টি-20 বিশ্বকাপের টুকিটাকি তথ্য গুলো জেনে নিন।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত, সব্বোর্চ রান: 233, তামিম ইকবাল, বাংলাদেশ
সব্বোর্চ উইকেট: 6, পল ভান মেকেরেন, নেদারল্যান্ড

এর আগে টি- 20 বিশ্বকাপ হয়েছে মোট ৫ বার (2007, 2009, 2010, 2012, 2014)
চাম্পিয়ান দল যথাক্রমে : ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েষ্ট-ইন্ডিজ, শ্রীলংকা
রানার্স-আপ দল যথাক্রমে: পাকিস্তান, শ্রীলংকা, অষ্ট্রেলিয়া, শ্রীলংকা, ভারত

দলীয় তথ্য: ---------------------------------

উইনিং পার্সেন্টেজ: 71%, শ্রীলংকাবাংলাদেশ 24% নিয়ে তালিকার 14 নাম্বারে :(
সর্বচ্চ দলীয় রান: 260/6, শ্রীলংকা, 2007 সালে কেনিয়ার বিপক্ষে
বাংলাদেশের 180/2, 2016 সালে ওমানের বিপক্ষে

সর্বনিন্ম দলীয় রান: 29/1, জিম্বাবুয়ে, 2010 সালে শ্রীলংকার বিপক্ষে
বাংলাদেশের 78/1, 2014 সালে আফগানের সাথে

বড় ব্যবধানে জয়ী (আগে ব্যাট করে): 172 রানে, শ্রীলংকা, 2007 সালে কেনিয়ার বিপক্ষে
বাংলাদেশ 115 রানে, 2016 সালে ওমানের বিপক্ষে

বড় ব্যবধানে জয়ী (পরে ব্যাট করে): 10 উইকেটে, অষ্ট্রেলিয়া, 2007 সালে শ্রীলংকার বিপক্ষে
বাংলাদেশ 9 উইকেটে, 2014 সালে আফগানের সাথে

কম ব্যবধানে জয়ী (আগে ব্যাট করে): 1 রানে, শ্রীলংকা, 2009 সালে অষ্ট্রেলিয়ার বিপেক্ষে
বাংলাদেশ 8 রানে, 2016 সালে নেদারল্যা্ন্ডের বিপক্ষে

কম ব্যবধানে জয়ী (পরে ব্যাট করে): 1 উইকেট, নিউজিল্যান্ড, 2009 সালে স্কটল্যান্ডের বিপক্ষে
বাংলাদেশে 3 উইকেট, 2014 সালে নেপালের বিপক্ষে

সবচেয়ে বেশী গড় রান (2 দল মিলে): 418, 2007 সালে ইংল্যান্ড এবং ভারত ম্যচে
2012 সালে বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে 353 রান

সর্বনিন্ম গড় রান (2দল মিলে): 79 রান, 2014 সালে শ্রীলংকা এবং নেদারল্যান্ড ম্যাচে
2014 সালে বাংলাদেশ এবং আফগান ম্যাচে 150 রান

সবচেয়ে বেশী জয়: 22, শ্রীলংকা
বাংলাদেশ 5 জয় (চলমান বিশ্বকাপ বাদে)

সবচেয়ে বেশী হার: 15, বাংলাদেশ
ইংল্যান্ড, নিউজিল্যান্ড 2 দলই 14 টা ম্যাচ হেরেছে।

ব্যাটিং তথ্য:-----------------------

বিশ্বকাপে সবচেয়ে বেশী রান: 1016, মাহেলা জয়বর্ধনে, শ্রীলংকা 
19 ম্যাচে 425 রান নিয়ে তালিকার 24 নাম্বারে আছেন বাংলোদেশের সাকিব আল হাসান

সবচেয়ে বেশী স্ট্রাইক রেট (টুর্নামেন্ট): 150, ইমরান নাজির, পাকিস্তান
129.17 স্ট্রাইক রেট নিয়ে তালিকার 24 নাম্বারে আছেন বাংলোদেশের সাকিব আল হাসান

সবচেয়ে বেশী স্ট্রাইক রেট (ম্যাচ): 414.28, ডুয়েন স্মিথ, ওয়েষ্ট ইন্ডিজ
257.14 স্ট্রাইক রেট নিয়ে তালিকার 12 নাম্বারে আছেন বাংলোদেশের আফতাব আহম্মেদ

