মেটা-ভয়েজ ব্যান্ডের প্রথম অ্যালবাম বদ্ধ মানব এর গানগুলো নিয়ে আলোচনা।
ব্যান্ড : মেটা-ভয়েজ
আলব্যাম : বদ্ধ মানব (২০১৬)
জন্ররা : hard rock, hevy metal, progssive rock
একেবারে নতুন একটা আলব্যাম। এই বছরেই বার হয়েছে। আর এটি ব্যান্ডের ডেব্যু আলব্যাম। যেখানে মোট ১১টি গান রয়েছে। আর গানগুলি নিয়ে আমার ছোট্র লিখা : -
(আলব্যামটি experimantal করা হয়েছে)
ট্রাক ১ :- Chemistry of mystery : এই আলব্যামের ১ম ট্রাক। এটি একটি instrumental ট্রাক। এই ট্রাকে মূলত রহস্যময় পরিবেশের একটা অসম্ভব সুন্দর চিত্র কর্ম তুলে ধরা হয়েছে। যারা রহস্যময় বা হরোর টাইপের মিউজিক ভালোবাসেন তাদের জন্য সেই ফ্লেবার।
ট্রাক ২:- দ্বৈত সত্তা : এই গানটি আলব্যামের ২য় ট্রাক। বলা যেতে পারে এটা একটা মাস্টারপিস সং। progressive rock ধাচের এই গানটা শুনলে আপনি পুরোপুরো ফ্যান হয়ে যাবেন। একজন মানুষের ভেতরে দুটি স্বত্তা কাজ করে।একটি ভালো স্বত্তা আরেকটা খারাপ বা হায়না নামক স্বত্তা। এক্ষেত্রে আপনি ভালো স্বত্বাকে জয় করতে হলে অবিশ্যই খারাপ স্বত্তার সাথে লড়তে হবে। গানটিতে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যেখানে সুন্দর একটা মেসেজ রয়েছে। যা আপনারা বুঝতেই পারছেন। গানটি শুনলে আরো ক্লিয়ার হবেন। আমি এই গানের শেষের দু'টি লাইন দিয়ে ইতি টানলাম।
"এ যেন এক যুদ্ধ চলেছে, মনের ভিতর সারাক্ষণ।
যুদ্ধে হারাতে চাই আমি হায়েনা-কে,
বিবেকের তাড়নায় তাই অস্ত্রধারণ।
ট্রাক ৩:- তোমার জন্য গান: ফেলে আসা অতীত বা পিছনের দিনের হারানো ভালো লাগে আবার ভাসিয়ে নিবে। এতটা চমকপ্রদ গান না শুনলে মিস। আর বৃষ্টির দিনেতো আর চমকপ্রদ। যারা বষর্ণ মুখোর দিনের গান খুঁজেন তাদের জন্য একটা + পয়েন্ট। তাই দেরি না করে বৃষ্টির দিনের গানগুলোর সাথে এই গানটিককে প্লে-লিস্টে Add করে ফেলুন। composition, lirics সব মিলিয়ে বলবো হ্রদয়ে দোলা দেওয়ার মত একটা গান।
ট্রাক ৪:- অার্তনাদ :-গানের নাম শুনেই বুঝতেই পারছেন। একটু স্পষ্ট করে বলি- আমাদের সমাজের হতাশা, বাধা, অজ্ঞতা, পরাধীনতার মিথ্যে শৃঙ্খল থেকে মুক্তি পাবার জন্য অার্তনাদ বা চিতকার যাই বলি না কেন একটা সমাজকে এগিয়ে আনার জন্য ডাক দেওয়া হয়েছে এই গানটিতে। শুনলে ভালো লাগবে।
ট্রাক ৫ killer( the devil inside) killer? খুব সাংগাতিক গান। মনুস্যত্বের জায়গাটাকে strong করার অমানবিক কে হত্য্যা করার জন্য বলা হয়েছে।
ট্রাক ৬ অপারগ :- pure rock wiith melody ধাচের গানটা শুনলেই আমি অন্য জগতে হারিয়ে যাই। এই গানের হাহাকার ও লিরিক্স এর এগুনির সাথে গিটারের কাজের যে মাধুযতা পেয়েছে তা হ্রদয়ে বারি মারার মত।
