ভাঙ্গা গড়ার মাঝেও সফলতার সাথে এগিয়ে যাওয়া ব্যান্ড হচ্ছে ওয়ারফেজ ,তাদের অজানা সকল তথ্য জানুন ।
আজ আপনাদের সাথে আজ পরিচয় করিয়ে দিবো এমন একটি ব্যান্ড এর সাথে যে ব্যান্ড এর নাম শুনলেই শরীর তা কেমন যেন একটু আঁতকে উঠে। এই ব্যান্ডটার জন্ম হয়েছে হয়তো ভাঙ্গা গড়ার জন্যই। কি চিন্তা করেন ? ভাঙ্গা গড়ার জন্য একটা ব্যান্ড আবার কিভাবে তৈরী হয় এইটাই ভাবছেন তো। একটু কষ্ট করে পড়তে থাকুন।
এই ব্যান্ডটির ইতিহাস সমন্ধে জানার পর সব ক্ষেত্রে অকৃতকার্য একজন মানুষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।সে এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবে যে সে আর জীবনে কখন কোনো কাজে বা বিষয়ে হাল ছাড়বে না। সাফল্যের আশা নিয়ে এগিয়ে যাবে বহুদূর।
এই ব্যান্ডটির ইতিহাস যদি ফলো করে কেউ সামনে এগিয়ে যায় তাহলে সেই সব সময় বিশ্বাস করবে জীবনে কখনো হাল ছাড়া যাবে না। যত ঝড় ঝাপটাই আসুক না কেন ব্যান্ডটি কখনো পিছু পা হয় নি আর কখনো হয়তো হবে ও না। কি এখন হয়তো বুজে গিয়েছেন কোন ব্যান্ডের কথা বলছি।
হ্যা আপনি ঠিক ধারণা করেছেন আমি বলছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর কথা। ওয়ারফেজ ব্যান্ডটি হচ্ছে হেভি মেটাল,হার্ড রক এবং প্রগ্রেসিভ রক ধাঁচের একটি ব্যান্ড। ওয়ারফেজ ব্যান্ডটি যাত্রা শুরু করে ১৯৮৪ সালের দিকে।
সেই যাত্রা শুরু এর পর থেকে এখন পর্যন্ত অনেক ঝড় ঝাপটা অতিক্রম করতে হয়েছে ওয়ারফেজ ব্যান্ডকে। কিন্তু শত ঝড় ঝাপটা অতিক্রম করার পর ও যাত্রা শুরু করার পর থাকে এখন পর্যন্ত জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে এই ব্যান্ডটি। হয়তো একটু ভুল হচ্ছে আগের তুলোনী এখন হয়তো ওয়ারফেজের জনপ্রিয়তা বহুগুন বেশি বলাটাই উচিত। কারণ এই ব্যান্ডটি বর্তমানে তুমুল জনপ্রিয় একটি ব্যান্ড।
ওয়ারফেজ ব্যান্ডের বর্তমান লাইন আপ -
১-ইব্রাহীম আহমেদ কমল (লিড গীটার)
২- শেখ মনিরুল আলম টিপু (ড্রামস এন্ড পারকিউশন)
৩-শামস মনসুর গনি (কিবোর্ড)
৪-নাঈম হক রজার (বেজ)
৫-পলাশ নুর (ভোকাল)
৬-সামির হাফিজ (গীটার)
বর্তমানে এই লাইনআপ ছাড়া ও বাংলাদেশের অনেক নামিদামি লিজেন্ডরা আশা যাওয়া করেছেন ব্যান্ডটিতে। এই ব্যান্ডটি হয়তো জন্মই হয়েছে লিজেন্ড তৈরী করার জন্য।কারণ তা হচ্ছে বর্তমানে বহু নাম করা শিল্পীরা ছিলেন এই ব্যান্ডে। আর এই ব্যান্ড থেকে নিজের নামের পাশে নিয়ে গিয়েছেন লিজেন্ড এর খেতাব।
