তারুণ্যের উন্মাদনার আরেক নাম নেমেসিস।ব্যান্ডের অজানা তথ্যগুলো গুলো জানতে অবশ্যই পড়ুন।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এবং বাংলাদেশের অগণিত রক শ্রোতাদের নিকট অতি পরিচিত একটি ব্যান্ড হচ্ছে নেমেসিস। নেমেসিস এমন একটি ব্যান্ড যে ব্যান্ড সকল ভক্ত ও শ্রোতার হৃদয়ে বিচরণ করে।নেমেসিস এর অসাধারণ সকল সৃষ্টি দিয়ে দিনের পর দিন শ্রোতা ও ভক্তদের মাতিয়ে চলেছেন।অলটারনেটিভ রক ব্যান্ড নেমেসিস গঠিত হয় ১৯৯৯ সালের গ্রীষ্মের সময়। সেই সময় নেমেসিস ব্যান্ডের সদস্যরা সবেমাত্র বিদ্যালয় এর গন্ডি পার হয়েছে। ১৯৯৯ সালের দিকে বিদ্যালয় শেষ করা তিন বন্ধু সাবের, মাহের খান ও ইয়ার মাইল এই নেমেসিস ব্যান্ডটি গঠন করে। তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাদের ব্যান্ডকে অল্টারনেটিভ রক ধাঁচের ব্যান্ডে পরিণত করে। তাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন হবার ফলে তাদের হাতে উপযুক্ত সময় ছিল ব্যান্ডের পিছনে ব্যয় করার জন্য। আর তাই তারা ভাবনা অনুযায়ী তাদের ব্যান্ডকে তৈরির কাজে লেগে পড়লো। সেই বছর ১৯৯৯ সালেই থার্টি ফার্স্ট নাইট এর একটি অনুষ্ঠানে তারা পারফর্ম করার জন্য আমন্ত্রণ পায়। এবং তারা সেই অনুষ্ঠানে পারফর্ম করেন। আর সেই অনুষ্ঠানে বর্তমানে নেমেসিস ব্যান্ডের ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরীর সাথে সেই সময়ের ব্যান্ডের সদস্যদের সাথে পরিচয় হয়। আর সেই সময় থেকেই জোহাদ রেজা চৌধুরী ব্যান্ডের ভোকাল হিসেবে নেমেসিস এ যোগদান করেন। তখন নতুন গঠিত এই ব্যান্ডের লাইনআপ আরো কিছু পরিবর্তন আসে। আর তার পরই নেমেসিস ব্যান্ডটি তাদের চূড়ান্ত লাইনআপ গঠন করে।
তখনকার সময় নেমেসিস ব্যান্ডের লাইনআপ টা ছিল ঠিক নিম্নরূপের :
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল), মাহের(গীটার) , নন্দিত (গীটার) ,রাতুল(বেজ) এবং ইয়ার(ড্রাম)
এই লাইনআপ নিয়ে নেমেসিস ব্যান্ড বেশ কিছু কনসার্টে পারফর্ম করেন। যারা ফলে তখন তাদের জনপ্রিয়তাটা একটু একটু করে বাড়তে থাকে। একসময় তারা রক শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। আর এই জনপ্রিয়তার কারণে তারা তাদের প্রথম সিংগেল ট্র্যাক ২০০৩ সালে আগন্তুক-২ অ্যালবাম এর সাথে জি সিরিজের ব্যানারে অবচেতন গানটি প্রকাশ করেন। তারপর তারা প্রায় ৩ বছর আর কোনো অ্যালবাম বাহির করেন না। এর মধ্যে ২০০৫ সালে ব্যান্ড থেকে গিটারিস্ট নন্দিত এবং ড্রামার ইয়ার ব্যান্ড থেকে বাহির হয়ে যান। তারপর নেমেসিস এ নতুন সদস্য যোগদান করানো হয়। নতুন সদস্য হিসেবে ডিও হক কে নেয়া হয় ড্রামার হিসেবে এবং অমরকে নেয়া হয় গিটারিস্ট হিসেবে। তারপর ব্যান্ডটি ২০০৬ সালে তাদের প্রথম অ্যালবাম বাজারে প্রকাশ করে। তাদের প্রথম অ্যালবাম এর নাম ছিল অন্বেষন।