ট্রাক ৭ নীল প্রান্তর :- এই গানটা progssive death metal staff ধাচের গান।এ ধরনের গান আমাদের দেশে খুব আভাইলেবেল না।সো শুনলে ভালো লাগবে।
ট্রাক ৮ :-তুমি হীনা :- এই ব্যালড ঘরানার গানটা মন ভালো করে দেয়।হিম হিম ভাব রয়েছে। আপনি অন্যমনা যতই থাকুন না কেন আপনাকে গানটা অন্য ভুবনে নিয়ে যাবে।
ট্রাক ৯:- প্রজন্মের আহবান :- নাম শুনতেই বুঝতে পারছেন কি বুঝানো হয়েছে heavy metal ধাচের এই গানে। প্রজন্মের আহবানে আমাদের এগিয়ে যেত হবে এ ধরার জন্য আমরা কি রাখছি সেই জন্য আমাদের সময় কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তারুণ্য এর আহবান নিয়ে যারা গান খুঁজেন তাদের জন্য best song হতে পারে এই ট্রাক।
ট্রাক ১০: মানুষ :- progssive metal ধাচের এই গানে জীবনের একটা বিলাস নিয়ে সম্ভবত করা হয়েছে। গানের শুরুর কিছু লিরিক্স দিলাম। বাকীটা শুনতে হবে।
"কেন মানুষ হয়ে মানুষের মত বাচঁতে পারি না।
কেন অন্ধকারের মাঝে আমায় খুজে নিতে হয়।
কেন বেচে থাকার তাগিদে মানুস এমনি হয়। কেন নিজের অস্তিত্বকে মিথ্যে মনে হয়।
ট্রাক ১০ :- journey to infiity :- আলব্যাম এর শেষ গান এটা । আর এই টা instrumental ট্রাক। ভ্রমণ প্রিয় মানুষ দের জন্য +পয়েন্ট।
POST CREDIT :Md Riad Emam
আলব্যাম : বদ্ধ মানব (২০১৬)
জন্ররা : hard rock, hevy metal, progssive rock
একেবারে নতুন একটা আলব্যাম। এই বছরেই বার হয়েছে। আর এটি ব্যান্ডের ডেব্যু আলব্যাম। যেখানে মোট ১১টি গান রয়েছে। আর গানগুলি নিয়ে আমার ছোট্র লিখা : -
(আলব্যামটি experimantal করা হয়েছে)
ট্রাক ১ :- Chemistry of mystery : এই আলব্যামের ১ম ট্রাক। এটি একটি instrumental ট্রাক। এই ট্রাকে মূলত রহস্যময় পরিবেশের একটা অসম্ভব সুন্দর চিত্র কর্ম তুলে ধরা হয়েছে। যারা রহস্যময় বা হরোর টাইপের মিউজিক ভালোবাসেন তাদের জন্য সেই ফ্লেবার।
ট্রাক ২:- দ্বৈত সত্তা : এই গানটি আলব্যামের ২য় ট্রাক। বলা যেতে পারে এটা একটা মাস্টারপিস সং। progressive rock ধাচের এই গানটা শুনলে আপনি পুরোপুরো ফ্যান হয়ে যাবেন। একজন মানুষের ভেতরে দুটি স্বত্তা কাজ করে।একটি ভালো স্বত্তা আরেকটা খারাপ বা হায়না নামক স্বত্তা। এক্ষেত্রে আপনি ভালো স্বত্বাকে জয় করতে হলে অবিশ্যই খারাপ স্বত্তার সাথে লড়তে হবে। গানটিতে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে। যেখানে সুন্দর একটা মেসেজ রয়েছে। যা আপনারা বুঝতেই পারছেন। গানটি শুনলে আরো ক্লিয়ার হবেন। আমি এই গানের শেষের দু'টি লাইন দিয়ে ইতি টানলাম।
