সাউথের সব জনরার বেষ্ট মুভি কালেকশনগুলো জানতে অবশ্যই পড়ুন
একটা সময় ছিল যখন সাউথ ইন্ডিয়ান মুভির কথা শুনলেই চোখের সামনে ভেসে উঠতো সাদা লুঙ্গি পড়া, বিরাট বিরাট গোঁফওয়ালা + ভুঁড়িওয়ালা লোকদের মারামারি, কোপাকুপি । :P কিন্তু এখন সাউথ ইন্ডিয়ান মুভির কথা শুনলেই ইউনিক কোন প্লটের কথা মাথায় এসে পরে । কেননা সত্যি বলতে কি সাউথের অনেক মুভিই এখন বলিউডের মুভির চেয়ে ভিন্ন মাত্রার হয় এবং ভালোও হয় । এই কারণেই এখন এই মুভির দর্শক অনেক অনেক বেড়েছে । এছাড়া যারা সাউথের মুভি দেখেনা তারাও মাঝে মাঝে নির্দিষ্ট কিছু মুভি দেখার জন্য ইচ্ছা-পোষণ করেন । তাই সবার জন্য সাউথের সব জেনরের সেরা কিছু মুভির একটি ডক তৈরি করলাম । :)এই ডকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে - এই ডকের মুভি গুলো একদম পারফেক্ট জেনর অনুযায়ী আছে । রোমান্টিক কোন মুভি অ্যাকশন জেনরে নাই, রোমান্টিক জেনরেই আছে, তেমনি অ্যাকশন মুভি গুলোও নির্দিষ্ট জেনরেই আছে ।।*** বেশীরভাগ মুভির ডাউনলোড লিঙ্ক টরেন্টে দেওয়া হয়েছে যেগুলো আরও অনেকদিন জীবিত থাকবে, কিছু Youtube এ দেওয়া হয়েছে কেননা এই মুভিগুলোর টরেন্ট বা ডাইরেক্ট লিঙ্ক নেই আর অল্প কিছু দেওয়া হয়েছে ডাইরেক্ট লিঙ্কে । আর হ্যাঁ, লিঙ্কের সাথে সবগুলি মুভির ইংলিশ সাব দেওয়া আছে এবং আরে...