বাংলাদেশের প্রথম থিয়েট্রিকাল রক ব্যান্ড শহরতলী। বাংলাদেশের থিয়েট্রিকাল রক এর জনক বলা হয় এই ব্যান্ডকে।

অনেকের কাছে খুব পরিচিত আবার অনেকের কাছেই অপরিচিত একটা নাম "শহরতলী"
আচ্ছা ফেলানী গানটা শুনেছেন?
এই লাইনটার কথা মনে আছে?
"আমায় ক্ষমা করিস ফেলানী
১৪ কোটি জনগণ তোকে বাঁচাতে পারেনি"

এই লাইনটা শুনার পর চোখ দিয়ে পানি পড়েনি কিংবা শরীরের লোম দাঁড়িয়ে যায়নি এমন একজনও আছে এই গ্রুপে?

হ্যা বলছিলাম বাংলাদেশে "থিয়েট্রিকাল রক" নামের অদ্ভুত সুন্দর জন্রার প্রথম ব্যান্ড শহরতলীর কথা ।

শহরতলী শব্দের অর্থ শহরের পাশে অনেকটা এরকমই বুঝায়
English এ যাকে বলা হয়
Suburban Area

হ্যা শহরতলী ব্যান্ডটাও ২০০৫ সালের ৬ অক্টোবর ঢাকার পাশের একটা এলাকা মিরপুরে গড়ে উঠে।
বাংলাদেশের থিয়েট্রিকাল রক ব্যান্ডের পাইওনিয়ার হিসেবে যাত্রা শুরু করে শহরতলী

শহরতলী ব্যান্ডের কিন্তু প্রথমে কোন নাম ছিলো না
ব্যান্ডের যাত্রা শুরু হইসিলো মিশু ভাই,বিদ্যুৎ ভাই এবং গালিব ভাইয়ের হাত ধরে ,পরবর্তীতে তাদের সাথে যোগদান করেন সানি ভাই এবং তপন ভাই।

তখন ব্যান্ডটা সম্পূর্ণ গঠিত হয় এবং তারা মিলে ব্যান্ডের নাম দেন
"শহরতলী"

তারা সবাই ই মিরপুরের বাসিন্দা ছিলেন আর মিরপুর একটা Suburban Area এজন্য ব্যান্ডের নামকরণ এলাকা থেকেই করা হয়েছে এটা বলা যায়।

অবশ্য নামটার পরামর্শ দিয়েছিলেন মিশু ভাই ই।
গঠন হয়ে গেলো এভাবেই বাংলাদেশের প্রথম থিয়েট্রিকাল রক ব্যান্ড শহরতলী।

ব্যান্ডটি তাদের সিগনেচার জন্রা হিসেবে থিয়েট্রিকাল রককেই অধিক প্রাধান্য দেয়, এছাড়াও তারা রক, সাইকেডেলিক রক,পপ রক জন্রায়ও গান করে থাকে।

তাদের গানের মুল উৎসাহ হিসেবে কাজ করে আমাদের মহান মুক্তিযুদ্ধ,অসমতা,সমসাময়িক প্রেক্ষাপট, শহুরে জীবনধারা ইত্যাদি
মহীনের ঘোড়াগুলি,পিংক ফ্লয়েড,ওপেথ, পয়েটস অফ দ্যা ফল,
বিটলস,ইউটু ব্যান্ডগুলোও তাদের ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে।

এই পর্যন্ত শহরতলীর বের করা অ্যালবামের সংখ্যা ২ টা
এছাড়া ৪ টি সিঙ্গেল ১ টি কম্পাইলেশন অ্যালবাম এবং ৪ টি মিউজিক ভিডিও রয়েছে।

স্টুডিও অ্যালবাম:

১. বরাবর শহরতলী
বরাবর শহরতলী অ্যালবামটা রিলিজ হয় ২০১০ সালে যেখানে মোট গান ছিলো ১০ টি

অ্যালবাম টির গানের তালিকা দেয়া হলো :