এই ব্যান্ডের সব থেকে মজার ব্যাপার হলো ওয়ারফেজের প্রথম লাইনআপে কমল ছিলেন বেজ গিটারিস্ট। এই ব্যান্ড যাত্রা শুরুর সময় যে লাইনআপ ছিল তা হলো :
ওয়ারফেজ ব্যান্ডের সর্বপ্রথম লাইনআপ :
বাপ্পি - (ভোকাল)
হেলাল - (ড্রামস)
মীর - (লিড গীটার)
নাঈমুর - (রিদম গীটার)
কমল - (বেজ)
তবে এই লাইনআপ নিয়ে ওয়ারফেজ যাত্রা শুরু করলেও লাইন আপটি খুব বেশিদিন টিকে নি।খুব দ্রুতই ভেঙ্গে যায় ব্যান্ডের এই লাইনআপটি।
ওয়ারফেজ তাদের প্রথম অ্যালবাম রিলিজ করে ১৯৯১ সালের ২৮ জুন।তাদের প্রথম অ্যালবাম এর নাম ছিল তাদের ব্যান্ডের নামের সাথে মিল রেখে এলবামটি রিলিজ করে। তাদের ওয়ারফেজ অ্যালবাম টি অনেক জনপ্রিয়তা লাভ করে। ওয়ারফেজ এর প্রথম অ্যালবাম রিলিজ এর সময় তাদের লাইনআপ ছিল ঠিক এই রকম
১- সঞ্জয় (ভোকাল)
২- কমল (লিড গীটার)
৩- বাবনা (বেজ এন্ড ব্যাক ভোকাল)
৪- রাসেল (কিবোর্ড এন্ড লিড গীটার)
৫- টিপু (ড্রামস)
এই লাইনআপ দিয়ে ওয়ারফেজ তাদের প্রথম অ্যালবাম রিলিজ করে। তাদের প্রথম অ্যালবাম টি খুব ভালো সারা সৃষ্টি করে রক এবং মেটাল গানের ভক্তদের কাছে। ওয়ারফেজ ব্যান্ডের এই লাইনআপ ছিল ওয়ারফেজ এর সব থেকে সেরা লাইনআপ। এই লাইনআপ তুমুল ভাবে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ ব্যান্ড জগতে দুইটি অ্যালবাম বাহির করে। যার প্রতিটি গান ছিল খুবই অর্থবহ। যা ভক্তদের মন ছুঁয়ে গিয়েছিলো খুবই সহজে। ওয়ারফেজ ব্যান্ড তাদের এই লাইন আপ নিয়ে ২ টি অ্যালবাম রিলিজ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম ছিল অবাক ভালবাসা। এই অ্যালবাম টি ওয়ারফেজ বাজারে রিলিজ করা ৫ সেপ্টেম্বর, ১৯৯৪। এই অ্যালবাম টি ও তুমুল জনপ্রিয়তা লাভ করে। এবং ওয়ারফেজ ব্যান্ড ও বাংলাদেশ এর ব্যান্ড জগতে পরিচিত ব্যান্ড হিসেবে গড়ে উঠতে থাকে। তার পর ওয়াফেজ ব্যান্ড তাদের নতুন অ্যালবাম বাহির করে ২ বছর পর ৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে তখন তাদের নতুন লাইন আপ নিয়ে এই অ্যালবাম টি রিলিজ করে।তাদের অ্যালবাম টির নাম ছিল জীবনধারা। এই অ্যালবাম টি ও বাজারে ভালো চলে এবং জনপ্রিয়তা লাভ করে।
তারপর ব্যান্ডটি তাদের বর্তমান অ্যালবাম টি ভাল জনপ্রিয় তা লাভ করায় তাদের তাদের আরো একটি নতুন অ্যালবাম রিলিজ করে ১ বছর পর ২ এপ্রিল, ১৯৯৮ সালে ,সেই অ্যালবাম টির নাম ছিল অসামাজিক। তারপর ব্যান্ডটি দীর্ঘ তিন বছর বিরতি নিয়ে ২০০১ সালে আলো অ্যালবাম টি বাজারে রিলিজ করে। তাদের এই অ্যালবাম টি ও ভালো জনপ্রিয়তা পায়। তার এই অ্যালবাম এর ধারাবাহিকতায় ২০০৩ সালে তারা মহারাজ অ্যালবাম টি বাহির করে। এই অ্যালবাম এর প্রায় সব গান গুলো অনেক জনপ্রিয়তা লাভ করে। তার পর তাদের সর্বশেষ অ্যালবাম সত্য ২০১২ সালে রিলিজ করে। এই অ্যালবাম টি ও অনেক ভালো চলে বাজারে। তার পর ওয়ারফেজ একটি রিমেক অ্যালবাম বাহির করে যার নাম ছিল পথচলা। এই অ্যালবাম টি তে দুটি নতুন গান ছিল। সেই গান দুইটি হলো
