পাওয়ারসার্জ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় থ্র্যাশ মেটাল ব্যান্ড।পাওয়ারফুল পারফরমেন্স এর জন্য থ্র্যাশ মেটালের পাওয়ারহাউজ বলা হয়।

ব্যান্ড :- পাওয়ারসার্জ
ব্যান্ডের ধরণ  :- থ্রাশ  মেটাল
অবস্থান  :- ঢাকা 
রেকর্ড  লেভেল :- জি -সিরিজ  

বর্তমান ব্যান্ডের লাইনআপের মেম্বাররা হলো 

- ভোকাল -জামশেদ চৌধুরী  
- গিটার - সাইমুম হাসান নাহিয়ান  
- গিটার - সামির হাফিজ 
- বেজ  গিটার - কাওসার আহমেদ পারভেজ  

- ড্রামস -আসিফ মাহমুদ  



পাওয়ারসার্জ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় থ্র্যাশ মেটাল ব্যান্ড। পাওয়ারসার্জ বর্তমান সময়ে দেশের মেটাল ব্যান্ডের মধ্যে অন্যতম আইকনিক একটা নাম।পাওয়ারসার্জ ২০০৬ সালে যাত্রা শুরু করে। তখন থেকেই তারা আন্ডারগ্রাউন্ড শোগুলোতে পারফর্মেন্স করা শুরু করে। লাইভ কনসার্ট হোক বা টিভি শো পাওয়ারসার্জ ব্যান্ডের মতো এত পাওয়ারফুল পারফর্মেন্স দেশের খুব কম ব্যান্ড ই দিয়ে থাকে। 
বর্তমানে দেশের অন্যতম সেরা গিটারিস্ট নাহিয়ান এবং ড্রামার সামিউল ইসলাম এই দুইজনে মিলে চিন্তা করে একটা থ্র্যাশ মেটাল ব্যান্ড তৈরী করার।তারা পরিকল্পনা করে এগিয়ে যেতে  থাকে তখন  বাংলাদেশের সবথেকে সেরা থ্র্যাশ ভোকাল জামশেদ তাদের সাথে যোগ দেন। ভোকাল জামসেদ যোগ দেয়ার কিছুদিন পর বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় গিটারিস্ট সামির হন পাওয়ারসার্জ ব্যান্ডের সাথে। তারপর বেজ গিটারিস্ট সাঈদ ব্যান্ডে যোগ দিলে ব্যান্ডটির একটি পূর্ণাঙ্গ লাইনআপ তৈরী হয়। পাওয়ারসার্জ এ জামশেদ এর মতো পাওয়ারফুল থ্র‍্যাশ ভোকাল ,সামির হাফিজ ভাইয়ের গিটার সোলো এবং তার ব্যাকিং এ এশিয়ার অন্যতম ফাস্টেস্ট রিফ গিটারিস্ট নাহিয়ান ভাইয়ের রিফ, পার"বেজ" ভাইয়ের মারাত্নক বেজ এবং তার সাথে আসিফ মাহমুদ ভাইয়ের একুরেট ড্রামিং, সব মিলিয়ে পাওয়ারসার্জ মানেই এক অনবদ্য এক্সপেরিয়েন্স। 