১. এ শহর
২. প্রতিক্রিয়া
৩. আকাশ পৃথিবী
৪. পদধ্বনি
৫. প্রস্থান
৬. অতলে শহরতলী
৭. সোনালি সেই দিনে
৮. দ্রোহের দোরে দেহ
৯. কর্কষ
১০. জেল খানার চিঠি

এই এলবামের সেরা গান বিচার করতে গেলে আমার কাছে দুইটা গান সেরা প্রস্থান এবং জেল খানার চিঠি। প্রস্থান গানটায় একজন প্রেমিক নিজের প্রেমিকাকে ফিরে আসার আহবান জানায় কিছু করুণ লাইনে যার পরিচয় পাওয়া যায়। প্রেমিকার প্রস্থানের কষ্টটা ফিল করা যায় একমাত্র এই গানটা মন থেকে ফিল করে শুনলে।

প্রস্থান গানের কথা

“বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি
স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে,
সব অশ্লীল চিৎকার, সব বর্বর পচা স্তব্ধ করে ফিরে এসো তুমি,
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়,
মিশে যাও, মিশে যাও,
হৃদস্পন্দনে আমার,
হৃদস্পন্দনে আমার।
জেলখানার চিঠি

জেলখানার চিঠি গানটি বরাবর শহরতলী অ্যালবাম এর সবচেয়ে করুণ এবং হৃদয়বিদারক গান এটি।

জেলখানার চিঠি গানের কথা

একজন যোদ্ধা তাকে
ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার পূর্বমুহূর্তে তার স্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায়
সেই চিঠিটাই গান আকারে গাওয়া হয়
আমি বাজি ধরে বলছি এই গানটা শুনার পর আপনাকে আবেগময় হতেই হবে,
আপনি যত কঠিন মনের মানুষই হোন।
"প্রিয়তমা আমার
তোমার শেষ চিঠিতে
তুমি লিখেছ ;
মাথা আমার ব্যথায় টনটন করছে
দিশেহারা আমার হৃদয়।
তুমি লিখেছ,
যদি ওরা তোমাকে ফাঁসী দেয়
তোমাকে যদি হারাই
আমি বাঁচব না।
তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার
আমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে যাবে
তুমি বেঁচে থাকবে, আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী,
বিংশ শতাব্দীতে
মানুষের শোকের আয়ূ
বড় জোর এক বছর।
মৃত্যু
দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ
আমার কাম্য নয় সেই মৃত্যু।
কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো
জল্লাদের লোমশ হাত
যদি আমার গলায়
ফাসীর দড়ি পরায়
নাজিমের নীল চোখে
ওরা বৃথাই খুঁজে ফিরবে
ভয়"

নাজিম হিকমাতের কবিতা থেকে নেয়া লাইনগুলোকে এত বাস্তবিক রুপ দিয়েছেন গালিব আজিম ভাই উনার আবৃত্তির তুলনা কারো সাথে হয়না।

শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যায় এই গানে উনার আবৃত্তি শুনার সময়, কোরাসের সময় চোখের পানি আটকে রাখা অসম্ভব হয়ে যায় তাই আমার কাছে বরাবর শহরতলী অ্যালবাম এর, সবচেয়ে সেরা গান এটাই।

অ্যালবাম এর অন্যান্য গানগুলোও অবশ্যই সুন্দর এবং শ্রুতিমধুর

২. অপর পৃষ্ঠা দ্রষ্টব্য

২০১৩ সালে প্রকাশিত হয় শহরতলীর দ্বিতীয় অ্যালবাম
"অপর পৃষ্ঠা দ্রষ্টব্য"

"অপর পৃষ্ঠা দ্রষ্টব্য" অ্যালবাম এ সর্বমোট গান ছিলো ১০ টা

অ্যালবাম টির গানের তালিকা দেয়া হলো :

১. মুখবন্ধ
২. খড়কুটো
৩. নীলিকা
৪. মা
৫. মন জোয়াড়
৬. বাধন
৭. পালাই পালাই
৮. সুর অসুর
৯. আহবান
১০. দেশমাতার কাছে চিঠি