**তোমাকে
** অমানুষ
ওয়ারফেজ ব্যান্ড বহুবার লাইনআপ পরিবর্তন হয়েছে। এক কথায় বলা যায় এই ব্যান্ডটি চলার পথে শুধু বাধার পর বাধা এসেছে। এই ওয়ারফেজ ব্যান্ডে যোগ দিয়েছে অনেক জনই। তবে অনেকেই বেশি দিন থাকেন নি ব্যান্ড এর সাথে। চলে গিয়েছে ব্যান্ড ছেড়ে।
ওয়ারফেজে এই পর্যন্ত যত মেম্বার ছিল তাদের তালিকা দেয়া হলো :
১- সঞ্জয় (ভোকাল)
২- কমল (লিড গীটার)
৩- বাবনা (বেজ এন্ড ব্যাক ভোকাল)
৪- রাসেল (কিবোর্ড এন্ড লিড গীটার)
৫- টিপু (ড্রামস)
৬-বাপ্পি - (ভোকাল)
৭-হেলাল - (ড্রামস)
৮-মীর - (লিড গীটার)
৯-নাঈমুর - (রিদম গীটার)
১০-সঞ্জয় (ভোকাল)
১১-বেজবাবা সুমন (বেজ এন্ড ভোকাল)
১২-ফুয়াদ ইবনে রাব্বি (কিবোর্ড এন্ড গীটার)
১৩-ইকবাল আসিফ জুয়েল (গীটার এন্ড ভোকাল)
১৪-বালাম (গীটার এন্ড ভোকাল)
১৫-বিজু (বেজ)
১৬-সেজান (বেজ)
১৭-সাজ্জাদ আরেফিন (গীটার)
১৮-অনি হাসান (গীটার)
১৯- রোমেল আলি (কিবোর্ড)
২০-মিজান রাহমান মিজান (ভোকাল)
২১-শামস মনসুর গনি (কিবোর্ড)
২২-নাঈম হক রজার (বেজ)
২৩-পলাশ নুর (ভোকাল)
২৪-সামির হাফিজ (গীটার)
ওয়ারফেজে এছাড়া নিযুক্ত ছিলেন কিছু গেস্ট মেম্বার তাদের তালিকা দেয়া হলো :
১- কাজি ফয়সাল আহমেদ (গীটার)
২- চৌধুরী ফজলে সাকিব (ভোকাল)
৩- জামশেদ চৌধুরী (ভোকাল)
৪- রায়েফ আল হাসান রাফা (ভোকাল)
৫- ফারুক হোসেইন (গীটার)
৬- মাহিম সম্রাট (গীটার)
এত বাধা বিপত্তির মধ্যে ও ওয়ারফেজ ব্যান্ডটি এগিয়ে চলছে বেশ জনপ্রিয়তার সাথেই। আর তাদের ব্যান্ড গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভক্তদের উপহার দিয়েছে ৭ টি অ্যালবাম। যার প্রত্যেকটি অ্যালবাম ছিল সুপার হিট। প্রত্যেক অ্যালবাম রিলিজ এর সময়ে অনেক বেশি জনপ্রিয়তা পায়। তারা সামনে আরো অনেক পথ পারি দিবে এইটাই কাম্য।
ওয়ারফেজ ব্যান্ডের রিলিজ হওয়া ৭ টি অ্যালবাম এর তালিকা দেয়া হলো :
১- ওয়ারফেজ (১৯৯১)
২- অবাক ভালোবাসা (১৯৯৪)
৩- জীবন ধারা (১৯৯৭)
৪- অসামাজিক (১৯৯৮)
৫- আলো (২০০১)
৬- মহারাজ (২০০৩)
৭- সত্য (২০১২)
ওয়ারফেজের জনপ্রিয় গান কিছু তালিকা দেয়া হলো
