বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় প্রোগ্রেসিভ রক ব্যান্ড অশ্রুত। এই ব্যান্ড সম্পর্কে ধারণা নিতে অবশ্যই পড়ুন।
নিঃস্ব জোছনা আলো দেয়
মিথ্যে আশায়...
নিঃস্ব বেদনা দুঃখ দেয়
কোন আশায়?
গানের এই কথা গুলো শুনে অবশ্যই বুঝে গিয়েছেন কোন ব্যান্ডের কথা বলছি।হ্যা ঠিক ভেবেছেন অশ্রুত ব্যান্ডের কথাই বলছি। যারা গান যারা ভালোবাসেন এবং ব্যান্ড এর গান নিয়ে অনেক বেশি খোঁজ খবর রাখেন তারা "অলিখিত দুঃখ" গানটা শোনেন নাই এমন হতেই পারে না। আর যদি এমন তাই হয়ে থাকে তাহলে সেইটা বলতেই হবে আপনার জন্য আসলেই একটা বড় অপ্রাপ্তি। অলিখিত দুঃখ এই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছে।আজ আপনাদের সাথে শেয়ার করবো অশ্রুত ব্যান্ডের সম্পর্কে।
ব্যান্ড এর বর্তমান লাইন আপঃ
1. গিটার : জামি
2. গিটার : শুভ
3. বেজ : সেহান
4. ড্রামস : সানি
5. ভোকাল : সিমোন
6. এক্স-গিটারিস্ট & লাইফটাইম মেম্বার : ইশাত
অশ্রুত ব্যান্ড এর যাত্রা শুরু হয় ঢাকায় ২০০৭ সালের দিকে।তবে ব্যান্ডটি যাত্রা শুরুর আগের ঘটনা। অশ্রুত ব্যান্ড এর ভোকালিস্ট শিমন ভাই, বেজিস্ট সেহান ভাই এবং ড্রামার সানি ভাই তারা সকলেই একই কলেজে পড়তো।তারা সকলে মিলে কলেজে থাকতেই পরিকল্পনা করে একটি ব্যান্ড তৈরী করার। আর এই পরিকল্পনা মাধ্যমে তারা তাদের ব্যান্ডের জন্য অনুশীলন করতে থাকে। তারপর কিছু দিন যাবার পর তাদের সাথে যোগদান করে ইশাত এবং জানি। তারপর সবাই মিলে কিছু দিন অনুশীলন করার পর এই ব্যান্ডের সকল মেম্বাররা বুঝতে পারে তারা অলাটারনেটিভ রক, পিউর রক সাথে কিছুটা প্রোগ্রেসিভ রক নিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর তার পরেই মূলত তাদের মূল কাজ শুরু হয় ব্যান্ডের জন্য।
অশ্রুত ব্যান্ড এখন পর্যন্ত ৭টি সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করেছে। তার তালিকা দেয়া হলো :
অশ্রুত ব্যান্ড এর ২০০৭ সালে পথচলা শুরু হবার পর তারা তাদের প্রথম সিঙ্গেল ট্র্যাক বাহির করার সির্দ্ধান্ত নেন। আর তারপর তারা ২০০৯ সালে তাদের প্রথম সিঙ্গেল ট্র্যাক স্পর্শ রিলিজ করে। তারপর তারা প্রায় ১ বছর আর কোনো সিঙ্গেল ট্র্যাক বাহির করে না। তারা নিজেদের আরো ভালো ভাবে প্রস্তুত করার জন্য এই সময় করতে থাকে।