ব্যক্তিগত সব্বোর্চ রান: 123, ব্রান্ডন ম্যাককলাম, নিউজিল্যান্ড
84 রান নিয়ে তালিকার 19 নাম্বারে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান

সবচেয়ে বেশী গড়: 88.33, ম্যাথু হেইডেন, অষ্ট্রেলিয়া
30.66 গড় নিয়ে তালিকার 21 নাম্বারে আছেন বাংলাদেশের আনামুল হক

সব্বোর্চ সেঞ্চুরি: মাহেলা জয়বর্ধনে, ক্রিস গেইল, ম্যাককলাম, রায়না, অলেক্স হেল, আহমেদ শেহজাদ, (1 টা) চলতি বিশ্বকাপে তামিম ইকবাল ও সেঞ্চুরি করেছেন।

সব্বোর্চ ফিফটি: 7, ক্রিস গেইল, ওয়েষ্ট ইন্ডিজ
2 টি ফিফটি নিয়ে তালিকার 28 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

সবচেয়ে বেশী ছক্কা (মোট): 49, ক্রিস গেইল, ওয়েষ্ট ইন্ডিজ
15 টি ছক্কা নিয়ে তালিকার 20 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

এক ইনিংসে বেশী ছক্কা: 10, ক্রিস গেইল, ওয়েষ্ট ইন্ডিজ
4 ছক্কা নিয়ে তালিকার 37 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

সবচেয়ে বেশী চার (মোট): 111, মাহেলা জয়বর্ধনে, শ্রীলংকা 
38 টি চার নিয়ে তালিকার 19 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

এক ইনিংসে বেশী চার: 14, হার্শেল গিবস, সাউথ আফ্রিকা
11 চার নিয়ে তালিকার 11 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

বোলিং তথ্য:------------------------

বিশ্বকাপে সবচেয়ে বেশী উইকেট: 38, লাথিস মালিঙ্গা, শ্রীলংকা
16 উইকেট নিয়ে তালিকার 16 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

বেস্ট ইকনোমি (টুর্নামেন্ট): 5.83, ড্যােনিয়েল ভিটরি, নিউজিল্যান্ড
6.31 ইকনোমি নিয়ে তালিকার 3 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

বেস্ট ইকনোমি (ম্যাচ): 0.00 , নুয়ান কুলেসেকারা, শ্রীলংকা (24 মার্চ 2014 নেদারল্যান্ডের বিপক্ষে 2 ওভার বল করে কোন রান না দিয়ে 1 উইকেট নিয়েছিলেন)
2.00 ইকনোমি নিয়ে তালিকার 9 নাম্বারে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ

বে্স্ট বলিং ফিগার: 6/8, অজান্তা মেন্ডিস, শ্রীলংকা
4/34 নিয়ে তালিকার 36 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

বেস্ট এস্ট্রাইকস রেট (টুর্নামেন্ট): 13.45, অজান্তা মেন্ডিস, শ্রীলংকা
22.93 এস্ট্রাইকস রেট নিয়ে তালিকার 17 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

বেস্ট এস্ট্রাইকস রেট (ম্যাচ): 3.00, কাইরন পোলার্ড, ওয়েষ্ট ইন্ডিজ
6.00 এস্ট্রাইকস রেট নিয়ে তালিকার 35 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

বেস্ট এভারেজ: 15.02, অজান্তা মেন্ডিস, শ্রীলংকা
24.12 এভারেজ নিয়ে 15 নাম্বারে বাংলাদেশের সাকিব আল হাসান

সর্বচ্চ বার চার উইকেট: 3, সাইদ আজমল, পাকিস্তান
1 বার নিয়েছেন সাকিব আল হাসান

5 উইকেট: 1, অজা্ন্তা মেন্ডিস, উমর গুল, হেরাথ, আহসান মালিক, মালিঙ্গা,
বাংলাদেশের কেউ নেই

মেডেন ওভার (টুর্নামেন্ট): 4, হারভাজন সিং, ভারত
1 ওভার মেডেন নিয়ে তালিকার 13 নাম্বারে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।