পুরাতন আইফোন মোবাইল কেনার আগে দরকারি টিপস গুলো জেনে রাখুন

আমরা বেশির সময় পুরাতন মোবাইল কিনা থাকি। তার অনেক গুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আর্থিক অবস্থা। আমরা সকলেই চাই কম দামের মধ্যে একটু ভালো মোবাইল ব্যবহার করতে। আর এই জন্য সকলেই পুরাতন মোবাইল কিনতে আগ্রহী থাকে।কিন্তু পুরাতন মোবাইল কিনার মধ্যে রয়েছে অনেক সমস্যা। আর তার মধ্যে পুরাতন আইফোন মোবাইল কিনতে গেলে তো সমস্যার শেষ নেই। আপনি শখ করে একটি আইফোন মোবাইল কিনবেন আর মোবাইল তা যদি হয় নষ্ট তাহলে তো কষ্টের সীমা থাকে না। তাই আইফোন মোবাইল পুরাতন কিনার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। অনেক কিছু যাচাই বাছাই করে কিনতে হয় পুরাতন আইফোন মোবাইল।আজ আপনাদের জানাবো পুরাতন আইফোন মোবাইল কিনার সময় করণীয় বিষয় সম্পর্কে।

আর পুরাতন মোবাইল কিনার সময় বিষয়ের ভাগ মানুষে না বুঝে কিনে ফেলেন লক করা আইফোন মোবাইল। আর তার সাথে তো রয়েছে আরো নানা রকম সমস্যা।আর সেই সময় খুব শখের জিনিসটাই হয়ে যাই মাথা ব্যাথার কারণে। যাই হোক আর চিন্তার কিছু নেই কিছু জিনিস লক্ষ্য রাখলে অনেক সমস্যা থেকেই রেহাই পেতে পারেন। তার জন্য আমাদের পন্থা গুলো অবলম্বন করুন।আর তার জন্য একটু মনোযোগ সহকারে পড়ুন আমাদের লিখা গুলো। 



১.সর্বপ্রথম পুরাতন আইফোন কেনার আগে যাচাই করুন মোবাইলের ফিঙ্গার টাচ আইডি কাজ করে কিনা। আর এইটা অবশ্যই ভালো করে যাচাই করতে হবে। 

২.তারপর পুরাতন আইফোন কেনার আগে যার কাছে থেকে নিবেন তাকে বলবেন মোবাইল যেন পুরো রিসেট করে দেয়।আর রিসেট করার পর ও যদি মোবাইল টিতে কোন আইডি বা পাস চায় তাহলে অবশ্যই তখন তাকে বলে সেগুলো ডিলিট করিয়ে নিন। তা না হলে পরে অনেক সমস্যা হতে পারে। 

৩.তারপর মোবাইল এর ডিসপ্লে টাচ ,ক্যামেরা এবং ক্যামেরার ফ্ল্যাশ খুব ভালো ভাবে চেক করবেন। যখন আপনি মোবাইল টি দেখা শুরু করবেন তখন মোবাইল এর ব্যাটারি এর চার্জ কতটুকু আছে এবং মোবাইল টা দেখার শেষে কতটুকু চার্জ আছে সেইটা খুব ভালো ভাবে খেয়াল রাখুন।আর আপনি যদি ভালো ভাবে এই বিষয় টা খেয়াল রাখতে পারেন তাহলে মোবাইল টির ব্যাটারি ভালো না খারাপ তা আপনি খুব সহজেই বুজতে পারবেন।

৪.পুরাতন আইফোন কেনার সময় একটি গুরুত্ব পূর্ণ বিষয় যেই মোবাইল টা নিবেন তার সাথে যেন বক্সের IMEI নম্বর টা যাতে অবশ্যই মিল থাকে। বক্সের সাথে মিল না থাকলে সেই মোবাইল তা নেয়া উচিত না। কারণ বাক্স ছাড়া মোবাইল কিনলে থানা পুলিশের হয়রানি হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এই বিষয় টা অবশ্যই মাথায় রাখবেন পুরাতন আইফোন মোবাইল কিনার সময়। আশা করি তাহলে আর কোনো সমস্যায় পড়বেন  না। 

৫.পুরাতন আইফোন কেনার সময় মোবাইল টা খুলে সিমের নিচে ছোট কোন চিপ আছে কিনা খুব ভালো করে লক্ষ্য করুন। যদি সেই খানে কোনো চিপ থাকে তাহলে বুঝবেন সেই মোবাইল টা কান্ট্রি লক করা। কান্ট্রি লক করা আইফোন না কিনা টা অনেক বেশি ভালো। কারণ কান্ট্রি লক করা মোবাইল ব্যবহারে অনেক ঝামেলা পোহাতে হয়। আর সেই ঝামেলা থেকে রেহাই পেতে কান্ট্রি লক করা মোবাইল না কিনা ভালো। 

৬.পুরাতন আইফোন কেনার সময় মোবাইল এর ভিতরের নাটবোলটু খুব ভালো ভাবে দেখুন সেই গুলোর মধ্যে কোনো দাগ আছে কিনা। যদি কোনো দাগ আপনার চোখে পরে তাহলে মোটামুটি বুঝে নিতে হবে হয়তো মোবাইল টা ঠিক করা হয়েছে।আর এই ধরণের ঠিক করা মোবাইল এর টাচ আইডি যে কোনো সময় নষ্ট হয়ে যাবার আশঙ্খা থাকে। তাই এই রকম কিছু চোখে পড়লে সেই সেট না কিনা টাই ভালো।

