শাকিব খান আমার বড় ভাইয়ের মতো,আর ওনার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বললেন ,আরিফিন শুভ ।
বর্তমান সময়ে ঢালিউডে সবথেকে আলোচিত ও জনপ্রিয় নায়ক হচ্ছেন শাকিব খান। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সিনেমায় রাজ্যত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। প্রেক্ষাগৃহের মালিকদের কাছে চিত্রনায়ক শাকিব খান হচ্ছে এক ভরসার নাম। শাকিব খানের সিনেমা মানেই একচেটিয়া ব্যাবসা সফল সিনেমা।আর শাকিব খান এর সিনেমা মানেই প্রেক্ষাগৃহের মালিকরা নিশ্চিন্ত নির্ভরতা খুঁজে পান। আর বাংলা সিনেমার দর্শকেরা শাকিবের নাম শুনেই তার সিনেমা দেখতে ছুটে যান। শাকিব খানের সিনেমার এতটাই ভক্ত তারা। আর বর্তমানে দেশে জনপ্রিয়তার শীর্ষে থাকা শাকিব খান বাংলাদেশের পাশাপাশি দেশের বাহিরেও বর্তমানে তিনি অনেক জনপ্রিয় ।দেশের বাহিরে অভিনয় করে পেয়েছেন অনেক ভক্তের ভালোবাসা ও অনেক সুনাম অর্জন করেছেন।আর শাকিব খানের দেশের বাহিরের জনপ্রিয়তার প্রমান পেতে হলে তাকাতে কলকাতা আর দুবাইয়ে দর্শকদের দিকে। তাঁর সিনেমার প্রতি কলকাতা আর দুবাইয়ে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। আর এই থেকেই প্রমান পাওয়া যায় দেশের বাহিরে শাকিব খানের জনপ্রিয়তা সম্পর্ককে।
বহুদিন যাবৎ বাংলা চলচ্চিত্রের প্রযোজক আর পরিচালকেরা শাকিবের পরবর্তী হিসেবে নতুন নায়কের খোঁজ করছিলেন।যে কিনা শাকিবের পর যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবে এই আশায়।তবে যোক্তিক অর্থে তেমন কোনো যোগ্য নায়কের দেখা পাচ্ছিলেন না বাংলা চলচ্চিত্রের প্রযোজক আর পরিচালকেরা। আর হল মালিকেরা ও আশায় আছেন শাকিবের পাশাপাশি অন্য কোনো নায়কের দেখা যাতে তারা পান। যাতে তারা বিনাদ্বিধায় সেই নায়কের সিনেমা হলে চালাতে পারেন এবং সেই সেই নায়কের ও সিনেমাটি শাকিবের সিনেমার মতো ব্যবসা সফল হবে এই আশায় বুক বেঁধে আছে অনেক আগে থেকে হল মালিকরা। তবে এতদিন সেই আশা পূরণ না হলেও সম্প্রতি দেশের চলচ্চিত্র এমন একটি নায়কের দেখা খুব সম্ভবত পেতে চলেছে। বাংলা চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, মালিকসহ সকলের ধারণা সেই নির্ভরযোগ্য নায়কের দেখা হয়তো সম্প্রতি মুক্তি প্ৰাপ্ত চলচ্চিত্র ঢাকা অ্যাটাক এর মাদ্ধমে হতে চলেছে বলে যারা আশা করছেন।
আর আশা করবেন নাই বা কেন। সম্প্রতি মুক্তি প্রাপ্ত দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক সিনেমাটি মুক্তি পায় এই বছরের অক্টোবর মাসের ৬ তারিখে। আর এই সিনেমাটি এখনো স্বগর্বের সাথে দ্বিতীয় সপ্তাহেও সমান তালে সিনেমাটি চলছে সকল প্রেক্ষাগৃহে। আর সিনেমাটি দেখার পর দর্শকেরা বাহির হয়ে বলছেন , তারা বহু দিন পর সিনেমা হল এ এসে অনেক ভালো মানের একটা সিনেমা দেখলো।এমনটাই মন্তব্য করছে সিনেমা দেখা বের হয়ে আশা বেশির ভাগ দর্শক। আর এটি মধ্যে ‘ঢাকা অ্যাটাক সিনেমাটিতে সুপারহিট তকমা লেগে গিয়েছে। যার ফলশ্রূতিতে দর্শকদের পাশাপাশি হল মালিকেরা ও বলছেন সিনেমাটি অনেক ভালো মানের ,আর যার কারণেই দর্শকেরা ছুটে আসছেন সিনেমাটি দেখতে।আর এর ফলে হল মালিকরা ও ব্যাপক আনন্দের সাথে সিনেমাটি হল এ চালাচ্ছেন। হল মালিকেরা আরো বলেন খুব শীগ্রই আরিফিন শুভ দেশের সিনেমায় সম্ভাবনার বিশাল একটা জায়গা নিজের আয়ত্বে করে নিবেন বলে তাদের ধারণা।
