বাংলাদশের জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড গুলোর মধ্যে ওরাটর ব্যান্ড অন্যতম।

বাংলাদেশের এক্সট্রিম আন্ডারগ্রাউন্ড ব্যান্ড গুলো নিয়ে যদি একটা তালিকা করা হয় তাহলে সর্বপ্রথম যে ব্যান্ড এর নাম আসবে সেটি হল মাইটি Orator - ওরাটর।
ওরাটর কে সবাই মাইটি বলেই সম্বোধন করে।

পূর্বের জনপ্রিয় ব্ল্যাক/ডেথ মেটাল ব্যান্ড Barzak - বারযাক থেকেই মূলত ওরাটর এর জন্ম।Barzak - বারযাক ভেঙে ব্যান্ড এর পরবর্তী নামকরণ করা হয় Orator -ওরাটর এবং
লাইনআপ, জন্রা,লিরিকের বিষয়বস্তু ও পরিবর্তন করা হয়।

Band : Orator (ex Barzak)
Genre : Death/Thrash Metal
Origin : Dhaka,Bangladesh
Formed Year : 2008
Status : Active
Year Active : 2008-2017

Lyrical Theme : Heresy , Destruction , Nothingness (new) , Qliphoth/Tantric occult (old)

Band Members
  • Vocals + Guitars :Amit Sanyal "Skullbearer"
  • Bassist :Amitav Swapnil "Furywraith" (Warhound)
  • Drums : Shah Zawad Mahmud (Infuscation,Burial Dust)
  • Past Members
  • Drums : Mephistopheles Warmonger - (2010-2016)
  • Drums : Daarbesh (Nahid) (2008-2010)
  • Bass : Vitra Ahi (2008-2015)
  • Guitars : Re-animator (2014)

মাঝের কিছু সময় তারা ইনেক্টিভ ছিল পরবর্তী তে ওরাটর নতুন লাইনআপে আবার কামব্যাক করে।ওরাটর বাংলাদেশের প্রথম ব্যান্ড যারা কিনা তাদের ডেব্যু শো সর্বপ্রথম দেশের বাহিরে করেছিল।২০১০ সালে ওরাটর তাদের প্রথম শো ব্যাংকক,থাইল্যান্ড এর রক পাব নামক স্থানে করেছিল।ব্যান্ড গঠন করার পর ব্যান্ড এর প্রথম শো দেশের বাহিরে করতে গেছে এমন ব্যান্ড বাংলাদেশে ওরাটর ব্যাতিত দ্বিতীয় আর কোন ব্যান্ড আছে বলে আমার মনে হয় না।

অনেকেই আছেন ওরাটর কে বিদেশী ব্যান্ড বলেই মনে করেন।এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা।ওরাটর আমাদের বাংলাদেশের ই ব্যান্ড।বাংলাদেশের গর্ব।
বাংলাদেশের মোস্ট এক্সট্রিম ব্যান্ড গুলোর মদ্ধে ওরাটর অন্যতম।দেশীয় অনেক ব্যান্ড এর বারযাক-ওরাটর ইনফ্লুয়েন্স হিসেবে তাদের অবদান রয়েছে।শুধু তাই নয় তারা ইন্ডিয়ায় Bangalore Open Air 2015 এ Napalm Death , Inquisition এবং Belphegor এর সাথে একই স্টেজে পারফর্ম করে বাংলাদেশের এক্সট্রিম সিন কতটা উন্নত এবং শক্তিশালী তা প্রমাণ করে এসেছে।

ড্রামার প্রসংজ্ঞ :

Mephistopheles Warmonger - Partho Saha যিনি এশিয়ার অন্যতম সেরা ড্রামার বলে সবার কাছে পরিচিত।তিনি দীর্ঘ ৬ বছর (২০১০-২০১৬) ওরাটরে ড্রামার হিসেবে নিযুক্ত ছিলেন।পরবর্তীতে ব্যাক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে লিভ নেন এবং তার পরবর্তী তে রিপ্লেসমেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় Shah Zawad Mahmud (Infuscation,Burial Dust) যিনি একাধারে এই ২টি ব্যান্ডে ড্রামার হিসেবে আছেন।

Mephistopheles Warmonger ওরাটরে থাকাকালীন একটি ইপি,একটি লাইভ এলবাম এবং একটি ফুল লেংথ স্টুডিও এলবামে কাজ করেছেন।

Mephistopheles Wormonger শুধু Orator নয় দেশের আরো কিছু সেরা সেরা ব্যান্ডে ড্রামার হিসেবে নিযুক্ত ছিলেন:-

ex Jahiliyyah, ex Chromatic Massacre, ex Orator এবং বর্তমানে ডেথ মেটাল ব্যান্ড Warhound এবং Nekrohowl ব্যান্ডে ড্রামার হিসেবে তার দায়িত্ব পালন করছেন।এই ব্যান্ড গুলোতে তার ড্রামস প্লেয়িং শুনলে বুঝতে পারবেন তাকে কেন এশিয়ার অন্যতম সেরা ড্রামার বলা হয়।

রিলিজ প্রসংজ্ঞ:
২০১০ সালে ওরাটর তাদের প্রথম ইপি (EP) "Dominion of Avyktam" Legion of Death (France) রেকর্ড লেবেল থেকে ইপি টি রিলিজ দেয়।

ডিস্কোগ্রাফি:
  • Dominion of Avyktam (EP) - 2010
  • Live Crematorations (Demo) - 2011
  • Kapalgnosis (Full Length) - 2013
  • Gnosis Stained Khadga - Live in Kualalumpur (Live album) - 2014

সম্ভবত আগামী বছর তারা তাদের ২য় ইপি রিলিজ দিতে যাচ্ছে।
ওরাটর দেশে এবং দেশের বাহিরে বেশ কিছু শো তে পারফর্ম করেছে তাদের মদ্ধে উল্লেখযোগ্য কয়েকটি শো এর তালিকা দেয়া হল।
  • In Leage with the Legion of Death (Bangkok,Thailand 2010)
  • Trendslaughter Fest 1 (Bangalore,India 2011)
  • Siamese True Metal Fest (Bangkok,Thailand,December 2012)
  • Pictavian Invasion over Malaysia (Kualalumpur,Malaysia,May 2013)
  • Scream from the Morgue 1 (Singapore,Thailand 2014)
  • Bangalore Open Air 2015 (Bangalore,India,June 2015)
  • Metal Morgue1/2,Banish the Poser Fest ,Wicked Resurgence Fest,Dominion through Obscurity,Noize Fest Open Air,East Bengal Onslaught,Epitome of Morbid(Nekrohowl EP launching gig)


POST CRedit :Amjad Hossain Adeeb

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।