অন্যতম জনপ্রিয় ব্যান্ড নাইটউইশ এর পরিচিতি অবশ্যই পড়ুন।
আপনার কি মেটাল মিউজিক ভালো লাগে ? কিন্তু আপনি কি মেটাল মিউজিক থেকে একবারে ভিন্ন ধারার গান মানে আপনি কি গানের মধ্যে একটু মসৃনতার ছোয়াও পেতে চাচ্ছেন? যদি তাই চান তাহলে আপনার জন্য উপযোক্ত হবে সিম্ফনিকে রক ধরণের গান শুনা। আর আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো এই রকমই একটি জনপ্রিয় ব্যান্ড এর সাথে। ব্যান্ডটির নাম হচ্ছে নাইটউইশ।এই ধারার গানের জন্য এই ব্যান্ডটি অনন্য।
নাইটউইশ হচ্ছে কৃতী, ফিনল্যাণ্ড এর একটি নাম করা সিম্ফনিকে রক ব্যান্ড ।
২০০১ সালে নাইটউইশ ব্যান্ড থেকে বেজ গিটারিস্ট স্বামী ভানস্কা বের হয়ে যান এবং তার পরিবর্তে ব্যান্ডে নতুন বেজ গিটারিস্ট মার্কো হইতালা যোগ দেন করেন । তরপর নাইটউইশ ব্যান্ড এই ঘটনার পর ২০০২ সালে তাদের ৪র্থ অ্যালবাম রিলিজ করেন। সেই অ্যালবামটির নাম ছিল সেঞ্চুরি চাইল্ড। নাইটউইশ ব্যান্ডের এই অ্যালবামটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এতটাই জনপ্রিয়তা পাই যে এই অ্যালবাম টি নাইটউইশ ব্যান্ডের টার্নিং পয়েন্ট বললে ও ভুল বলা হবে না। এই সেঞ্চুরি চাইল্ড অ্যালবামটির মাধ্যমে নাইটউইশ ব্যান্ড ফিনল্যান্ড ছাড়াও বিশ্বজুড়ে নিজেদের আত্মপ্রকাশ করে এবং বিশ্বজুড়ে তাদের এই অ্যালবাম তুমুল সারা সৃষ্টি করে এবং অনেক জনপ্রিয়তা লাভ করে। তারপর নাইটউইশ ব্যান্ড প্রায় দুই বছর আর কোনো অ্যালবাম রিলিজ করেন না। তারপর ২০০৪ সালে নাইটউইশ ব্যান্ডটি তাদের ৫ম অ্যালবাম ওয়ানস ( Once ) রিলিজ করে।
এই অ্যালবামটি ও নাইটউইশ ব্যান্ডের ভক্তদের কাছে ভালো সারা সৃষ্টি করে। কিন্তু এই অ্যালবাম রিলিজ হওয়ার পর ২০০৫ সালে নাইটউইশ ব্যান্ডটি এবং ব্যান্ডের ফ্যানদের জন্য বড় একটা ধাক্কা আসে। ২০০৫ সালের দিকে ব্যান্ডের মূল ভোকালিস্ট তরজাকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে বাহির হয়ে যেতে বলা হয়। যা ব্যান্ডের ভক্তদের কাছে ছিল বড় একটা আঘাত পাওয়ার মতো।
নাইটউইশ ব্যান্ড এই পর্যন্ত মোট ৮টি তাদের ভক্তদের উপহার দিয়েছে। তাদের সব গুলো অ্যালবাম এর গান ছিল ভাবপূর্ণ গভীর লিরিক্স এবং ডিস্টর্টেড রিফ এর সাথে কিবোর্ডের অসাধারন ব্লেন্ডিং করে তৈরী করা ইউনিক কম্পোজিশনে করা। যা ভক্তদের মন খুব সহজেই জয় করে নিয়েছিল। আর এর গানগুলো জন্যই আজ নাইটউইশ ব্যান্ডটি সিম্ফনিকে রক গানের অন্যতম সেরা ব্যান্ড।
তাদের ৮ টি অ্যালবাম এর নাম নিচে দেয়া হলো
নাইটউইশ ব্যান্ডের সবগুলো অ্যালবাম হতে যে গান গুলো বেশি জনপ্রিয়তা পেয়েছিলো সেই গান গুলোর তালিকা নিচে উল্লেখ করা হলো :
নাইটউইশ হচ্ছে কৃতী, ফিনল্যাণ্ড এর একটি নাম করা সিম্ফনিকে রক ব্যান্ড ।
দেশ: ফিনল্যান্ড
ধরণ: সিম্ফোনিক মেটাল
গঠন: 1996
বর্তমান সদস্যগণ :
* টমাস হলপাইনেন (কীবোর্ড)
* ইমপু ভুরিনিন (গিটার)
* জুক্কা নেভালাইনেন (ড্রামস, পেরুকুশন)
* মার্কো হইতালা (বেজ গিটার ,ভোকাল)
* ট্রয় ডোনাক্লি (গিটার, সহকারী ভোকাল এবং আনুষাঙ্গিক)
নাইটউইশ ব্যান্ডের বায়োগ্রাফি:
১৯৯৬ সালে ব্যান্ডটি যাত্রা শুরু করে ,তখন প্রথম গ্রুপ পারফরমেন্স করে ব্যান্ডটি। তখন ব্যান্ডে মেম্বার ছিলেন হলপাইনেন ছিলেন কিবোর্ডিষ্ট ,তরজা ছিলেন ভোকালিস্ট,এম্পপু ছিলেন গিটারিস্ট। আর তাঁরাই প্রথম একটি ইনিশিয়াল গ্রুপ ফর্ম করেন। তার পর এই গ্রুপটি ১৯৯৬ সালেই তাদের প্রথম এক্যুস্টিক ডেমো রেকর্ড করে।আর সেই এক্যুস্টিক ডেমোটির একটা গান থেকেই পরবর্তীতে ব্যান্ডটির নাম রাখা হয় নাইটউইশ।