ইফতেখার উদ্দিন নওশাদ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি বলেন ,সিনেমায় আরিফিন শুভ কাজ করছেন অল্প কিছু দিন আগে থেকে। আর এই অল্প সময়ে আরিফিন শুভর অভিনয় বেশ প্রসংশিত হয়েছে। যার মধ্যে আরিফিন সব থেকে বেশি আলোচিত হয়েছিলেন অগ্নি”, “পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি” আর “ছুঁয়ে দিলে মন” এই সিনেমা গুলোর জন্য। তবে আরিফিন শুভর প্রয়োজন ছিল ব্যবসায়িকভাবে একটি হিট সিনেমার আর এইটা হয়তো এবার আরিফিন শুভ ঢাকা অ্যাটাক সিনেমাটা দিয়ে পূরণ করে নিতে পারবে। তবে আমার একটা জিনিস খুব বেশি মনে হচ্ছে , আরিফিন শুভর সাথে মাহির হয়তো খুব দারুণ রোমান্টিক জুটি হয়ে যেতে পারে।যা হয়তো ওদের আরো জনপ্রিয়তার শীর্ষে বা আলোচনায় নিয়ে যাবে। আমি ব্যাক্তিগত ভাবে আরিফিন শুভ ও মাহির সাথে একটি সিনেমা বানানোর জন্য মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো চূড়ান্ত না।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ আরো বলেন ,বাংলা সিনেমায় প্রায় অনেক বছর ধরেই শাকিব খান দাপটের সাথে অভিনয় করে চলেছেন। আর একটা ফ্লিম ইন্ডাস্ট্রি কখনো একটা নায়কের উপরে নির্ভরযোগ্য হয়ে টিকে থাকতে পারে না। একটা ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য প্রয়োজন সম্ভাবনাময় কয়েকজন তারকা এবং নির্ভরযোগ্য তারকা কিছু তারকা। তাহলে একটা ইন্ডাস্ট্রি ভালো ভাবে টিকে থাকতে পারে। আমার ঢাকা অ্যাটাক” সিনেমা টা দেখে ব্যাক্তিগত ভাবে মনে হয়েছে ,আরিফিন শুভ যদি নিজেকে আর একটু ভালো ভাবে পরিচালিত করতে পারে তাহলে সে অতি শিগ্রহী অনেক ভালো একটা অবস্থানে যেতে পারবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আরিফিন শুভকে অনেক সতর্ক হয়ে চোখ-কান খোলা রেখে চলতে হবে।আর তাহলে একটু ভাগ্য সহায় হলে হয়তো কিছু দিন এর মধ্যে আরিফিন শুভকে শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে আর এইটা অবশ্যই সম্ভব ।
অন্যদিকে বাংলা চলচ্চিত্রের প্রযোজকদের নেতা নাসির উদ্দিন দিলু এই বিষয়ে বলেন , নায়ক হিসেবে আরিফিন শুভ ব্যাপক সম্ভাবনাময় একজন নায়ক যা নিঃসন্দেহে বলা যায়। আরিফিন শুভর অনেক দিন ধরেই প্রয়োজন ছিল একটা হিট হওয়া ব্যবসায়িকভাবে সফল হওয়া সিনেমা। আর আরিফিন শুভর এই চাহিদাটা প্রায় পুরাপুরি পূরণ করে দিয়েছে ঢাকা অ্যাটাক” সিনেমা। আর এই সিনেমার কারণে প্রযোজকদের ও আরিফিন শুভর প্রতি অনেক নির্ভরতাও তৈরি হচ্ছে। যা আরিফিন শুভর ভবিষ্যতের জন্য অনেক সুখকর হবে বলে আমার ধারণা।