এই অ্যালবাম এর দুইটা সবচেয়ে সুন্দর এবং সেরা গান হলো
"মা" এবং "নীলিকা"।
নীলিকা গানে সোহাগ ভাইয়ের গল্পকথনটা আবৃত্তি শুনেই আমি উনার ফ্যান হয়ে গেসিলাম এবং আমার শুনা সবচেয়ে সুন্দর রোমান্টিক ট্র‍্যাকগুলার মধ্যে "নীলিকা" অন্যতম। গল্পকথনটা শুনার সময় একটা নেশা লেগে যায় "আমি মানিব্যাগ থেকে সেই গোলাপটা বের করে দেখছি, প্রানহীন-খটখটে। তুমি কি আমাকে দেখে ফেললে? না-না, তা কি করে হবে! ওটা যখন ভীষন সজীবতায় উপস্থাপন করেছিলাম তোমার সামনে, তখনি তা তোমার চোখ এড়িয়েছিলো"।

শহরতলী ব্যান্ড এ পর্যন্ত চারটা সিঙ্গেল রিলিজ করেছে শহরতলী
সেগুলো হলো-

১. অপর পৃষ্ঠা দ্রষ্টব্য
(১১ অক্টোবর ২০১৩)
২. বরাবর শহরতলী
(৬ ডিসেম্বর ২০১০)
৩. আসাদের খোলা চিঠি
(২০০৭)
৪. ফেলানী(২০১২)

এর মধ্যে "আসাদের খোলা চিঠি" গানটা কম্পাইলেশন অ্যালবাম
"নিয়ন আলোয় স্বাগতম" এ এবং "ফেলানী" গানটা মাস্টারপিস ব্যান্ড মিক্সড এলবাম "হাতিয়ার" এ রিলিজ হয়। যে কম্পাইলেশন অ্যালবাম এ শহরতলী গান রিলিজ করেছিলো।
সেটা হলো

"নিয়ন আলোয় স্বাগতম"
যেখানে শিরোনামহীন ছাড়াও ছিলো
মেঘদল
স্ট্রাইকিং
ডি-মাইনর
শহরতলী
আজব
রোডহাউজ
সর্বদা
বিবর্তন
এবং শহর

এছাড়া শহরতলীর প্রকাশিত চারটি মিউজিক ভিডিও হলোঃ

১. আসাদের খোলা চিঠি
২. গন জোয়াড়
৩. প্রস্থান
৪. সোনালি সেই দিনে

শহরতলী ব্যান্ডের লাইনআপঃ

কিছুদিন আগে ব্যান্ড ছেড়ে দেন ব্যান্ডের অন্যতম প্রিয় ব্যক্তিত্ব গালিব আজিম ভাই।

যিনি বর্তমানে কাজ করছেন তার ব্যান্ড "থিয়েট্রিকাল" এ
প্রথম দিককার মেম্বারদের মধ্যে
বিদ্যুৎ ভাইও ব্যান্ড ছেড়েছেন

শহরতলী ব্যান্ডের বর্তমান লাইনআপঃ

১. মিশু ভাই -ভোকাল/রিদম গিটার

২. সানি ভাই-ড্রামস/সাউন্ড ইঞ্জিনিয়ার

৩. তপন ভাই -লিরিসিস্ট/বেজিস্ট

৪. সৌরভ ভাই -লিড গিটার

৫. সোহাগ ভাই -কবিতা আবৃত্তি

৬. রুপম ভাই -পিয়ানো/কিবোর্ড

শহরতলী ব্যান্ডের অতীতের সদস্যবৃন্দঃ

গালিব আজিম ভাই
বিদ্যুৎ ভাই
& আদর ভাই

বাংলাদেশের ব্যান্ডগুলোর মধ্যে আলোচনার সবচেয়ে বাহিরে থাকা অন্যতম একটি ব্যান্ড শহরতলী
তাদের গানগুলো আমার বা তোমার না "আমাদের" জন্য
সব বয়সী মানুষদের জন্যই।

Post Credit :Mahmud adrian

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।