এই ব্যান্ডটির ইতিহাস সমন্ধে জানার পর সব ক্ষেত্রে অকৃতকার্য একজন মানুষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।সে এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবে যে সে আর জীবনে কখন কোনো কাজে বা বিষয়ে হাল ছাড়বে না। সাফল্যের আশা নিয়ে এগিয়ে যাবে বহুদূর।
এই ব্যান্ডটির ইতিহাস যদি ফলো করে কেউ সামনে এগিয়ে যায় তাহলে সেই সব সময় বিশ্বাস করবে জীবনে কখনো হাল ছাড়া যাবে না। যত ঝড় ঝাপটাই আসুক না কেন ব্যান্ডটি কখনো পিছু পা হয় নি আর কখনো হয়তো হবে ও না। কি এখন হয়তো বুজে গিয়েছেন কোন ব্যান্ডের কথা বলছি।
হ্যা আপনি ঠিক ধারণা করেছেন আমি বলছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর কথা। ওয়ারফেজ ব্যান্ডটি হচ্ছে হেভি মেটাল,হার্ড রক এবং প্রগ্রেসিভ রক ধাঁচের একটি ব্যান্ড। ওয়ারফেজ ব্যান্ডটি যাত্রা শুরু করে ১৯৮৪ সালের দিকে।
সেই যাত্রা শুরু এর পর থেকে এখন পর্যন্ত অনেক ঝড় ঝাপটা অতিক্রম করতে হয়েছে ওয়ারফেজ ব্যান্ডকে। কিন্তু শত ঝড় ঝাপটা অতিক্রম করার পর ও যাত্রা শুরু করার পর থাকে এখন পর্যন্ত জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে এই ব্যান্ডটি। হয়তো একটু ভুল হচ্ছে আগের তুলোনী এখন হয়তো ওয়ারফেজের জনপ্রিয়তা বহুগুন বেশি বলাটাই উচিত। কারণ এই ব্যান্ডটি বর্তমানে তুমুল জনপ্রিয় একটি ব্যান্ড।
ওয়ারফেজ ব্যান্ডের বর্তমান লাইন আপ -
১-ইব্রাহীম আহমেদ কমল (লিড গীটার)
২- শেখ মনিরুল আলম টিপু (ড্রামস এন্ড পারকিউশন)
৩-শামস মনসুর গনি (কিবোর্ড)
৪-নাঈম হক রজার (বেজ)
৫-পলাশ নুর (ভোকাল)
৬-সামির হাফিজ (গীটার)
বর্তমানে এই লাইনআপ ছাড়া ও বাংলাদেশের অনেক নামিদামি লিজেন্ডরা আশা যাওয়া করেছেন ব্যান্ডটিতে। এই ব্যান্ডটি হয়তো জন্মই হয়েছে লিজেন্ড তৈরী করার জন্য।কারণ তা হচ্ছে বর্তমানে বহু নাম করা শিল্পীরা ছিলেন এই ব্যান্ডে। আর এই ব্যান্ড থেকে নিজের নামের পাশে নিয়ে গিয়েছেন লিজেন্ড এর খেতাব।
এই ব্যান্ডের সব থেকে মজার ব্যাপার হলো ওয়ারফেজের প্রথম লাইনআপে কমল ছিলেন বেজ গিটারিস্ট। এই ব্যান্ড যাত্রা শুরুর সময় যে লাইনআপ ছিল তা হলো :
ওয়ারফেজ ব্যান্ডের সর্বপ্রথম লাইনআপ :
বাপ্পি - (ভোকাল)
হেলাল - (ড্রামস)
মীর - (লিড গীটার)
নাঈমুর - (রিদম গীটার)
কমল - (বেজ)
তবে এই লাইনআপ নিয়ে ওয়ারফেজ যাত্রা শুরু করলেও লাইন আপটি খুব বেশিদিন টিকে নি।খুব দ্রুতই ভেঙ্গে যায় ব্যান্ডের এই লাইনআপটি।
ওয়ারফেজ তাদের প্রথম অ্যালবাম রিলিজ করে ১৯৯১ সালের ২৮ জুন।তাদের প্রথম অ্যালবাম এর নাম ছিল তাদের ব্যান্ডের নামের সাথে মিল রেখে এলবামটি রিলিজ করে। তাদের ওয়ারফেজ অ্যালবাম টি অনেক জনপ্রিয়তা লাভ করে। ওয়ারফেজ এর প্রথম অ্যালবাম রিলিজ এর সময় তাদের লাইনআপ ছিল ঠিক এই রকম