দেশের সেরা এই থ্র্যাশ মেটাল ব্যান্ড এর গল্প শুরু হয় ২০০৬ সালে।যাত্রা শুরুর পর থেকেই নিজেদের পাওয়ারফুল পারফরমেন্স দিয়ে নিজেদের অবস্থান জানান দিতে থাকে খুব ভালো ভাবেই ।পাওয়ারসার্জ ব্যান্ডের প্রথম মিক্সড অ্যালবাম এ একটি সিঙ্গেল ট্র্যাক  মুক্তি পায়। তবে তাদের সব থেকে বড় প্রাপ্তি ছিল ২০০৭ সালে দেশের এখন পর্যন্ত সবথেকে বড় ব্যান্ড  রিয়েলিটি শো "ডি রকস্টার" এ চ্যাম্পিয়ন হওয়া। মূলত সেই রিয়েলিটি শো থেকেই তাদের ব্যান্ডটি পরিচিতি পেতে থাকে।কারণ তখন তাদের পারফরম্যান্স দেশের মানুষ টিভিতে দেখে।আর সেই পাওয়ারফুল পারফর্মেন্স দেখেই তাদের ভক্ত হতে শুরু করে দেশের তরুণ সমাজ। তারা তাদের পারফরমেন্স এর মাধ্যমে সকলকে হেডব্যাং করিয়েছে এবং সকলের মনে জায়গা তৈরী করে নিয়েছে অল্প সময়ের মধ্যেই।পাওয়ারসার্জ এর অন্যতম মেম্বার নাহিয়ান তার গিটারের রিফ এর মাধ্যমে মন জয় করেছে সবার। তার করা অসাধারণ গানের কথা ও কম্পোজিশন সকলকে করেছে অবাক। আর নাহিয়ানের চোখ ধাঁধানো হেডব্যাং তো আছেই।যার কারণেই আজ নাহিয়ান হচ্ছে সকলের কাছে আইকন।পাওয়ারসার্জ এই ব্যান্ড গুলো থেকে দারুন ভাবে অনুপ্রাণিত হন সেই ব্যান্ড গুলো হলো মেটালিকা, স্লেয়ার, টেস্টামেন্ট, এক্সোডাস। আর এই ব্যান্ডের কাছে থেকে অনুপ্রেরণা নিয়ে তারা থ্র‍্যাশ মেটাল গানের বিপ্লব ঘটানো শুরু করেন এই দেশে। পাওয়ারসার্জ তাদের প্রথম অ্যালবাম রিলিজ করে ২০০৮ সালে তাদের অ্যালবাম টির নাম ছিল অপ্রস্তুত যুদ্ধ। আর তাদের এই অ্যালবাম টি দারুন জনপ্রিয়তা পায় প্রকাশের পর। এই অ্যালবাম এ মেটালভক্তরা খুব গরম কিছু  গান পায়। যা এই ব্যান্ডকে দারুন জনপ্রিয় করে তুলে। তাদের প্রথম অ্যালবাম এর জনপ্রিয়তার শীর্ষে থাকা গান গুলো হলো  ‘মিথ্যের আগ্রাসন’, ‘অপ্রস্তুত যুদ্ধ’, ‘হাঙর। এই গান গুলো প্রচুর  জনপ্রিয়তা লাভ করে মেটাল ভক্তদের কাছে । তবে এই জনপ্রিয়তার পর তাদের ব্যান্ডে একটা বাধা আসে।পাওয়ারসার্জ ব্যান্ড থেকে ড্রামার সামিউল ও বেজিস্ট সাইদ ২০১১ সালে ব্যান্ড ছেড়ে চলে যায়। তখন পাওয়ারসার্জ ব্যান্ড এর ভক্তরা ভেবেছিলো এই বাধা ব্যান্ডে দারুন প্রভাব ফেলবে।

তবে পাওয়ারসার্জ ব্যান্ড এই বাধা কে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার লক্ষে তাদের পরিবর্তে আসিফ মাহমুদ এবং পারভেজ কে যোগ দেন করানো হয়।অনেকেই ভেবেছিলো  এতে হয়তো এই ব্যান্ড এর আগের মতো আর গতি থাকবে না। তবে ভাবনা সব সময় সত্যি  হয় না তার প্রমান দিয়েছে তারা। তার কারণ হলো এই ভাঙ্গনের পর তাদের গতিটা আরো দ্বিগুন বৃদ্ধি পেয়ে গিয়েছে। তারা তাদের আগের সকল কিছুর থেকেই আরো ভালো পারফর্মেন্স করতে শুরু  করলো সেইটা হোক টিভি শো তে অথবা কোনো কনসার্ট এ সবখানে তাদের সমান বিচরন। এই ব্যান্ডের প্রায় প্রতিটা মেম্বার বাংলাদেশের উঠতি ব্যান্ডের মেম্বার দের কাছে আইডল।পাওয়ারসার্জ ব্যান্ড বর্তমানে একটি ইংলিশ গানের পরিপূণ্য অ্যালবাম তৈরী করার জন্য কাজ করে যাচ্ছে। হয়তো কিছু দিন এর মধ্যেই তাদের ভক্তদের উপহার দিবেন সেই অ্যালবাম টি। 

পাওয়ারসার্জ ব্যান্ডের গানের তালিকা দেয়া হলো 
১.ক্যান্সার 
২.অপ্রস্তুত যুদ্ধ 
৩.হাঙর 
৪.স্বাধীনতার বার্তা 
৫.অগ্নিস্নান 
৬.স্লোগান 
৭.পাওয়ারসার্জ
৮.মিথ্যের আগ্রাসন 
৯.শেষ সীমানা

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।