অশ্রুত ব্যান্ড তারপর তাদের দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক বাহির করার জন্য চিন্তা ভাবনা করে। তারপর তারা তাদের দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক রিলিজ করেন ২০১০ সালের শেষের দিকে। তাদের সিঙ্গেল ট্র্যাকটার নাম ছিল একা। তারপর তারা আবার ও কিছু দিন গান বাহির করা থেকে বিরত থাকে। তারপর ব্যান্ডটি ২০১২ সালে ২ বছর পর স্যার হুমায়ূন আহমেদ স্মরণে তারা রিলিজ দেয় তাদের তৃতীয় সিঙ্গেল ট্র্যাক কারিগর। তারপর একই বছর ২০১২ সালে অশ্রুত ব্যান্ড বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর জন্য একটি থিম সং করে। সেই থিম সং ছিল অঙ্গীকার নামের। তারপর অশ্রুত ব্যান্ড ২০১৩ সালের দিকে তাদের আরেকটি সিঙ্গেল ট্র্যাক রিলিজ করেন। তাদের ৪র্থ সিঙ্গেল ট্র্যাক টির নাম ছিল আলোর গান। তাদের ৪র্থ সিঙ্গেল ট্র্যাক আলোর গান তখন শাহবাগ অ্যালবাম এ রিলিজ হয়। আর এই শাহবাগ অ্যালবাম টি রিলিজ পেয়েছিলো ইন্টারনেশনালিও। অশ্রুত ব্যান্ড এর এই আলোর গানটি সেই সময় বেশ ভালো সাড়া ফেলেছিলো। কিন্তু তাদের ব্যান্ডের যাত্রা শুরু হবার পর প্রায় ৬ বছর পার হয়ে গেলো ,কিন্তু তাদের অ্যালবাম কি ?তাদের অ্যালবাম কখন রিলিজ হবে ?তখন এই প্রশ্ন গুলো ঘুরছিলো এই ব্যান্ডের ভক্তদের মধ্যে। সেই ২০০৭ থেকে ২০১৩, শ্রোতা দের অপেক্ষা করতে ৬টি বছর অশ্রুত ব্যান্ড এর প্রথম অ্যালবাম এর জন্য।অবশেষে ভক্তদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অশ্রুত ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম রিলিজ দেয় ২০১৩ সালের শেষের দিকে। এই ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম এর নাম ছিল "নির্বাণ"।
অশ্রুত ব্যান্ড এর প্রথম অ্যালবাম এর গানের তালিকা দেয়া হলো :
অশ্রুত ব্যান্ড এর সব থেকে বড় ঘটনা টা তো এখনো বাকি রয়ে গিয়েছে। তার পর ২০১৪ সালে ব্যান্ডটি MTV"Chart Attack" লিস্টে প্রথম বার জায়গা পেয়েই প্রথম বাংলাদেশী ব্যান্ড হিসেবে হিসেবে সিলভার ডিস্ক এ্যাওয়ার্ডটি নিজেদের করে নেয়। আর এই প্রাপ্তি টা তাদের আরো জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। আর সেই বছরেই ২০১৪ সালে অশ্রুত ব্যান্ড তাদের পঞ্চম সিঙ্গেল ট্র্যাক ফিরে আয় গানটা রিলিজ করে।তারপর অশ্রুত ব্যান্ড তাদের সর্বশেষ সিঙ্গেল ট্র্যাক মিক্সড অ্যালবাম সংশোধনে রিলিজ করে। তাদের ষষ্ঠ সিঙ্গেল ট্র্যাক টা হচ্ছে ""শৈশবে হারাই"" আর এই গানটি রিলিজ হয় ২০১৬ সালের দিকে। তারপর তার এখনো আর কোনো অ্যালবাম অথবা সিঙ্গেল ট্র্যাক বাহির করে নি।
বর্তমান বছরে অশ্রুত ব্যান্ড হয়তো তাদের দুই একটি সিঙ্গেল ট্র্যাক বাহির হতে পারে। তবে তাদের দ্বিতীয় অ্যালবাম এর কাজ শুরু করেছে কিছু দিন আগেই।
অশ্রুত ব্যান্ডকে নিয়ে লিখার অনুপ্রেরণা পেয়েছি Shibly Islam ভাইয়ার লিখা থেকে ।
মিথ্যে আশায়...
নিঃস্ব বেদনা দুঃখ দেয়
কোন আশায়?