তারপর ২০০৬ এর দিকে তারা তাদের একটি সিংগেল ট্র্যাক প্রকাশ করেন। সিঙ্গেল ট্র্যাক টি হচ্ছে ধূসর ভাবনা। ঠিক তার এক বছর পর ২০০৭ সালের দিকে তারা তাদের আরো একটি সিংগেল ট্র্যাক প্রকাশ করেন। সেই ট্র্যাকটির নাম ছিল জয়ধ্বনী। এই দুইটি অ্যালবাম বাহির হওয়ার পর মেইনষ্ট্রিম মিউজিকে তারা দারূণভাবে জনপ্রিয়তা লাভ করে। তাদের করা এই একক গান দুইটি ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালের রেডিও ফুর্তি সেরা একশ একক গানের তালিকায় স্থান পায়। যা তখন তাদের জন ছিল দারুন এক অর্জন।
তারপর নেমেসিস প্রায় দীর্ঘ ৬ বছর কোনো অ্যালবাম অথবা একক গান প্রকাশ করা না। তারপর ২০১১ সালে তারা তাদের দ্বিতীয় অ্যালবাম ক্যাট'স আই এর সৌজন্যে এবং ডেড লাইন মিউজিক এর ব্যানারে বাজারে প্রকাশ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম এর নাম ছিল তৃতীয় যাত্রা। তাদের ৬ বছর পর প্রকাশ করা এই অ্যালবাম টি দারুন ভাবে জনপ্রিয়তা লাভ করে। আর এই জনপ্রিয়তার জন্যই শ্রোতা ও বিচারকদের পছন্দে ২০১১ সালে নেমেসিস তৃতীয় যাত্রা অ্যালবামটির জন্য নেমেসিস Best Band Award ( বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড ) অর্জন করে।
নেমেসিসের বর্তমান লাইন আপঃ
*জোহাদ রেজা চৌধুরী - (Vocal, guitars)
*রাকুইবান নবি রাতুল -(Bass guitars)
*ডিও হক (Drums)
*জেরিফ আহমেদ (Guitars)
*সুলতান রাফসান(Guitars)
এছাড়াও নেমেসিস তাদের দ্বিতীয় অ্যালবাম তৃতীয় যাত্রা অ্যালবাম টির জন্য Best sounding album award(বেস্ট সাউন্ডিং অ্যালবাম অ্যাওয়ার্ড) , Citycell channel I music Award (সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড) অর্জন করে। এবং নেমেসিসের গান "কবে" এর মিউজিক ভিডিও টা Best music video award( বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড)অর্জন করে।
তাদের দ্বিতীয় অ্যালবাম টি তুমুল জনপ্রিয়তা পায়। কিন্তু নেমেসিসের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পাওয়ার পর মাহের খান ও অমর খান ব্যান্ড থেকে বাহির হয়ে যান এবং ২০১৩ সালে জীহান আহমেদ ব্যান্ড ত্যাগ করেন। তার পর নেমেসিস ব্যান্ডে নতুন সদস্য হিসেবে যোগদান করে গিটারিস্ট জাফির।তারপর তারা আর কোনো অ্যালবাম বাহির করে নি। তবে ২০১৭ সালে নেমেসিসে ব্যান্ড তাদের নতুন অ্যালবাম "কে জানে কে বোঝে" এর কাজ শুরু করে। এবং আর পর গিটারিস্ট হিসেবে জেরিফ আহমেদ এর পরিবর্তে যোগ দেন সুলতান রাফসান খান।সম্প্রতি তাদের নতুন অ্যালবাম এর টাইটেল ট্রাকটি রবি ইয়োন্ডার মিউজিক এপ এর সৌজন্যে প্রকাশ করা হয়।
নেমেসিস এর গান তরুণদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে চলছে। তারা ছাড়া ও এই জনপ্রিয় ব্যান্ডটি প্রতিনিয়ত সমাজ সেবায় কাজ করে যাচ্ছে।নেমেসিস সামাজিক কার্যকলাপ হিসেবে যোগ দেয় বিভিন্ন সাহায্য সহায়তা মূলক কনসার্ট এ।
নেমেসিসের প্রকাশিত এলবামঃ
*অন্বেষন (২০০৬)
*তৃতীয় যাত্রা (২০১১)
** গনজোয়ার ( ২০১৭)
নেমেসিসের প্রকাশিত সিংগেলঃ
*দুঃস্বপ্ন
*অবচেতন
*ধূসর ভাবনা
*জয়ধ্বনী
