শিরোনামহীন কি জোড়া লাগতে যাচ্ছে ,তাহলে ফিরছেন কি তানযীর তুহীন !জানতে পড়ুন বিস্তারিত

শিরোনামহীন ব্যান্ড থেকে কিছু দিন আগেই বিদায় নেয়া ভোকাল তানযীর তুহিন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় রয়েছেন।সেখান থেকে তানযীর তুহিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বিদায় নেয়া ব্যান্ড শিরোনামহীনের মেম্বারদেরকে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।
শিরোনামহীনের ভোকাল তানযীর তুহিন স্ট্যাটাসটিতে লিখেছিলেন।

আমি শিরোনামহীনের ব্যান্ড মেম্বার ও পরিবারবর্গের কাছে দু:খ এবং অনুশোচনা প্রকাশ করছি, যারা বিগত কয়েকদিন অমানুষিক দু:খ ও কষ্ট ভোগ করছেন,আমার বক্তব্যের প্রেক্ষিতে ।

আমি শিরোনামহীনের সকল শ্রোতা, ভক্ত, বন্ধু এবং মিডিয়াকেও অনুরোধ করছি, আপনারা বিগত সময়গুলোতে যে ভাবে শিরোনামহীন ব্যাণ্ডের পাশে থেকে সুখ, দু:খ, আনন্দে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, সেভাবে আগামী সময়গুলোতেও পাশে থাকবেন। আপনাদের ভালবাসার জন্যই এই মানুষগুলো শিরোনামহীন।

শিরোনামহীন এর কাছে কৃতজ্ঞ,বিগত বছরের পথ চলায় তারা আমাকে যে ভালবাসা ও সুযোগ দিয়েছে গান গাওয়ার ,তা আমার বাকী জীবনটাকে এগিয়ে নিতে উৎসাহ ও প্রেরণা যোগাবে।
শিরোনামহীন এর সুন্দর ও সফল ভবিষ্যৎ এর কামনায় ।

তানযীর তুহীন
১২,অক্টোবর,২০১৭

তাহলে তানযীর তুহিন কি এখন নমনীয় হচ্ছেন ?আর এখন কি তাহলে তিনি শিরোনামহীন ব্যান্ডে ফিরতে চাচ্ছেন ? তবে এই সব প্রশ্নের এখনো কোনো সঠিক উত্তর পথ যায় নি। তবে ভক্তরা আশা অবশ্যই করতে পারেন। হয়তো আবার জোড়া লাগতে যাচ্ছে শিরোনামহীন। কিন্তু এখন যদি তানযীর তুহিন তার ভালোবাসার ব্যান্ড শিরোনামহীনে ,তবে সে ক্ষেত্রে ব্যান্ডের অথবা অন্য মেম্বারদের কেমন ভুমিকা হবে ?এইটাই এখন ভাবনার বিষয়, তবে ভাবনা নিয়ে কি আর বসে থাকলে হবে।

তাই আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে শিরোনামহীন ব্যান্ডের অন্যতম প্রধান গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া (বেজ ) সাথে কথা বলা হয়।  এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ,ভালোবাসায় মধ্যে ক্ষমা চাওয়া টাওয়ার মতো কোনো  ব্যাপার না থাকায় ভালো। নিজের ভুল বুজতে পারাটাই সব থেকে বড় বিষয়। তুহিন যদি সত্যি নিজের ভুল বুজতে পারে তাহলে অবশ্যই তাকে অনেক ভালোবাসার সাথেই বুকে টেনে নিবো।

জিয়াউর রহমান জিয়া আরও বলেন, ব্যান্ড হলো সংসারের মতো একটি জায়গা। আর এই কথা আমরা সব সময় ই বলে থাকি। আর একটা সংসারে নানা রকম বিপত্তি থাকবেই, আর এইটাই বাস্তব।সংসারে নিজেদের মধ্যে আলোচনা করে সকল সমস্যা দূর করে যুগ যুগ ধরে একটা সংসার টিকে থাকে।”

জিয়াউর রহমান জিয়া আরও বলেন,শিরোনামহীন কখনো টাকার কাঙাল ছিল না, তুহিনের দাবি করা ওই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন তুহিন যে মিথ্যাচার করেছে তা নিয়ে আমরা সবাই অনেক বেশি মর্মাহত। আমার পরিবার আছে ,অন্য মেম্বারদের পরিবার আছে।আমার মেয়ে স্কুলে যায় ,ব্যান্ডের অন্য  মেম্বারদের ও ছেলে মেয়ে আছে তারা ও স্কুল এ যায়। আমরা বিভিন্ন জায়গায় যাই ,অনেক কাজে যাই তখন মনে হয় কেউ যেন আঙ্গুল তুলে তুহিনের বলা ওই কথা গুলো বলছে। তখন খুব খারাপ লাগে। আর এই ব্যাপারটা ও অনেক বেশি যন্ত্রনাদায়ক। আমরা বিশ্বাস করি একজন মানুষ হিসেবে তুহিনের সমস্ত সত্য টা সবার সামনে তুলে ধরবে।

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।