গানের এই কথা গুলো শুনে অবশ্যই বুঝে গিয়েছেন কোন ব্যান্ডের কথা বলছি।হ্যা ঠিক ভেবেছেন অশ্রুত ব্যান্ডের কথাই বলছি। যারা গান যারা ভালোবাসেন এবং ব্যান্ড এর গান নিয়ে অনেক বেশি খোঁজ খবর রাখেন তারা "অলিখিত দুঃখ" গানটা শোনেন নাই এমন হতেই পারে না। আর যদি এমন তাই হয়ে থাকে তাহলে সেইটা বলতেই হবে আপনার জন্য আসলেই একটা বড় অপ্রাপ্তি। অলিখিত দুঃখ এই গানটি খুব জনপ্রিয়তা পেয়েছে।আজ আপনাদের সাথে শেয়ার করবো অশ্রুত ব্যান্ডের সম্পর্কে।
ব্যান্ড এর বর্তমান লাইন আপঃ
1. গিটার : জামি
2. গিটার : শুভ
3. বেজ : সেহান
4. ড্রামস : সানি
5. ভোকাল : সিমোন
6. এক্স-গিটারিস্ট & লাইফটাইম মেম্বার : ইশাত
অশ্রুত ব্যান্ড এর যাত্রা শুরু হয় ঢাকায় ২০০৭ সালের দিকে।তবে ব্যান্ডটি যাত্রা শুরুর আগের ঘটনা। অশ্রুত ব্যান্ড এর ভোকালিস্ট শিমন ভাই, বেজিস্ট সেহান ভাই এবং ড্রামার সানি ভাই তারা সকলেই একই কলেজে পড়তো।তারা সকলে মিলে কলেজে থাকতেই পরিকল্পনা করে একটি ব্যান্ড তৈরী করার। আর এই পরিকল্পনা মাধ্যমে তারা তাদের ব্যান্ডের জন্য অনুশীলন করতে থাকে। তারপর কিছু দিন যাবার পর তাদের সাথে যোগদান করে ইশাত এবং জানি। তারপর সবাই মিলে কিছু দিন অনুশীলন করার পর এই ব্যান্ডের সকল মেম্বাররা বুঝতে পারে তারা অলাটারনেটিভ রক, পিউর রক সাথে কিছুটা প্রোগ্রেসিভ রক নিয়ে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর তার পরেই মূলত তাদের মূল কাজ শুরু হয় ব্যান্ডের জন্য।
অশ্রুত ব্যান্ড এখন পর্যন্ত ৭টি সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করেছে। তার তালিকা দেয়া হলো :
- স্পর্শ (২০০৯) - অনলাইন রিলিজ
- একা (২০১০) - অনলাইন রিলিজ
- কারিগর (২০১২) - এ ট্রিভিউট টু স্যার হুমায়ূন আহমেদ - অনলাইন রিলিজ
- অঙ্গীকার (২০১২) - ঢাকা গ্ল্যাডিয়েটর্স থিম সং
- আলোর গান (২০১৩) - শাহবাগ মিক্সড এ্যালবাম
- ফিরে আয় (২০১৪) - অনলাইন রিলিজ
- শৈশবে হারাই (২০১৬) - প্রথমে অনলাইন রিলিজ পরে সংশোধন এ্যালবামে
অশ্রুত ব্যান্ড এর ২০০৭ সালে পথচলা শুরু হবার পর তারা তাদের প্রথম সিঙ্গেল ট্র্যাক বাহির করার সির্দ্ধান্ত নেন। আর তারপর তারা ২০০৯ সালে তাদের প্রথম সিঙ্গেল ট্র্যাক স্পর্শ রিলিজ করে। তারপর তারা প্রায় ১ বছর আর কোনো সিঙ্গেল ট্র্যাক বাহির করে না। তারা নিজেদের আরো ভালো ভাবে প্রস্তুত করার জন্য এই সময় করতে থাকে।