সারোয়ার দিপু বুকিং এজেন্ট সমিতির সভাপতি তিনি এই বিষয়ে বলেন ,বর্তমান সময়ে ঈদ ছাড়া তেমন একটা সিনেমা চলে না। গত কয়েক বছরের মধ্যে ঈদ ছাড়া ঢাকা অ্যাটাক এর মতো রেকর্ড পরিমান সেল এর আগে কখনো হয় নি। আর এই জন্য আমরা আরিফিন শুভর প্রতি ভরসা করতেই পারি। তবে আমাদের এইটা অবশ্যই মানতে হবে যে এখনো বাংলাদেশের সিনেমাতে শাকিব খান প্রায় একচেটিয়া কাজ করছে এবং সফলতার মুখ দেখছেন। তবে এই টুকু বলাই যাই ঢাকা অ্যাটাক”–এর মতো হিট সিনেমা যদি আরিফিন শুভ টানা উপহার দিতে পারে তাহলে আরিফিন শুভ অবশ্যই শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।এখন পর্যন্ত দেশের প্রায় সব হল ,যে হল গুলোতে মুক্তি পেয়েছে প্রায় সব জায়গার খবর অনেক ভালো। ঢাকা অ্যাটাক এর প্রতি মানুষের যে আগ্রহটা দেখা যাচ্ছে , এই আগ্রহটা আমরা মূলত বর্তমানে ঈদের সময় দেখি। আর এইটা অবশ্যই আরিফিন শুভর জন্য অনেক আনন্দের একটা বিষয়।
বর্তমান সময়ে যাকে নিয়ে সবার এত ভাবনা ভাবছেন ,আর এই বিষয়ে আরিফিন শুভই বা কি ভাবছেন? চলুন তাহলে তার কাছে থেকেই জেনে নেয়া যাক। আরিফিন শুভ বলেন ,শাকিব খান হচ্ছে তার বড় ভাইয়ের মতো। তাকে আরিফিন শুভ অনেক বেশি সম্মান করেন। আর বর্তমানে তিনি দেশের সিনেমায় অনেক বোরো একটা আসন জুড়ে আছেন। দেশের সিনেমাকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে একাই খুব ভালো ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শাকিব খান। আর বর্তমানে শাকিব খান দেশের বাহিরে ও ব্যাপক প্রশংসিত হচ্ছেন। আর এই খানে তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গায় নেই। আমাদের সবারই একটা লক্ষ্য ভালো কাজ করা। আমরা ভালো কাজ করতে চাই এবং আমাদের কাজ করা সিনেমা গুলো যাতে ব্যবসায়িকভাবে সফল হয় এইটাই আমাদের আশা। আমার অভিনয় করা সিনেমা ঢাকা অ্যাটাক দেখে সবাই প্রশংসা করছেন এইটা একজন অভিনয় শিল্পী হিসেবে অনেক বড় গর্বের এবং আনন্দের বিষয়।আর এই জন্য আমি ও অনেক বেশি আনন্দিত আমার অভিনয় করা সিনেমা ঢাকা অ্যাটাক সকলের কাছে ভালো লেগেছে এই জন্য। আমার এইটাই চাওয়া আমার সিনেমা দেখে দর্শকেরা ভালো বলবেন , প্রশংসা করবেন। এর থেকে বড় পাওয়ার আর কিছু থাকে না।
বহুদিন যাবৎ বাংলা চলচ্চিত্রের প্রযোজক আর পরিচালকেরা শাকিবের পরবর্তী হিসেবে নতুন নায়কের খোঁজ করছিলেন।যে কিনা শাকিবের পর যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবে এই আশায়।তবে যোক্তিক অর্থে তেমন কোনো যোগ্য নায়কের দেখা পাচ্ছিলেন না বাংলা চলচ্চিত্রের প্রযোজক আর পরিচালকেরা। আর হল মালিকেরা ও আশায় আছেন শাকিবের পাশাপাশি অন্য কোনো নায়কের দেখা যাতে তারা পান। যাতে তারা বিনাদ্বিধায় সেই নায়কের সিনেমা হলে চালাতে পারেন এবং সেই সেই নায়কের ও সিনেমাটি শাকিবের সিনেমার মতো ব্যবসা সফল হবে এই আশায় বুক বেঁধে আছে অনেক আগে থেকে হল মালিকরা। তবে এতদিন সেই আশা পূরণ না হলেও সম্প্রতি দেশের চলচ্চিত্র এমন একটি নায়কের দেখা খুব সম্ভবত পেতে চলেছে। বাংলা চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, মালিকসহ সকলের ধারণা সেই নির্ভরযোগ্য নায়কের দেখা হয়তো সম্প্রতি মুক্তি প্ৰাপ্ত চলচ্চিত্র ঢাকা অ্যাটাক এর মাদ্ধমে হতে চলেছে বলে যারা আশা করছেন।
