ব্রেকিং -বেঞ্জামিন ব্যান্ড সম্পর্কে জানতে অবশ্যই পড়ুন।


আজকে হঠাৎ করেই ফোনের ফোল্ডার ঘাটতে ঘাটতে এরকম কিছু গান পেলাম যা ৫/৬ মাস হয়ে গিয়েছে আবার কোনটা ১ বছরের বেশিও হয়ে গিয়েছে শুনা হচ্ছেনা!
তো হঠাৎ খুঁজে পেলাম ব্রেকিং বেঞ্জামিনের
"Without You"
Play করলাম,প্রায় ৬ মাস পর শুনলাম গানটা।
ভাবলাম তাই আজকে এদের নিয়ে লিখি কিছু!
আমাকে সবচেয়ে প্রিয় রক ব্যান্ডগুলোর তালিকা করতে বলা হলে লিংকিন পার্কের পর যে নামটা চলে আসবে সেটা হলো ব্রেকিং বেঞ্জামিন!

আর এর পেছনে প্রধান কারণ হলো গভীর অর্থবহ এবং প্রচন্ড সুন্দর লিরিক্স,গিটারের কাজ এবং বেঞ্জামিন বার্নলি'র Clean ভয়েস!
যারা এখনো এদের দুএকটা গান শুনোনি/শুনেননি তারা আজই শুনা আরম্ভ করে দাও/দিন!
কথা দিচ্ছি ভালো লাগবেই
| গঠন এবং নামকরণ |
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসালভানিয়া অঙ্গরাজ্যে গঠিত ব্যান্ডটির নামকরণ
"ব্রেকিং বেঞ্জামিন" করা হয় ব্যান্ডটির ভোকাল, গিটারিস্ট এবং ফাউন্ডার মেম্বার বেঞ্জামিন বার্নলি'র নামে।
এই ব্যান্ডের আরেকজন ফাউন্ডার মেম্বার ছিলেন তৎকালীন ড্রামার জেরেমি হামেল।
| প্রথম লাইনআপ |
প্ল্যান নাইন নামেও পরিচিত ব্রেকিং বেঞ্জামিনের প্রথম লাইনআপ ছিলোঃ
ভোকাল/গিটার- বেঞ্জামিন বার্নলি
জ্যাসন ডেভোলি- বেজ
&
জেরেমি হামেল- ড্রামস
Ep | Full Length | Member Change
২০০১ সালে ব্যান্ডের সেল্ফ-টাইটেল্ড ইপি "Breaking Benjamin"
রিলিজ হওয়ার পরেই এর ২০০০ কপির পুরোটাই Sold-Out হয়ে যায়!
এসময় লাইনআপ হয়ঃ
ভোকাল/গিটার - বেঞ্জামিন বার্নলি
গিটার - অ্যারন ফিংক
বেজ - মাইকেল ক্লেপাস্কি
ড্রামস - জেরেমি হামেল
এই লাইনআপ নিয়ে ২০০২ সালে ব্যান্ডের প্রথম এলবাম "SATURATE" প্রকাশিত হয় যার প্রথম সিঙ্গেল "Polyamorous" রেডিওতে উল্লেখযোগ্য খ্যাতি লাভ করে।
অন্য দুটি সিঙ্গেল "Skin" এবং "Medicate" ও এই এলবামে রিলিজ হয়।
ওয়ার্ল্ডওয়াইড SATURATE এর তিন লক্ষ কপি বিক্রি হয়!
২০০৪ সালে দ্বিতীয় এলবাম
"We Are Not Alone"
হলিউড রেকর্ডসের লেবেলে রিলিজ হয়।
উল্লেখ্য ২০০১ সালে হলিউড রেকর্ডসের সাথে ব্রেকিং বেঞ্জামিনের Deal হয় Album Release এর।
২০০৫ সালে লাইনআপে পরিবর্তন আসে!
ড্রামার জেরেমি হামেল ব্যান্ড ছাড়লে তার জায়গায় আসেন চ্যাড জেলিগা (Chad Szeliga)
ব্যান্ডের তৃতীয় এলবাম
"PHOBIA" রিলিজ হয় ২০০৬ সালে।
২০০৯ সালে প্রকাশিত হয় চতুর্থ এলবাম
"DEAR AGONY"
২০১০ সালের শুরুতে ভোকাল/গিটারিস্ট বেঞ্জামিন বার্নলি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে ব্যান্ডটি Inactive হয়ে যায় :(
এর মধ্যে ব্যান্ডের বাকী মেম্বাররা সব ব্যান্ড ছেড়ে দেন।
২০১৪ সালে বেঞ্জামিন বার্নলি বাদে সম্পূর্ণ নতুন লাইনআপ নিয়ে কামব্যাক করে ব্রেকিং বেঞ্জামিন!

এবারের লাইনআপ হয়ঃ
ভোকাল/গিটার - বেঞ্জামিন বার্নলি
গিটার - জ্যাসেন রাউচ
গিটার - কেইথ ওয়ালেন
বেজ - অ্যারন ব্রুচ
ড্রামস - শন ফইস্ট

চারজন থেকে পাঁচজনের সদস্যে পরিণত হয় ব্রেকিং বেঞ্জামিন।
২০১৫ সালে তাদের পঞ্চম এলবাম
"Dark Before Dawn" রিলিজ হয় হলিউড রেকর্ডস থেকে
পার্সোনাল চয়েজ করতে গেলে "ডিয়ার এগোনি" আর "ডার্ক বিফোর ডন" আমার সবচেয়ে প্রিয় এলবাম অন্য তিনটার চেয়ে।
শুধু যুক্তরাষ্ট্রেই ব্রেকিং বেঞ্জামিনের ৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে!
সেখানে তাদের তিনটি প্লাটিনাম এবং দুটি গোল্ড রেকর্ডস ও আছে!
বিলবোর্ডের সেরা ২০০ এর ভেতর ১ নম্বর জায়গা দখল করার রেকর্ড ও আছে ব্রেকিং বেঞ্জামিনের ;-)
| Discography |
EP

1. Breaking Benjamin (2001)

Full Length Album

1. SATURATE (2002)
2. We Are Not Alone (2004)
3. Phobia (2006)
4. Dear Agony (2009)
5. Dark Before Dawn (2015)

Singles Track
1. Polyamorous
2. Skin
3. Medicate
| বর্তমান লাইনআপ |
ভোকাল/রিদম গিটার
- বেঞ্জামিন বার্নলি
লিডগিটার - জ্যাসেন রাউচ
রিদম গিটার - কেইথ ওয়ালেন
বেজ/ব্যাক ভোকাল - অ্যারন ব্রুচ
ড্রামস - শন ফইস্ট
POST Credit :Mahmud Adrian

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।