নেমেসিসের প্রাক্তন সদস্যঃ
*সাবির আহমেদ-(১৯৯৯-২০০১)
*মাহের খান(১৯৯৯-২০১২)
*সাবিন খান(১৯৯৯-২০০১)
*নন্দিত নূর(১৯৯৯-২০০৫)
*ইয়ার মেহবুব(১৯৯৯-২০০৫)
*ওমর খান(২০০১-২০১২)
*জীহান আহমেদ(২০১২-২০১৩)
*জেরিফ আহমেদ(২০১২-২০১৬)
নেমেসিসের জনপ্রিয় গান গুলোর তালিকা নিম্নে দেয়া হলো :
তখনকার সময় নেমেসিস ব্যান্ডের লাইনআপ টা ছিল ঠিক নিম্নরূপের :
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল), মাহের(গীটার) , নন্দিত (গীটার) ,রাতুল(বেজ) এবং ইয়ার(ড্রাম)
এই লাইনআপ নিয়ে নেমেসিস ব্যান্ড বেশ কিছু কনসার্টে পারফর্ম করেন। যারা ফলে তখন তাদের জনপ্রিয়তাটা একটু একটু করে বাড়তে থাকে। একসময় তারা রক শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। আর এই জনপ্রিয়তার কারণে তারা তাদের প্রথম সিংগেল ট্র্যাক ২০০৩ সালে আগন্তুক-২ অ্যালবাম এর সাথে জি সিরিজের ব্যানারে অবচেতন গানটি প্রকাশ করেন। তারপর তারা প্রায় ৩ বছর আর কোনো অ্যালবাম বাহির করেন না। এর মধ্যে ২০০৫ সালে ব্যান্ড থেকে গিটারিস্ট নন্দিত এবং ড্রামার ইয়ার ব্যান্ড থেকে বাহির হয়ে যান। তারপর নেমেসিস এ নতুন সদস্য যোগদান করানো হয়। নতুন সদস্য হিসেবে ডিও হক কে নেয়া হয় ড্রামার হিসেবে এবং অমরকে নেয়া হয় গিটারিস্ট হিসেবে। তারপর ব্যান্ডটি ২০০৬ সালে তাদের প্রথম অ্যালবাম বাজারে প্রকাশ করে। তাদের প্রথম অ্যালবাম এর নাম ছিল অন্বেষন।
তারপর ২০০৬ এর দিকে তারা তাদের একটি সিংগেল ট্র্যাক প্রকাশ করেন। সিঙ্গেল ট্র্যাক টি হচ্ছে ধূসর ভাবনা। ঠিক তার এক বছর পর ২০০৭ সালের দিকে তারা তাদের আরো একটি সিংগেল ট্র্যাক প্রকাশ করেন। সেই ট্র্যাকটির নাম ছিল জয়ধ্বনী। এই দুইটি অ্যালবাম বাহির হওয়ার পর মেইনষ্ট্রিম মিউজিকে তারা দারূণভাবে জনপ্রিয়তা লাভ করে। তাদের করা এই একক গান দুইটি ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালের রেডিও ফুর্তি সেরা একশ একক গানের তালিকায় স্থান পায়। যা তখন তাদের জন ছিল দারুন এক অর্জন।
তারপর নেমেসিস প্রায় দীর্ঘ ৬ বছর কোনো অ্যালবাম অথবা একক গান প্রকাশ করা না। তারপর ২০১১ সালে তারা তাদের দ্বিতীয় অ্যালবাম ক্যাট'স আই এর সৌজন্যে এবং ডেড লাইন মিউজিক এর ব্যানারে বাজারে প্রকাশ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম এর নাম ছিল তৃতীয় যাত্রা। তাদের ৬ বছর পর প্রকাশ করা এই অ্যালবাম টি দারুন ভাবে জনপ্রিয়তা লাভ করে। আর এই জনপ্রিয়তার জন্যই শ্রোতা ও বিচারকদের পছন্দে ২০১১ সালে নেমেসিস তৃতীয় যাত্রা অ্যালবামটির জন্য নেমেসিস Best Band Award ( বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড ) অর্জন করে।
নেমেসিসের বর্তমান লাইন আপঃ
*জোহাদ রেজা চৌধুরী - (Vocal, guitars)
*রাকুইবান নবি রাতুল -(Bass guitars)
*ডিও হক (Drums)
*জেরিফ আহমেদ (Guitars)
*সুলতান রাফসান(Guitars)