১- সঞ্জয় (ভোকাল)
২- কমল (লিড গীটার)
৩- বাবনা (বেজ এন্ড ব্যাক ভোকাল)
৪- রাসেল (কিবোর্ড এন্ড লিড গীটার)
৫- টিপু (ড্রামস)
এই লাইনআপ দিয়ে ওয়ারফেজ তাদের প্রথম অ্যালবাম রিলিজ করে। তাদের প্রথম অ্যালবাম টি খুব ভালো সারা সৃষ্টি করে রক এবং মেটাল গানের ভক্তদের কাছে। ওয়ারফেজ ব্যান্ডের এই লাইনআপ ছিল ওয়ারফেজ এর সব থেকে সেরা লাইনআপ। এই লাইনআপ তুমুল ভাবে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ ব্যান্ড জগতে দুইটি অ্যালবাম বাহির করে। যার প্রতিটি গান ছিল খুবই অর্থবহ। যা ভক্তদের মন ছুঁয়ে গিয়েছিলো খুবই সহজে। ওয়ারফেজ ব্যান্ড তাদের এই লাইন আপ নিয়ে ২ টি অ্যালবাম রিলিজ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম ছিল অবাক ভালবাসা। এই অ্যালবাম টি ওয়ারফেজ বাজারে রিলিজ করা ৫ সেপ্টেম্বর, ১৯৯৪। এই অ্যালবাম টি ও তুমুল জনপ্রিয়তা লাভ করে। এবং ওয়ারফেজ ব্যান্ড ও বাংলাদেশ এর ব্যান্ড জগতে পরিচিত ব্যান্ড হিসেবে গড়ে উঠতে থাকে। তার পর ওয়াফেজ ব্যান্ড তাদের নতুন অ্যালবাম বাহির করে ২ বছর পর ৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালে তখন তাদের নতুন লাইন আপ নিয়ে এই অ্যালবাম টি রিলিজ করে।তাদের অ্যালবাম টির নাম ছিল জীবনধারা। এই অ্যালবাম টি ও বাজারে ভালো চলে এবং জনপ্রিয়তা লাভ করে।
তারপর ব্যান্ডটি তাদের বর্তমান অ্যালবাম টি ভাল জনপ্রিয় তা লাভ করায় তাদের তাদের আরো একটি নতুন অ্যালবাম রিলিজ করে ১ বছর পর ২ এপ্রিল, ১৯৯৮ সালে ,সেই অ্যালবাম টির নাম ছিল অসামাজিক। তারপর ব্যান্ডটি দীর্ঘ তিন বছর বিরতি নিয়ে ২০০১ সালে আলো অ্যালবাম টি বাজারে রিলিজ করে। তাদের এই অ্যালবাম টি ও ভালো জনপ্রিয়তা পায়। তার এই অ্যালবাম এর ধারাবাহিকতায় ২০০৩ সালে তারা মহারাজ অ্যালবাম টি বাহির করে। এই অ্যালবাম এর প্রায় সব গান গুলো অনেক জনপ্রিয়তা লাভ করে। তার পর তাদের সর্বশেষ অ্যালবাম সত্য ২০১২ সালে রিলিজ করে। এই অ্যালবাম টি ও অনেক ভালো চলে বাজারে। তার পর ওয়ারফেজ একটি রিমেক অ্যালবাম বাহির করে যার নাম ছিল পথচলা। এই অ্যালবাম টি তে দুটি নতুন গান ছিল। সেই গান দুইটি হলো
**তোমাকে
** অমানুষ
ওয়ারফেজ ব্যান্ড বহুবার লাইনআপ পরিবর্তন হয়েছে। এক কথায় বলা যায় এই ব্যান্ডটি চলার পথে শুধু বাধার পর বাধা এসেছে। এই ওয়ারফেজ ব্যান্ডে যোগ দিয়েছে অনেক জনই। তবে অনেকেই বেশি দিন থাকেন নি ব্যান্ড এর সাথে। চলে গিয়েছে ব্যান্ড ছেড়ে।