আর আশা করবেন নাই বা কেন। সম্প্রতি মুক্তি প্রাপ্ত দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক সিনেমাটি মুক্তি পায় এই বছরের অক্টোবর মাসের ৬ তারিখে। আর এই সিনেমাটি এখনো স্বগর্বের সাথে দ্বিতীয় সপ্তাহেও সমান তালে সিনেমাটি চলছে সকল প্রেক্ষাগৃহে। আর সিনেমাটি দেখার পর দর্শকেরা বাহির হয়ে বলছেন , তারা বহু দিন পর সিনেমা হল এ এসে অনেক ভালো মানের একটা সিনেমা দেখলো।এমনটাই মন্তব্য করছে সিনেমা দেখা বের হয়ে আশা বেশির ভাগ দর্শক। আর এটি মধ্যে ‘ঢাকা অ্যাটাক সিনেমাটিতে সুপারহিট তকমা লেগে গিয়েছে। যার ফলশ্রূতিতে দর্শকদের পাশাপাশি হল মালিকেরা ও বলছেন সিনেমাটি অনেক ভালো মানের ,আর যার কারণেই দর্শকেরা ছুটে আসছেন সিনেমাটি দেখতে।আর এর ফলে হল মালিকরা ও ব্যাপক আনন্দের সাথে সিনেমাটি হল এ চালাচ্ছেন। হল মালিকেরা আরো বলেন খুব শীগ্রই আরিফিন শুভ দেশের সিনেমায় সম্ভাবনার বিশাল একটা জায়গা নিজের আয়ত্বে করে নিবেন বলে তাদের ধারণা।
ইফতেখার উদ্দিন নওশাদ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি বলেন ,সিনেমায় আরিফিন শুভ কাজ করছেন অল্প কিছু দিন আগে থেকে। আর এই অল্প সময়ে আরিফিন শুভর অভিনয় বেশ প্রসংশিত হয়েছে। যার মধ্যে আরিফিন সব থেকে বেশি আলোচিত হয়েছিলেন অগ্নি”, “পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি” আর “ছুঁয়ে দিলে মন” এই সিনেমা গুলোর জন্য। তবে আরিফিন শুভর প্রয়োজন ছিল ব্যবসায়িকভাবে একটি হিট সিনেমার আর এইটা হয়তো এবার আরিফিন শুভ ঢাকা অ্যাটাক সিনেমাটা দিয়ে পূরণ করে নিতে পারবে। তবে আমার একটা জিনিস খুব বেশি মনে হচ্ছে , আরিফিন শুভর সাথে মাহির হয়তো খুব দারুণ রোমান্টিক জুটি হয়ে যেতে পারে।যা হয়তো ওদের আরো জনপ্রিয়তার শীর্ষে বা আলোচনায় নিয়ে যাবে। আমি ব্যাক্তিগত ভাবে আরিফিন শুভ ও মাহির সাথে একটি সিনেমা বানানোর জন্য মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনো চূড়ান্ত না।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ আরো বলেন ,বাংলা সিনেমায় প্রায় অনেক বছর ধরেই শাকিব খান দাপটের সাথে অভিনয় করে চলেছেন। আর একটা ফ্লিম ইন্ডাস্ট্রি কখনো একটা নায়কের উপরে নির্ভরযোগ্য হয়ে টিকে থাকতে পারে না। একটা ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য প্রয়োজন সম্ভাবনাময় কয়েকজন তারকা এবং নির্ভরযোগ্য তারকা কিছু তারকা। তাহলে একটা ইন্ডাস্ট্রি ভালো ভাবে টিকে থাকতে পারে। আমার ঢাকা অ্যাটাক” সিনেমা টা দেখে ব্যাক্তিগত ভাবে মনে হয়েছে ,আরিফিন শুভ যদি নিজেকে আর একটু ভালো ভাবে পরিচালিত করতে পারে তাহলে সে অতি শিগ্রহী অনেক ভালো একটা অবস্থানে যেতে পারবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আরিফিন শুভকে অনেক সতর্ক হয়ে চোখ-কান খোলা রেখে চলতে হবে।আর তাহলে একটু ভাগ্য সহায় হলে হয়তো কিছু দিন এর মধ্যে আরিফিন শুভকে শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে আর এইটা অবশ্যই সম্ভব ।
