো গান বাংলা চ্যানেল ও তাদের চ্যানেল এ মিউজিক ফেয়ার তা লাইভ দেখাতো।আর এই কারণে দেশের সকল প্রান্তের ব্যান্ড মিউজিক ভক্তরা ও টিভি এর সামনে বসে মেলা টা উপভোগ করতে পারতো। এই ব্যান্ড মিউজিক ফেয়ার এর জন্য তখন হয়তো বাংলাদেশের জনপ্রিয় নিউসপেপার গুলো ও তাদের পত্রিকায় এই ব্যান্ড মিউজিক ফেয়ার এর আলাদা একটা পেজ ও হয়তো রাখতো।  আর এই ব্যান্ড মিউজিক ফেয়ার নিয়ে হয়তো অন্য দেশের নিউজপেপার গুলোতে এক কোনায় এই বিষয়ে অনেক কিছু লিখা হতো। 

আর সেই ব্যান্ড মিউজিক ফেয়ার এ আরো থাকতো ব্যান্ডের টি-শার্ট এর অনেক গুলো স্টল। আর সেই খানে থাকতো "হেভি মেটাল" টিশার্ট এর ও একটা স্টল।সাথে আরো থাকতো অন্যতম জনপ্রিয় ব্যান্ড টি-শার্ট ব্র্যান্ড "ভিন্ন টি-শার্ট" ও তারা তাদের মেটাল ব্যান্ড এর জমকালো টি-শার্ট কালেকশন নিয়ে হাজির হতো এই মিউজিক ফেয়ার এ। তখন অনেকেই সহজেই কিনতে পারতো তাদের পছন্দের ব্যান্ডের টি-শার্ট গুলো।আর এই টি-শার্ট ব্যান্ড গুলো ও এই ব্যান্ড মিউজিক ফেয়ার উপলক্ষে তৈরী করতো নতুন নতুন ডিজাইনের টিশার্ট। যা ব্যান্ড ভক্তদের মন কেড়ে নিতো খুব সহজেই। আর তখন ব্যান্ড মিউজিকের ফ্যান রা ব্যান্ডের অ্যালবাম,ম্যাগাজিন এর পাশা পাশি বিভিন্ন ব্যান্ড এর টিশার্ট ও কিন্তু অনেক আগ্রহ নিয়ে।তখন ব্যান্ড মিউজিক ফেয়ার বাংলাদেশ এ ভরে যাবে কালোর মধ্যে ব্যান্ডের নাম সকলের শরীরে। তখন দেখতে কতই না ভালো লাগবে।  


একবার ভাবেন, এমন একটা ফেয়ার হইলে কত্ত ভালো হইতো। আমাদের উন্ডারগ্রাউন্ড ব্যান্ড গুলাও একটা প্ল্যাটফর্ম পেত। আর তা ছাড়া সারা বাংলাদেশের ব্যান্ড মিউজিক ভক্তরা সকলে একসাথে হইতে পারতো।আর এই মিউজিক ফেয়ার হবার কারণে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি ও অনেক উন্নতি করতো।সারাদেশে জুড়ে কত রকমের ফেয়ারই হয়।কিন্তু মিউজিক ফেয়ার নাম কোনো ফেয়ার আর এখনো হলো না।আর এই বিষয়টা নিয়ে মিউজিসিয়ান রা ভেবে দেখলে ব্যান্ড মিউজিক এর উন্নতি কেউ ঠেকাইতে পারবে না।এতে অনেক এগিয়ে যাবে আমাদের দেশের ব্যান্ড মিউজিক। ১ মাস না হোক,১৫ দিন না হোক ৭ দিনের একটা মেলার আয়োজন করা উচিৎ। আর সেটার ধারাবাহিতা ধরে রাখতে হবে।তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না আমাদের দেশের ব্যান্ড মিউজিক এর।

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।