অশ্রুত ব্যান্ড তারপর তাদের দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক বাহির করার জন্য চিন্তা ভাবনা করে। তারপর তারা তাদের দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক রিলিজ করেন ২০১০ সালের শেষের দিকে। তাদের সিঙ্গেল ট্র্যাকটার নাম ছিল একা। তারপর তারা আবার ও কিছু দিন গান বাহির করা থেকে বিরত থাকে। তারপর ব্যান্ডটি ২০১২ সালে ২ বছর পর স্যার হুমায়ূন আহমেদ স্মরণে তারা রিলিজ দেয় তাদের তৃতীয় সিঙ্গেল ট্র্যাক কারিগর। তারপর একই বছর ২০১২ সালে অশ্রুত ব্যান্ড বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটর্স এর জন্য একটি থিম সং করে। সেই থিম সং ছিল অঙ্গীকার নামের। তারপর অশ্রুত ব্যান্ড ২০১৩ সালের দিকে তাদের আরেকটি সিঙ্গেল ট্র্যাক রিলিজ করেন। তাদের ৪র্থ সিঙ্গেল ট্র্যাক টির নাম ছিল আলোর গান। তাদের ৪র্থ সিঙ্গেল ট্র্যাক আলোর গান তখন শাহবাগ অ্যালবাম এ রিলিজ হয়। আর এই শাহবাগ অ্যালবাম টি রিলিজ পেয়েছিলো ইন্টারনেশনালিও। অশ্রুত ব্যান্ড এর এই আলোর গানটি সেই সময় বেশ ভালো সাড়া ফেলেছিলো। কিন্তু তাদের ব্যান্ডের যাত্রা শুরু হবার পর প্রায় ৬ বছর পার হয়ে গেলো ,কিন্তু তাদের অ্যালবাম কি ?তাদের অ্যালবাম কখন রিলিজ হবে ?তখন এই প্রশ্ন গুলো ঘুরছিলো এই ব্যান্ডের ভক্তদের মধ্যে। সেই ২০০৭ থেকে ২০১৩, শ্রোতা দের অপেক্ষা করতে ৬টি বছর অশ্রুত ব্যান্ড এর প্রথম অ্যালবাম এর জন্য।অবশেষে ভক্তদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অশ্রুত ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম রিলিজ দেয় ২০১৩ সালের শেষের দিকে। এই ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম এর নাম ছিল "নির্বাণ"।
অশ্রুত ব্যান্ড এর প্রথম অ্যালবাম এর গানের তালিকা দেয়া হলো :
- নির্বাণ
- অলিখিত দুঃখ
- মনে পরে
- ধুলো পরা
- অনুপ্রাণ
- Whisper to Survive
- সমাধির মত
- কোথায়
- একুশ নিয়ে
- শেষ আবেগ
অশ্রুত ব্যান্ড এর সব থেকে বড় ঘটনা টা তো এখনো বাকি রয়ে গিয়েছে। তার পর ২০১৪ সালে ব্যান্ডটি MTV"Chart Attack" লিস্টে প্রথম বার জায়গা পেয়েই প্রথম বাংলাদেশী ব্যান্ড হিসেবে হিসেবে সিলভার ডিস্ক এ্যাওয়ার্ডটি নিজেদের করে নেয়। আর এই প্রাপ্তি টা তাদের আরো জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। আর সেই বছরেই ২০১৪ সালে অশ্রুত ব্যান্ড তাদের পঞ্চম সিঙ্গেল ট্র্যাক ফিরে আয় গানটা রিলিজ করে।তারপর অশ্রুত ব্যান্ড তাদের সর্বশেষ সিঙ্গেল ট্র্যাক মিক্সড অ্যালবাম সংশোধনে রিলিজ করে। তাদের ষষ্ঠ সিঙ্গেল ট্র্যাক টা হচ্ছে ""শৈশবে হারাই"" আর এই গানটি রিলিজ হয় ২০১৬ সালের দিকে। তারপর তার এখনো আর কোনো অ্যালবাম অথবা সিঙ্গেল ট্র্যাক বাহির করে নি।
বর্তমান বছরে অশ্রুত ব্যান্ড হয়তো তাদের দুই একটি সিঙ্গেল ট্র্যাক বাহির হতে পারে। তবে তাদের দ্বিতীয় অ্যালবাম এর কাজ শুরু করেছে কিছু দিন আগেই।
অশ্রুত ব্যান্ডকে নিয়ে লিখার অনুপ্রেরণা পেয়েছি Shibly Islam ভাইয়ার লিখা থেকে ।
Comments
Post a Comment