এছাড়াও নেমেসিস তাদের দ্বিতীয় অ্যালবাম তৃতীয় যাত্রা অ্যালবাম টির জন্য Best sounding album award(বেস্ট সাউন্ডিং অ্যালবাম অ্যাওয়ার্ড) , Citycell channel I music Award (সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড) অর্জন করে। এবং নেমেসিসের গান "কবে" এর মিউজিক ভিডিও টা Best music video award( বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড)অর্জন করে।
তাদের দ্বিতীয় অ্যালবাম টি তুমুল জনপ্রিয়তা পায়। কিন্তু নেমেসিসের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পাওয়ার পর মাহের খান ও অমর খান ব্যান্ড থেকে বাহির হয়ে যান এবং ২০১৩ সালে জীহান আহমেদ ব্যান্ড ত্যাগ করেন। তার পর নেমেসিস ব্যান্ডে নতুন সদস্য হিসেবে যোগদান করে গিটারিস্ট জাফির।তারপর তারা আর কোনো অ্যালবাম বাহির করে নি। তবে ২০১৭ সালে নেমেসিসে ব্যান্ড তাদের নতুন অ্যালবাম "কে জানে কে বোঝে" এর কাজ শুরু করে। এবং আর পর গিটারিস্ট হিসেবে জেরিফ আহমেদ এর পরিবর্তে যোগ দেন সুলতান রাফসান খান।সম্প্রতি তাদের নতুন অ্যালবাম এর টাইটেল ট্রাকটি রবি ইয়োন্ডার মিউজিক এপ এর সৌজন্যে প্রকাশ করা হয়।
নেমেসিস এর গান তরুণদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে চলছে। তারা ছাড়া ও এই জনপ্রিয় ব্যান্ডটি প্রতিনিয়ত সমাজ সেবায় কাজ করে যাচ্ছে।নেমেসিস সামাজিক কার্যকলাপ হিসেবে যোগ দেয় বিভিন্ন সাহায্য সহায়তা মূলক কনসার্ট এ।
নেমেসিসের প্রকাশিত এলবামঃ
*অন্বেষন (২০০৬)
*তৃতীয় যাত্রা (২০১১)
** গনজোয়ার ( ২০১৭)
নেমেসিসের প্রকাশিত সিংগেলঃ
*দুঃস্বপ্ন
*অবচেতন
*ধূসর ভাবনা
*জয়ধ্বনী
নেমেসিসের প্রাক্তন সদস্যঃ
*সাবির আহমেদ-(১৯৯৯-২০০১)
*মাহের খান(১৯৯৯-২০১২)
*সাবিন খান(১৯৯৯-২০০১)
*নন্দিত নূর(১৯৯৯-২০০৫)
*ইয়ার মেহবুব(১৯৯৯-২০০৫)
*ওমর খান(২০০১-২০১২)
*জীহান আহমেদ(২০১২-২০১৩)
*জেরিফ আহমেদ(২০১২-২০১৬)
নেমেসিসের জনপ্রিয় গান গুলোর তালিকা নিম্নে দেয়া হলো :
Song:Obocheton
Album :Onneshon · 2006
Song:Kobe
Album :Tritio Jatra · 2011
Song :Nirbashon
Album :Tritio Jatra · 2011
Song :Biborno Sroshtha
Album :Onneshon · 2006
Song:Na Ghumder Gaan
Album :Onneshon · 2006
Song :Mrittu Chaya
Album :Onneshon · 2006
Song :Bir
Album :Tritio Jatra · 2011
Song :Tritio Jatra
Album :Tritio Jatra · 2011
Song :O-Boshobash
Album :Tritio Jatra · 2011
Song: Onneshon
Album :Onneshon · 2006
Song :Hold On
Album :Tritio Jatra · 2011
Song :Shopno Chobi
Album :Onneshon · 2006
Single Track Song :Dushshopno
Song: Sesh Gaan
Album :Tritio Jatra · 2011
Song :Release Key
Album : Onneshon · 2006
Song:Shombhabonar Pothe
Album :Onneshon · 2006
Song :Kolporajjo
Album :Tritio Jatra · 2011
Song: Nei Somadhan
Album :Onneshon · 2006
Song: Gone
Album :Onneshon · 2006
Song :Agiye Nau
Album: Tritio Jatra · 2011
Song :New Day
Album :Onneshon 2006
Comments
Post a Comment