বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডেথ মেটাল ব্যান্ড হচ্ছে সিভিয়ার ডিমেনশিয়া।ব্যান্ডের সকল অজানা তথ্য জানুন।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডেথ মেটাল ব্যান্ড হচ্ছে  '' সিভিয়ার ডিমেনশিয়া''।এই ব্যান্ডটি যাত্রা শুরু করে ২০০৪ সালের দিকে। সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি তৈরী করে দুই বন্ধু নাহিয়ান(গিটারিস্ট) এবং শওকী(ভোকাল)  ২০১৪ সালের দিকে তারা দুইজনে মিলে সাহসিকতার সঙ্গে বাংলাদেশের কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকায় তারা সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি গড়ে তুলে।সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি অনেক সাহসিকতার সাথে গড়ে তুলেছে এই কথাটা বলার কারণ হচ্ছে।যখন সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি যাত্রা শুরু করে তখন বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের অবস্থা বর্তমানের মতো জনপ্রিয় ছিল না।যার কারণে তখন এই রকম একটি ব্যান্ড গড়ে তুলে অনেক সাহসিকতার বিষয় ছিল।


সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডের লাইন আপ:
★ রিয়াসাত আজমী - ভোকাল
★ সাইমুম হাসান নাহিয়ান - গিটার
★ রায়েফ আল হাসান রাফা - ড্রাম
★ সামির হাফিজ - গিটার
★ কায়সার আহমেদ - বেজ  গিটার

সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডের পুরাতন মেম্বার :

আহমেদ শাওকী  - এক্স ভোকাল(কারণ ছিল অস্ট্রেলিয়া চলে গিয়েছিলো)

এছাড়াও আরো অনেকেই সেশন মেম্বার হিসেবে ছিলো 
 
বিশেষ করে তখন ব্যান্ডের গ্রোলিং এবং স্ক্রিমিং মানুষ খুব একটা স্বাভাবিক ভাবে নিতোনা। আর করলেও অনেক বাধার সম্মুখীন হতে হতো. কিন্তু তখন এই ব্যান্ডটি সকল বাঁধা ভেঙে গড়ে তোলে আজকের সবার প্রিয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সফল ডেথ মেটালব্যান্ড সিভিয়ার ডিমেনশিয়া।বর্তমান সময় ডেথ মেটালব্যান্ড সিভিয়ার ডিমেনশিয়া যে কত টা জনপ্রিয় তা বুঝার জন্য আরসিসি অথবা মেটাল মর্গের মত গিগে গেলেই সহজেই বুঝা যায়। তাদের অন্যতম জনপ্রিয় গান "Howls of murshidabad" এই গানটির সাথে মেটালহেড দের হেডব্যাং, মশপিট সত্যি ই অসাধারণ একটি ব্যাপার।


সিভিয়ার ডিমিনশিয়া ব্যান্ডটির জনপ্রিয়তা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ না। তাদের দেশের বাহিরে ও রয়েছে তুমুল জনপ্রিয়তা। তারা বাংলাদেশের প্রথম ডেথ মেটাল ব্যান্ড যারা ডেথ মেটাল ব্যান্ড হিসেবে ২০০৭ সালে মুম্বাই এবং পুনের (ইন্ডিয়া) দুইটি বিশাল গিগে অংশগ্রহন করে। এর পর তারা দ্বিতীয়বারের মত ২০১২ সালে নেপালের ডেথ মেটালফেস্টে ৫০০০ মেটালহেডের সামনে বাংলাদেশের মেটাল গানকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছিলো  সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি। তারপর তারা তাদের ব্যান্ডের  স্বাভাবিক কাযক্রম নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। বাংলাদেশের বিভিন্ন শোতে পারফর্মেন্স করতে থাকে। তবে ২০১২ সালের পর থেকে ২০১৬ সল্ পর্যন্ত সাময়িকভাবে ব্যান্ডের সকল কাযক্রম অফ ছিলো। সাময়িকভাবে বন্ধ থাকার প্রধান কারণ ছিল  ব্যান্ডের ভোকাল অস্ট্রেলিয়া চলে যাওয়া।কিন্তু তারপর তারা আবার তাদের কাযক্রম আবার নতুন ভাবে শুরু করে তখন ভোকাল হিসেবে যোগদান করে রিয়াসাত আজমী। 

সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম বাহির করে ২০০৭ সালে দিকে ৫ টি ট্র‍্যাক নিয়ে।সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ড টির তাদের প্রথম EP "Epitaph of plassey" রিলিজ হয়।যেটি পলাশীর যুদ্ধ, নবাব সিরাজৌদ্দোলা এবং বিশ্বাসঘাতক মীর জাফর কে নিয়ে লিখা হয়।এই এপি তা দারুন দর্শকপ্রিয়তা পায়।এবংযা বাংলাদেশের মেটালহেড দের কাছে প্রচুর জনপ্রিয়তা পায়। এই "Ep" এর ৫ টি ট্র‍্যাক নিয়ে ২০০৭ সালেই একটি Split এলবাম হয়েছিলো যেটি "Rise of the eastern Blood" নামে পরিচিত।

"Rise of the eastern Blood" অ্যালবাম এর ট্র্যাক লিস্ট গুলো দেয়া হলো :

★ এন্টোমবমেন্ট অফ দা ট্রাইটোর (Entombment of the Traitor)

★ ক্রেডেন্স অফ ফোরট উইলিয়াম( Credence of fort william) 

★ দা বেঙ্গল রেজিমেন্ট (The bengal regiment)

★ হোল্স অফ মুর্শিদাবাদ(howls of murshidabad)


★ স্ট্রাংলেড বাই ট্রাসোন এন্ড ফরগেরই (Strangled by Treason and forgery)

এছাড়াও সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডের  কিছু সিংগেল ট্র‍্যাক রয়েছে তার তালিকা দেয়া হলো :

★ ডেমেনটেড মেনটেশন (Demented mentation) (২০০৬)

★ শূদ্রের দা ইনসেনসেড গোড্ডেস (Shudder the incensed goddess)

★ ডেমো রিলিজ :স্ল্যায়ের অফ দা স্ন্যালিং ট্রমেন্টর (Slayer of the snarling Tormentor)

★ ডেমো রিলিজ :ডিফ্লোরেসিওন অফ টিএমত (Defloracioun of tiamat)

★ ডেমো রিলিজ :এমইশারিজ অফ কিঙ্গু ( Emissaries of kingu)

বর্তমানে সিভিয়ার ডিমেনশিয়া ব্যান্ডটি নতুন লিরিক্স তৈরী এবং নতুন কম্পোজিশন করছেন। কয়েক মাসের মধ্যেই হয়তো ব্যান্ডটি তাদের এই নতুন গানটি উপহার দিবে। আর সেইটা শুনে মেটালহেড দের হেডব্যাং এ জমে উঠবে। আশা তো করাই যায়।  

Comments

Popular posts from this blog

শাবনূরের লাইফস্টাইল অজানা অনেক তথ্য I আসল নাম | উচ্চতা I ওজন I শারীরিক পরিমাপ | বয়স | পড়ালেখা | স্বামী | ক্যারিয়ারের অর্জন | বাড়ি | জীবনী এবং উল্লেখযোগ্য সিনেমায় ব্যক্তিগত জীবন সম্পর্ককে জানতে অবশ্যই পড়ুন

বাংলাদেশী ব্যান্ডের আন্ডাররেটেড গান সমূহের তালিকা দেয়া হলো । নতুন কিছু গানের স্বাদ পেতে অবশ্যই পড়ুন।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান ২০ টি বস্তু, যা এতটাই দামী আপনি শুনে অবাক না হয়ে পারবেন না,জানতে অবশ্যই পড়ুন।