অন্যদিকে বাংলা চলচ্চিত্রের প্রযোজকদের নেতা নাসির উদ্দিন দিলু এই বিষয়ে বলেন , নায়ক হিসেবে আরিফিন শুভ ব্যাপক সম্ভাবনাময় একজন নায়ক যা নিঃসন্দেহে বলা যায়। আরিফিন শুভর অনেক দিন ধরেই প্রয়োজন ছিল একটা হিট হওয়া ব্যবসায়িকভাবে সফল হওয়া সিনেমা। আর আরিফিন শুভর এই চাহিদাটা প্রায় পুরাপুরি পূরণ করে দিয়েছে ঢাকা অ্যাটাক” সিনেমা। আর এই সিনেমার কারণে প্রযোজকদের ও আরিফিন শুভর প্রতি অনেক নির্ভরতাও তৈরি হচ্ছে। যা আরিফিন শুভর ভবিষ্যতের জন্য অনেক সুখকর হবে বলে আমার ধারণা।
সারোয়ার দিপু বুকিং এজেন্ট সমিতির সভাপতি তিনি এই বিষয়ে বলেন ,বর্তমান সময়ে ঈদ ছাড়া তেমন একটা সিনেমা চলে না। গত কয়েক বছরের মধ্যে ঈদ ছাড়া ঢাকা অ্যাটাক এর মতো রেকর্ড পরিমান সেল এর আগে কখনো হয় নি। আর এই জন্য আমরা আরিফিন শুভর প্রতি ভরসা করতেই পারি। তবে আমাদের এইটা অবশ্যই মানতে হবে যে এখনো বাংলাদেশের সিনেমাতে শাকিব খান প্রায় একচেটিয়া কাজ করছে এবং সফলতার মুখ দেখছেন। তবে এই টুকু বলাই যাই ঢাকা অ্যাটাক”–এর মতো হিট সিনেমা যদি আরিফিন শুভ টানা উপহার দিতে পারে তাহলে আরিফিন শুভ অবশ্যই শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।এখন পর্যন্ত দেশের প্রায় সব হল ,যে হল গুলোতে মুক্তি পেয়েছে প্রায় সব জায়গার খবর অনেক ভালো। ঢাকা অ্যাটাক এর প্রতি মানুষের যে আগ্রহটা দেখা যাচ্ছে , এই আগ্রহটা আমরা মূলত বর্তমানে ঈদের সময় দেখি। আর এইটা অবশ্যই আরিফিন শুভর জন্য অনেক আনন্দের একটা বিষয়।
বর্তমান সময়ে যাকে নিয়ে সবার এত ভাবনা ভাবছেন ,আর এই বিষয়ে আরিফিন শুভই বা কি ভাবছেন? চলুন তাহলে তার কাছে থেকেই জেনে নেয়া যাক। আরিফিন শুভ বলেন ,শাকিব খান হচ্ছে তার বড় ভাইয়ের মতো। তাকে আরিফিন শুভ অনেক বেশি সম্মান করেন। আর বর্তমানে তিনি দেশের সিনেমায় অনেক বোরো একটা আসন জুড়ে আছেন। দেশের সিনেমাকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে একাই খুব ভালো ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শাকিব খান। আর বর্তমানে শাকিব খান দেশের বাহিরে ও ব্যাপক প্রশংসিত হচ্ছেন। আর এই খানে তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতার কোনো জায়গায় নেই। আমাদের সবারই একটা লক্ষ্য ভালো কাজ করা। আমরা ভালো কাজ করতে চাই এবং আমাদের কাজ করা সিনেমা গুলো যাতে ব্যবসায়িকভাবে সফল হয় এইটাই আমাদের আশা। আমার অভিনয় করা সিনেমা ঢাকা অ্যাটাক দেখে সবাই প্রশংসা করছেন এইটা একজন অভিনয় শিল্পী হিসেবে অনেক বড় গর্বের এবং আনন্দের বিষয়।আর এই জন্য আমি ও অনেক বেশি আনন্দিত আমার অভিনয় করা সিনেমা ঢাকা অ্যাটাক সকলের কাছে ভালো লেগেছে এই জন্য। আমার এইটাই চাওয়া আমার সিনেমা দেখে দর্শকেরা ভালো বলবেন , প্রশংসা করবেন। এর থেকে বড় পাওয়ার আর কিছু থাকে না।
Comments
Post a Comment