পরের বছর ১৯৯৭ সালে নাইটউইশ ব্যান্ডে নেভালাইনেন (Nevalainen) ড্রামার হিসেবে যোগ দেন। আর এই ব্যান্ড লাইনআপ নিয়ে তারা তাদের প্রথম অ্যালবাম রিলিজ দেন ১৯৯৭ সালে। তাদের প্রথম অ্যালবাম এর নাম ছিল এঞ্জেলস ফল ফার্স্ট (Angels Fall First ) ।তাদের প্রথম অ্যালবাম এঞ্জেলস ফল ফার্স্ট ফিনল্যান্ড খুবই ভালো জনপ্রিয়তা লাভ করে। তাদের প্রথম অ্যালবাম রিলিজ হওয়ার পর ফিনল্যান্ড এ তাদের ব্যান্ড এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। তখন তারা তাদের ব্যান্ড এর জনপ্রিয়ত আরো বৃদ্ধির লক্ষে তারা কিছু গেস্ট মেম্বার নিয়ে তারা প্রচুর পরিমানে লাইভ শো করতে থাকে। তারপর ব্যান্ডে ১৯৯৮ সালে বেজ গিটারিস্ট হিসেবে যোগ দান করেন স্বামী ভানস্কা। এরপর ব্যান্ডটি ব্যাপক পরিসরে অ্যালবাম বাহির করার কাজ শুরু করে। তার পর তারা পর পর দুইটি অ্যালবাম রিলিজ করেন। অ্যালবাম দুইটি হচ্ছে ওসেনবর্ন অ্যালবাম টি তারা রিলিজ করেন ১৯৯৮ সালে এবং উইশমাস্টার অ্যালবাম টি রিলিজ করেন ২০০০ সালে। তাদের এই দুইটি অ্যালবাম ও খুবই জনপ্রিয়তা পায় ফিনল্যান্ড এ।
এই অ্যালবামটি ও নাইটউইশ ব্যান্ডের ভক্তদের কাছে ভালো সারা সৃষ্টি করে। কিন্তু এই অ্যালবাম রিলিজ হওয়ার পর ২০০৫ সালে নাইটউইশ ব্যান্ডটি এবং ব্যান্ডের ফ্যানদের জন্য বড় একটা ধাক্কা আসে। ২০০৫ সালের দিকে ব্যান্ডের মূল ভোকালিস্ট তরজাকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে বাহির হয়ে যেতে বলা হয়। যা ব্যান্ডের ভক্তদের কাছে ছিল বড় একটা আঘাত পাওয়ার মতো।
তারপর ২০০৬ সালের দিকে নাইটউইশ ব্যান্ডে নতুন ভোকাল হিসেবে যোগ দেন করেন অনেটা অলজোন (Anette Olzon)।অনেটা অলজোন ভোকালিস্ট হিসেবে যোগদান করার পর ২০০৭ সালে নাইটউইশ ব্যান্ড তাদের নতুন আর একটি অ্যালবাম রিলিজ করেন বাজারে। অ্যালবামটির নাম ছিল ডার্ক প্যাশন প্লে( Dark Passion Play)। নাইটউইশ ব্যান্ড এর এই নতুন অ্যালবামটি ব্যান্ডের আগের সকল রেকর্ড ভেঙে দেয়। এই অ্যালবামটি আগের সকল অ্যালবাম হতে বেশি জনপ্রিয়তা লাভ করা। এই অ্যালবামটি বিশ্বজুড়ে প্রায় ২ মিলিয়ন কপি বিক্রি করা হয়। যা ছিল তখন এই ব্যান্ডটির জন্য অকল্পনীয় বিষয়। এই রেকর্ড পরিমান কপি বিক্রয় হওয়ার পর তারা প্রায় জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। তখন এইটাই ছিল তাদের শ্রেষ্ট অর্জন।
এই অ্যালবামটি বাজারে ছাড়ার পর প্রায় ৪ বছর নাইটউইশ ব্যান্ড আর কোনো নতুন অ্যালবাম বাজারে রিলিজ করে না। তারপর ৪ বছর পর কিছু নাটকিয়তাপূর্বক তারা তাদের ৭ম অ্যালবাম বাজারে রিলিজ করে। সেই এলবামটির নাম ছিল ইমাজিনাইরুম (Imaginaerum)।তারপর ব্যান্ডটি থেকে আবার তাদের ভোকাল ব্যান্ড ছেড়ে চলে যায়। ২০১২ সালে ব্যান্ড এর ভোকালিস্ট অনেটা অলজোন ব্যাক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে বাহির হয়ে যায়। ২০১৩ সালে ব্যান্ডের সাথে নতুন ভোকালিস্ট হিসেবে যোগদান করেন বর্তমান ব্যান্ডের ভোকাল ফ্লোর জনসন ( Floor Janson ) ।এক বছর ব্যান্ড গিটারিস্ট হিসেবে যোগদান করেন ট্রয় দোনোকলেই (Troy Donockley) ।ব্যান্ডের মেম্বার পরিবর্তন হওয়ার পর ২০১৫ সালে নাইটউইশ ব্যান্ড তাদের ৮ম ও এখন পর্যন্ত বাজারে বাহির করা সর্বশেষ অ্যালবাম এন্ডলেস ফার্মস মোস্ট বিউটিফুল(Endless Forms Most Beautiful) রিলিজ করে।