ওয়ারফেজে এই পর্যন্ত যত মেম্বার ছিল তাদের তালিকা দেয়া হলো :
১- সঞ্জয় (ভোকাল)
২- কমল (লিড গীটার)
৩- বাবনা (বেজ এন্ড ব্যাক ভোকাল)
৪- রাসেল (কিবোর্ড এন্ড লিড গীটার)
৫- টিপু (ড্রামস)
৬-বাপ্পি - (ভোকাল)
৭-হেলাল - (ড্রামস)
৮-মীর - (লিড গীটার)
৯-নাঈমুর - (রিদম গীটার)
১০-সঞ্জয় (ভোকাল)
১১-বেজবাবা সুমন (বেজ এন্ড ভোকাল)
১২-ফুয়াদ ইবনে রাব্বি (কিবোর্ড এন্ড গীটার)
১৩-ইকবাল আসিফ জুয়েল (গীটার এন্ড ভোকাল)
১৪-বালাম (গীটার এন্ড ভোকাল)
১৫-বিজু (বেজ)
১৬-সেজান (বেজ)
১৭-সাজ্জাদ আরেফিন (গীটার)
১৮-অনি হাসান (গীটার)
১৯- রোমেল আলি (কিবোর্ড)
২০-মিজান রাহমান মিজান (ভোকাল)
২১-শামস মনসুর গনি (কিবোর্ড)
২২-নাঈম হক রজার (বেজ)
২৩-পলাশ নুর (ভোকাল)
২৪-সামির হাফিজ (গীটার)
ওয়ারফেজে এছাড়া নিযুক্ত ছিলেন কিছু গেস্ট মেম্বার তাদের তালিকা দেয়া হলো :
১- কাজি ফয়সাল আহমেদ (গীটার)
২- চৌধুরী ফজলে সাকিব (ভোকাল)
৩- জামশেদ চৌধুরী (ভোকাল)
৪- রায়েফ আল হাসান রাফা (ভোকাল)
৫- ফারুক হোসেইন (গীটার)
৬- মাহিম সম্রাট (গীটার)
এত বাধা বিপত্তির মধ্যে ও ওয়ারফেজ ব্যান্ডটি এগিয়ে চলছে বেশ জনপ্রিয়তার সাথেই। আর তাদের ব্যান্ড গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভক্তদের উপহার দিয়েছে ৭ টি অ্যালবাম। যার প্রত্যেকটি অ্যালবাম ছিল সুপার হিট। প্রত্যেক অ্যালবাম রিলিজ এর সময়ে অনেক বেশি জনপ্রিয়তা পায়। তারা সামনে আরো অনেক পথ পারি দিবে এইটাই কাম্য।
ওয়ারফেজ ব্যান্ডের রিলিজ হওয়া ৭ টি অ্যালবাম এর তালিকা দেয়া হলো :
১- ওয়ারফেজ (১৯৯১)
২- অবাক ভালোবাসা (১৯৯৪)
৩- জীবন ধারা (১৯৯৭)
৪- অসামাজিক (১৯৯৮)
৫- আলো (২০০১)
৬- মহারাজ (২০০৩)
৭- সত্য (২০১২)
ওয়ারফেজের জনপ্রিয় গান কিছু তালিকা দেয়া হলো
১. মহারাজ
২. জীবন ধারা
৩. নেই তুমি
৪. অবাক ভালোবাসা
৫. হতাশা
৬. বসে আছি
৭. তোমাকে
৮. বৃষ্টি নেমেছে
৯. অসামাজিক
১০. বিচ্ছিন্ন আবেগ
১১. যত দূরে
১২. একটি ছেলে
১৩. মনে পরে
১৪. আলো
১৫. নেই প্রয়োজন
১৬. পূর্ণতা
১৭. আশা
১৮. রাত্রি
১৯. না
২০. কৈশোরে
২১.স্বাধিকার
২২. আগামী
২৩. রুপকথা
২৪. স্বত্ব
২৫. বসে আছি
২৬. শেষ প্রহর
২৭. প্রতীক্ষা
২৮. পথচলা
২৯. বেওয়ারিশ
৩০. বসে আছি
৩১. ধূসর মানচিত্র
৩২. ধূপছায়া
৩৩. যখন
৩৪. মৌনতা
৩৫. সাধিকের
৩৬. যেদিন
৩৭. জীবন ধারা
৩৮. তোমাকে
৩৯. নির্বাসন
৪০. প্রজন্ম
৪১. বৃষ্টি
৪২. জনস্রোত
৪৩. অবাক ভালোবাসা
৪৪. যত দূরেই
৪৫. বন্ধু
৪৬. জননী
Comments
Post a Comment