৭. তারপর পুরাতন আইফোন কেনার সময় মোবাইল অবশ্যই একটি সিম লাগিয়ে কাউকে কল দিয়ে কথা বলুন। তখন দেখবেন ভালো ভাবে কথা শুনা যায় কিনা। স্পিকার ঠিকঠাক আছে কিনা। তারপর যদি দেখেন তেমন ভালো শুনা যাচ্ছে না তাহলে মোবাইল তা না কিনাই ভালো। 

৮.আপনি যার কাছে থেকে মোবাইল টা কিনবেন আর ওই খানে থেকেই মোবাইল চার্জ দিয়ে দেখুন। চার্জার দিয়ে চার্জ দেয়ার সময় যদি মোবাইলে হাল্কা আরথিং অনুভব করেন তাহলে চারজার অরিজিনাল না বুঝে নিতে হবে অথবা মোবাইলের কোনো না কোনো প্রব্লেম আছে তা না হলে এমন হবে না। এই ক্ষেত্রে মোবাইল তা না কিনাই ভালো। 

৯.আর অবশ্যই মোবাইল কিনার সময় IMEI চেক করে নিবেন।মোবাইল টি যদি Blacklisted থাকে তাহলে কিনবেন না। আপনি যেই মোবাইল টা কিনতেছেন তা কত দিন ব্যবহার হয়েছে তা আপনি খুব সহজে আইফোন সে ওয়েব সাইট এ সার্চ দিয়ে জানতে পারবেন।তারপর খেলে করে দেখবেন Find My iPhone অন করা কিনা ,যদি অন করা থাকে তাহলে অবশ্যই তা অফ করিয়ে নিবেন। তা তার পর সর্বশেষ মোবাইল চেক করার পর মোবাইল টা আর একবার রিসেট দিয়ে দেখবেন এবং রিসেট দেওয়ার পর আবার IMEI নাম্বার টা চেক করে দেখবেন।মিল থাকলে মোবাইল টা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন।IMEI নাম্বার চেক করতে পারবেন এই সাইট এ  https://m.sim-unlock.net/imei_check/iPhone/


১০.আর অবশ্যই যখন কোনো পুরাতন আইফোন মোবাইল কিনতে যাবেন তার আগে অবশ্যই মোবাইল টির সম্পর্ককে ভালো একটা ধারণা নিয়ে যাবেন। অবশ্যই মোবাইল এর ফিচার এবং স্পেসিফিকেশনের ব্যাপারে ও খুব ভালো একটা ধারণা রাখার চেষ্টা করবেন। আর যার কাছে থেকে মোবাইল নিবেন তাকে প্রথমেই জিজ্ঞাসা করুন তার মোবাইল যে সিম টা আছে সেই সিমে ইন্টারনেট একটিভ আছে কিনা।জোকো সেই বলে নেই তাহলে আপনার সিম একটিভ করে কাজ শুরু করে দিবেন। 


১১.যে আইফোন মোবাইল টি আপনি কিনবেন সেই মোবাইল টি হাতে নেয়ার পর অবশ্যই খেয়াল করবেন আইক্লাউডে লকড আছে কিনা। যদি ঠিকানা: [settings > iCloud > তার পর যদি কোনো ইমেইল থাকে তাহলে সহজেই বুঝে নিতে হবে মোবাইল টি লকড।এই রকম কিছু দেখলে অবশ্যই মোবাইল টি নেয়ার আগেই বিক্রেতাকে বলবেন যেন ঐ একাউন্টটা ডিলিট করে দেয়। ডিলিট এর অপশন টা রয়েছে একবারে নিচের দিকে। আর যদি এই কাজ তা করতে ভুলে যান তাহলে বুঝবেন আপনি মোবাইলটা ব্যবহারের সময় অনেক ভোগান্তি এর মধ্যে পড়তে যাচ্ছেন।তার এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন মোবাইল কিনার সময়। 



আর সবথেকে বড় বিষয় হচ্ছে মোবাইল চেক করে দেখার সময় কোনো প্রকার লজ্জা পাওয়া যাবে না। মাথায় রাখবেন আপনি আপনার বাবার কষ্টের টাকা দিয়ে একটি শখের জিনিস কিনছেন। তাই বিষয় তা অনেক গুরুত্ব দিয়ে ভাবুন এবং সকল কিছু অনেক সময় নিয়ে ভালো ভাবে দেখে শখের জিনিস টা কিনুন।সকল বিষয়ে বিক্রেতার চোখে চোখ রেখে কথা বলুন এবং সকল বিষয়ে তার কাছে থেকে ভালো ভাবে শুনুন। এই সব যদি না করে লজ্জা করেন তাহলে ধরা খাবেন সিউর। আর একটি কাজ করতে পারেন মোবাইল কিনার সময় আইফোন মোবাইল ব্যবহার করে অথবা আইফোন মোবাইল এর সম্পর্ককে ভালো ধারণা আছে এমন কাউকে নিয়ে যেটা পারেন। 






Comments

Post a Comment

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।