নাইটউইশ ব্যান্ড এই পর্যন্ত মোট ৮টি তাদের ভক্তদের উপহার দিয়েছে। তাদের সব গুলো অ্যালবাম এর গান ছিল ভাবপূর্ণ গভীর লিরিক্স এবং ডিস্টর্টেড রিফ এর সাথে কিবোর্ডের অসাধারন ব্লেন্ডিং করে তৈরী করা ইউনিক কম্পোজিশনে করা। যা ভক্তদের মন খুব সহজেই জয় করে নিয়েছিল। আর এর গানগুলো জন্যই আজ নাইটউইশ ব্যান্ডটি সিম্ফনিকে রক গানের অন্যতম সেরা ব্যান্ড।
তাদের ৮ টি অ্যালবাম এর নাম নিচে দেয়া হলো
1. এঞ্জেলস ফ্যাল ফার্স্ট (Angels Fall First) (১৯৯৭)
2. ওসেনবর্ন (Oceanborn) (১৯৯৮)
3. উইশমাস্টার (Wishmaster) (২০০০)
4. সেঞ্চুরি চাইল্ড (Century Child) (২০০২)
5. ওয়ানস (Once) (২০০৪)
6. ডার্ক প্যাশন প্লে (Dark Passion Play) (২০০৭)
7. ইমগিনাররাম (Imaginaeram) (২০১১)
8. এন্ডলেস ফার্মস মোস্ট বিউটিফুল (Endless Forms Most Beautiful) (২০১৫)
নাইটউইশ ব্যান্ডের সবগুলো অ্যালবাম হতে যে গান গুলো বেশি জনপ্রিয়তা পেয়েছিলো সেই গান গুলোর তালিকা নিচে উল্লেখ করা হলো :
Song :Bye Bye Beautiful
Album : Dark Passion Play · 2007
Song :Storytime
Album : Imaginaerum Orchestral (Tour Edition) · 2011
Song :Sleeping Sun
Album : Oceanborn · 1998
Song :Nemo
Album: Once · 2004
Song :Wish I Had an Angel
Album :Once · 2004
Song :Ever Dream
Album: Century Child · 2002
Song :Élan
Album : Endless Forms Most Beautiful · 2015
Song :The Islander
Album :Dark Passion Play · 2007
Song :While Your Lips Are Still Red
Album :Dark Passion Play · 2007
Song :She Is My Sin
Album :Wishmaster · 2000
Song :The Kinslayer
Album :Wishmaster · 2000
Song :Dark Chest of Wonders
Album Once · 2004
Song :Bless the Child
Album :Century Child · 2002
Song :Last Ride of the Day
Album :Imaginaerum Orchestral (Tour Edition) · 2011
Song :Planet Hell
Album :Once · 2004
Song :Walking in the Air
Album :Oceanborn · 1998
Song :Come Cover Me
Album :Wishmaster · 2000
Song :I Want My Tears Back
Album :Imaginaerum Orchestral (Tour Edition) · 2011
Song :Last of the Wilds
Album :Dark Passion Play · 2007
Song :Amaranth
Album: Dark Passion Play · 2007
Song :Siren
Album :Once · 2004
Song :Sacrament of Wilderness
Album :Oceanborn · 1998
Song :Deep Silent Complete
Album :Wishmaster · 2000
Song :End Of All Hope
Album :Century Child · 2002
Song :Dead Boy's Poem
Album :Wishmaster · 2000
Song :The Phantom Of The Opera
Album :Century Child · 2002
Song :10th Man Down
Album :End of Innocence · 2003
Song :Passion and the Opera
Album :Oceanborn · 1998
Song :FantasMic
Album: Wishmaster · 2000
Song :Kuolema tekee taiteilijan
Album : Once · 2004
Song :Scaretale
Album :Imaginaerum Orchestral (Tour Edition) · 2011
Song :The Crow, the Owl and the Dove
Album :Imaginaerum Orchestral (Tour Edition) · 2011
Comments
Post a Comment