"এ যেন এক যুদ্ধ চলেছে, মনের ভিতর সারাক্ষণ।
যুদ্ধে হারাতে চাই আমি হায়েনা-কে,
বিবেকের তাড়নায় তাই অস্ত্রধারণ।
ট্রাক ৩:- তোমার জন্য গান: ফেলে আসা অতীত বা পিছনের দিনের হারানো ভালো লাগে আবার ভাসিয়ে নিবে। এতটা চমকপ্রদ গান না শুনলে মিস। আর বৃষ্টির দিনেতো আর চমকপ্রদ। যারা বষর্ণ মুখোর দিনের গান খুঁজেন তাদের জন্য একটা + পয়েন্ট। তাই দেরি না করে বৃষ্টির দিনের গানগুলোর সাথে এই গানটিককে প্লে-লিস্টে Add করে ফেলুন। composition, lirics সব মিলিয়ে বলবো হ্রদয়ে দোলা দেওয়ার মত একটা গান।
ট্রাক ৪:- অার্তনাদ :-গানের নাম শুনেই বুঝতেই পারছেন। একটু স্পষ্ট করে বলি- আমাদের সমাজের হতাশা, বাধা, অজ্ঞতা, পরাধীনতার মিথ্যে শৃঙ্খল থেকে মুক্তি পাবার জন্য অার্তনাদ বা চিতকার যাই বলি না কেন একটা সমাজকে এগিয়ে আনার জন্য ডাক দেওয়া হয়েছে এই গানটিতে। শুনলে ভালো লাগবে।
ট্রাক ৫ killer( the devil inside) killer? খুব সাংগাতিক গান। মনুস্যত্বের জায়গাটাকে strong করার অমানবিক কে হত্য্যা করার জন্য বলা হয়েছে।
ট্রাক ৬ অপারগ :- pure rock wiith melody ধাচের গানটা শুনলেই আমি অন্য জগতে হারিয়ে যাই। এই গানের হাহাকার ও লিরিক্স এর এগুনির সাথে গিটারের কাজের যে মাধুযতা পেয়েছে তা হ্রদয়ে বারি মারার মত।
ট্রাক ৭ নীল প্রান্তর :- এই গানটা progssive death metal staff ধাচের গান।এ ধরনের গান আমাদের দেশে খুব আভাইলেবেল না।সো শুনলে ভালো লাগবে।
ট্রাক ৮ :-তুমি হীনা :- এই ব্যালড ঘরানার গানটা মন ভালো করে দেয়।হিম হিম ভাব রয়েছে। আপনি অন্যমনা যতই থাকুন না কেন আপনাকে গানটা অন্য ভুবনে নিয়ে যাবে।
ট্রাক ৯:- প্রজন্মের আহবান :- নাম শুনতেই বুঝতে পারছেন কি বুঝানো হয়েছে heavy metal ধাচের এই গানে। প্রজন্মের আহবানে আমাদের এগিয়ে যেত হবে এ ধরার জন্য আমরা কি রাখছি সেই জন্য আমাদের সময় কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তারুণ্য এর আহবান নিয়ে যারা গান খুঁজেন তাদের জন্য best song হতে পারে এই ট্রাক।
ট্রাক ১০: মানুষ :- progssive metal ধাচের এই গানে জীবনের একটা বিলাস নিয়ে সম্ভবত করা হয়েছে। গানের শুরুর কিছু লিরিক্স দিলাম। বাকীটা শুনতে হবে।
"কেন মানুষ হয়ে মানুষের মত বাচঁতে পারি না।
কেন অন্ধকারের মাঝে আমায় খুজে নিতে হয়।
কেন বেচে থাকার তাগিদে মানুস এমনি হয়। কেন নিজের অস্তিত্বকে মিথ্যে মনে হয়।
ট্রাক ১০ :- journey to infiity :- আলব্যাম এর শেষ গান এটা । আর এই টা instrumental ট্রাক। ভ্রমণ প্রিয় মানুষ দের জন্য +পয়েন্ট।
POST CREDIT :Md Riad Emam
Comments
Post a Comment